1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে বিতর্ক

২৬ এপ্রিল ২০১২

দেশে-বিদেশে প্রবল চাপের মুখে ইউক্রেনের সরকার অবশেষে কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর নির্যাতনের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে৷

ছবি: picture-alliance/dpa

গত বছর অক্টোবর মাসে ইউক্রেনের এক আদালত ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়ুলিয়া টিমোশেঙ্কো'কে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল৷ ২০০৯ সালে ক্ষমতায় থাকার সময় তাঁর সরকার রাশিয়ার থেকে গ্যাস আমদানির লক্ষ্যে যে চুক্তি করেছিল, তার ফলে ইউক্রেনের কোটি কোটি ডলার ক্ষতি হয় বলে অভিযোগ আনা হয়েছিল৷ এবার কারাবন্দি টিমোশেঙ্কো'র অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে৷ তিন জন বলিষ্ঠ পুরুষ তাঁকে একটি চাদরে মুড়ে পেটে আঘাত করেছে৷ গত ২০শে এপ্রিল জেল থেকে হাসপাতালে নিয়ে যাবার ঠিক আগে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন৷ ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে৷ এই আচরণের প্রতিবাদে তিনি অনশন ধর্মঘট শুরু করেছেন৷ ইউক্রেনের সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে৷ তাদের অভিযোগ, এটা ৫১ বছর বয়স্ক টিমোশেঙ্কো'র রাজনৈতিক চাল৷ বর্তমান নেতৃত্বের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের আরও অবনতি ঘটাতে তিনি এমনটা করছেন৷

টিমোশেঙ্কো’র পক্ষে বিক্ষোভছবি: DW

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের এই পরিস্থিতির ফলে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছে৷ ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ইউক্রেন'এর সরকারের উদ্দেশ্যে বলেছেন, কিয়েভ'এ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতদের কারাগারে গিয়ে টিমোশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হোক৷ তাঁরা সঙ্গে নিরপেক্ষ ডাক্তারদের নিয়ে গিয়ে টিমোশেঙ্কোর শারীরিক অবস্থা পরীক্ষা করাতে চান৷ একমাত্র এভাবেই ইউক্রেনের সরকার এবিষয়ে রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিতে পারে৷

ইউক্রেনের ডাক্তারদের উপর ভরসা করতে পারছেন না টিমোশেঙ্কো৷ শুধু তাই নয়, কর্তৃপক্ষ ইঞ্জেকশন দিয়ে উল্টে আরও ক্ষতি করতে পারে বলে তাঁর আশঙ্কা৷ এই ভয়ে তিনি রক্ত পরীক্ষা বা অন্য কোনো চিকিৎসা করাতে দিচ্ছেন না৷ বুধবার ইউক্রেনের সরকার জার্মানিকে চিকিৎসক দল পাঠানোর অনুরোধ করে৷ জার্মান সরকার এর আগেই টিমোশেঙ্কো'কে জার্মানিতে এনে চিকিৎসা করানোর প্রস্তাব দিয়েছিল৷ বার্লিনের এক হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল তাঁকে পরীক্ষা করেছে৷

এই ঘটনার ফলে কূটনৈতিক স্তরে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ছে৷ প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন৷ আসন্ন ইউরো ফুটবল প্রতিযোগিতার যুগ্ম-আয়োজক হিসেবে বেকায়দায় পড়েছে সেদেশ৷ শোনা যাচ্ছে প্রতিযোগিতা বর্জনের ডাক৷ জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক আগামী মাসে নির্ধারিত ইউক্রেন সফর বাতিল করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, (এএফপি, ডিপিএ, রয়টার্স)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ