1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আরো সমস্যা

২৬ আগস্ট ২০২২

বৃহস্পতিবার একাধিকবার পরমাণুকেন্দ্রের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে কারণ জানানো হয়নি।

ঝাপোরিজ্ঝিয়া
ছবি: Konstantin Mihalchevskiy/SNA/IMAGO

ইউক্রেনের ঝাপোরিজ্ঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র এখনো রাশিয়ার দখলে। কেন্দ্রটির ভিতরে রাশিয়ার সেনা লুকিয়ে আছে বলে অভিযোগ। ভিতর থেকেই তারা লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার একাধিকবার ওই পরমাণু কেন্দ্রের বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে এর কারণ জানানো হয়নি। তবে ঘটনাটি নিয়ে চিন্তিত সবপক্ষই। ইউক্রেনের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম ঘটল।

ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার বোমাবর্ষণে ওই বিদ্যুৎকেন্দ্রের তিনটি লাইনের ক্ষতি হয়। তার জেরেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে ওই লাইনগুলিকে বিচ্ছিন্ন করা হয়। ইউক্রেনের দাবি, অন্তত দুইবার এমন ঘটনা ঘটেছে। বস্তুত, এর আগেও ওই কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। তবে এখনো পর্যন্ত পরমাণু রিঅ্যাক্টর অক্ষত আছে। রাশিয়া এবং ইউক্রেন-- দুইপক্ষই একে অপরের উপর দায় চাপিয়েছে ঝাপোরিজ্ঝিয়ায় বিস্ফোরণ নিয়ে।

একাধিক মিসাইল হামলা

বুধবার ৩১তম স্বাধীনতা দিবস পালন করেছে ইউক্রেন। ওই দিন ইউক্রেনের দুই জায়গায় রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার রাতে ভিডিওবার্তায় জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার বক্তব্য, রাজধানী কিয়েভের উত্তর দিকে রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। তবে চ্যাপলিন স্টেশনের হামলায় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলেনস্কির দাবি, সেখানে পরপর দুইবার হামলা চালিয়েছিল রাশিয়া। প্রথম হামলায় একটি বাড়ি ধ্বংস হয়। সেখানে এক বালকের মৃত্যু হয়। পরের হামলা হয়েছে স্টেশনে। এখনো পর্যন্ত সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। 

যেখানে এই হামলা হয়েছে, সেখান থেকে দনেৎস্কের দূরত্ব ১৪৫ কিলোমিটার। জেলেনস্কি জানিয়েছেন, দনেৎস্ক থেকেই ওই হামলা চালানো হয়েছে।

রাশিয়া বৃহস্পতিবার ওই হামলার কথা স্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, স্টেশনে সে সময় কেবলমাত্র ইউক্রেনের সেনাবাহিনী ছিল। তাদের লক্ষ্য করেই মিসাইল ছোঁড়া হয়েছিল। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে অ্যামেরিকা। মার্কিন মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন টুইট করে বলেছেন, এই ঘটনা আবার প্রমাণ করে দিল রাশিয়া কী ধরনের অনাচার করছে।

ক্লাস্টার বোমার ব্যবহার

রাশিয়া ইউক্রেনজুড়ে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। ওই বোমার আঘাতেই শয় শয়ে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে বেসামরিক ভবন, স্কুল, চার্চ। ক্লাস্টার বোমা ব্যবহার না করার একটি কনভেনশন হয়েছিল। ১১০টি দেশ সেখানে সই করেছিল। কিন্তু রাশিয়া বা ইউক্রেন কেউই তাতে সই করেনি। সেই ক্লাস্টার বোমাই রাশিয়া ইউক্রেনে ব্যবহার করছে। এই বোমার সাহায্যে একইসঙ্গে একাধিক বিস্ফোরণ ঘটানো যায়।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ