ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি রেলস্টেশনে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের৷ ওই হামলায় ৫২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তারা৷
বিজ্ঞাপন
দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া হামলা আরও বাড়াবে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য৷ এদিকে ইউক্রেন জানিয়েছে, শনিবার ১০টি মানবিক করিডর দেয়ার ব্যাপারে রাশিয়া সম্মত হয়েছে৷ এই ১০টি এলাকা দিয়ে বেসামরিক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারবে৷
অস্ট্রিয়ার চ্যান্সেলরের কিয়েভ সফর
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের ইউক্রেনের প্রতি সংহতি জানাতে আজ কিয়েভ সফর করছেন৷ প্রেসিডেন্ট জেলেনস্কি এবং সিটি মেয়রের সাথে দেখা করেছেন তিনি৷ এছাড়া বুচা শহরও সফর করার কথা রয়েছে তার৷ এই শহরেই অনেক বেসামরিক মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে সম্প্রতি৷
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ শলৎসের
জার্মানিতে এখন রাজ্যগুলিতে চলছে নির্বাচন৷ শেলজভিগ-হোলশ্টাইন শহরে এক নির্বাচনি সমাবেশে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুটিন যা করছেন তা যুদ্ধাপরাধের সামিল৷
ইউক্রেন জানিয়েছে, পূর্বাঞ্চলের দোনবাস এলাকায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া৷ শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্রবাহিনী জানিয়েছে, রুবিশনে, নিঝনে, পোপাসনা এবং নভোবাখমুতিভকা এখন রাশিয়ার সেনাদের প্রধান লক্ষ্য৷ এছাড়া তারা মারিউপোল শহরের পুরো নিয়ন্ত্রণ নিতে চায়৷
এদিকে, ক্রামাত্রোসক শহরে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনে অবিলম্বে তাদের আরও অস্ত্র পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন৷ ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহত ৫২ জনের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে৷
অভিনব উপায়ে ইউক্রেন রক্ষার যুদ্ধে সাধারণ মানুষদের সহায়তা
ইউক্রেনীয়দের কাছে যুদ্ধটা যেন রুশ সেনাদের বিরুদ্ধে জনযুদ্ধ৷ তাই নানা পেশার মানুষ এগিয়ে এসেছেন সৈনিকদের সহায়তায়৷ অস্ত্র না ধরেও যুদ্ধের ময়দানে থাকছেন তারা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Pavlo Palamarchuk/REUTERS
শিল্পীর তৈরি ‘চেক হেজহগ’
হাঙ্গেরি সীমান্তের কাছের শহর উঝোরোদ-এ নিজের ওয়ার্কশপে কাজ করছেন ভলোদোমির কোলেসনিকভ৷ যুদ্ধের আগে নানা ধরনের ধাতু দিয়ে ভাস্কর্য তৈরি করতেন৷ এখন নিজের যাবতীয় দক্ষতা কাজে লাগাচ্ছেন ‘চেক হেজহগ’ তৈরির কাজে৷ চেক হেজহগ ধাতু দিয়ে তৈরি টি বা এল আকৃতির এমন এক কাঠামো, যা অল্প বা মাঝারি শক্তির ট্যাঙ্কের পথরোধে ভূমিকা রাখে৷
ছবি: Hudak/Ukrinform/abaca/picture alliance
ওয়েল্ডার বানাচ্ছেন চুলা
ওয়েল্ডার ইয়ান পোত্রোহোশ এবং তার সহকর্মীরা এমন ধাতব পাত দিয়ে তৈরি করছেন সহজে বহণ করা যায় এমন সব ছোট ছোট স্টোভ বা চুলা৷ সব চুলা যায় ইউক্রেনের নানা প্রান্তে যুদ্ধরত সৈনিকদের কাছে৷
এক মাস আগেও সাশো হোরোন্দি সারাদিন শুধু ব্যাকপ্যাক বা ব্যাকপ্যাকের সরঞ্জাম বানাতেন৷ এখন পিঠে ঝোলানোর ব্যাগ না বানিয়ে ইউক্রেনের সৈনিকদের প্রাণ বাঁচানোর জন্য বানাচ্ছেন বুলেটপ্রুফ ভেস্ট৷
ছবি: Pavlo Palamarchuk/REUTERS
ওডেসা নগর রক্ষায় জনতা
কৃষ্ণসাগরের তীরের ওডেসা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী৷ রাশিয়ার হামলায় এ শহর যাতে ধংস না হয় তার ব্যবস্থা করতে মরিয়া নগরবাসী৷ ওপরের ছবিতে ভিক্টর যেমন বালুর বস্তা কাঁধে নিয়ে যাচ্ছেন সেভাবেই কাঁধে করে শত শত বস্তা নিয়ে সমুদ্রসৈকতে সারি সারি করে রাখছেন তারা৷ এভাবে প্রতিরোধ-প্রাচীর গড়েও যদি প্রিয় নগরকে রক্ষা করা যায়!
ছবি: /Nacho Doce/REUTERS
গির্জায় বসে ক্যামোফ্লেজ তৈরি
ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কের এক গির্জায় কিছু মানুষ জড়ো হন প্রতিদিন৷ সবাই মিলে ক্যামোফ্লেজ নেট, অর্থাৎ রুশ সেনাদের চোখে ধুলা দেয়ার জন্য বিশেষ ধরনের জাল তৈরি করেন তারা৷ ছবিতে জাল তৈরিতে ব্যস্ত এক নারী৷
ছবি: Yuriy Rylchuk/REUTERS
বিশ্ববিদ্যালয়ও এখন জাল তৈরির কারখানা
ইউক্রেনের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান লভিভ পলিটেকনিক ন্যাশনাল ইউনিভার্সিটি৷ সেখানেও সৈনিকদের জন্য ক্যামোফ্লেজ নেট বোনা হয় প্রতিদিন৷