1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের পোল্যান্ড সীমান্তের সেনাস্থাপনায় হামলা, নিহত ৩৫

১৩ মার্চ ২০২২

প্রতিবেশী পোল্যান্ডের নিকটবর্তী লভিভ শহরে অবস্থিত ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া৷ হামরায় ৩৫ জন নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের৷ 

Ukraine | Krieg | Russlands Angriff auf die Yavoriv Militärstation
ইউক্রেনের একটি সেনা প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত হয়েছেন৷  ছবি: Kai Pfaffenbach/REUTERS

লভিভ কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার সেনারা ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি নামে একটি সেনা প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালিয়েছে৷

শহরটির মেয়র আনদ্রি সাদোভি বলেন, এ ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৩৪ জন আহত হয়েছেন৷

জানা গেছে, এই কেন্দ্রটিতে ইউক্রেনের সেনারা বিদেশি প্রশিক্ষকদের হাতে প্রশিক্ষণ নিতেন৷ তাছাড়া এটি ছিল ন্যাটো ও ইউক্রেনের সেনাদের যৌথ মহড়াকেন্দ্র৷ হামলার সময় সেখানে কোনো বিদেশি সেনা বা ন্যাটোর সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন কি না তা জানা যায় নি৷

অবশ্য ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু আগেই বিদেশি সেনারা দেশ ত্যাগ করেছিল৷  

প্রাথমিক তথ্যে জানা গেছে, কৃষ্ণ সাগরের আকাশে উড্ডয়নরত রাশিয়ান বিমান থেকে প্রশিক্ষণকেন্দ্রটি লক্ষ্য করে প্রায় ৩০টি ক্রইজ মিসাইল নিক্ষেপ করা হয়৷ এরমধ্যে দুটি মিসাইল ধ্বংস করতে সক্ষম হয় ইউক্রেনের সেনারা৷ 

এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে দুইশ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয়৷ তবে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র লক্ষ করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে রাশিয়া৷

ইউক্রেন-রাশিয়া সাইবার যুদ্ধ

02:06

This browser does not support the video element.

‘রাশিয়া ইউক্রেন দখল করতে পারবে না’

রাজধানী কিয়েভের নিকটে রাশিয়ান সৈন্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ইউক্রেন৷ সংবাদমাদ্যমগুলো জানায়, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আক্রমণের পর রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে৷

চলমান পরিস্থিতিতে রাশিয়ান সেনারা কিয়েভ অবরোধ করে রাখতে পারে এমন আশঙ্কা করছে ইউক্রেন৷ রাজধানী শহরটিতে এখনো প্রায় দুই মিলিয়ন সাধারণ মানুষ অবস্থান করছেন বলে জানা গেছে৷

রাশিয়ান সেনারা শহর অবরোধ করে রাখলে স্থানীয়দের জন্য দুই সপ্তাহের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুত রাখা আছে বলে জানায় কিয়েভ৷ 

এদিকে শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি বলেন, ‘‘রাশিয়ানরা ইউক্রেন জয় করতে পারবে না৷ তাদের সেই শক্তি নেই৷ তারা শুধু সহিংসতা ছড়াচ্ছে৷’’

আরআর/জেডএ (রয়টার্স)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ