1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের বিজ্ঞাপন থেকে লেনিনের ছবি বাদ

১৫ ফেব্রুয়ারি ২০১১

২০১২ সালে ইউরো ফুটবলের আসর বসবে পোল্যান্ড ও ইউক্রেনে৷ বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় এই আসরকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক স্তরে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ইউক্রেন৷

ছবি: DW-TV

এজন্য প্রায় ৪০ লক্ষ ডলার খরচ করে ৯০ সেকেন্ডের একটি প্রোমোশোনাল ভিডিও ক্লিপ বানানো হয়েছে৷ গত মাসে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ক্লিপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ৷

তবে ক্লিপের একটি জায়গা থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক ভ্লাদিমির লেনিনের ছবি ডিজিটাল উপায়ে মুছে ফেলা হয়েছে৷ উল্লেখ্য, লেনিন ছিলেন কমিউনিস্ট রাজনীতিবিদ এবং তাঁর দেয়া তত্ত্ব বিশ্বে ‘লেনিনবাদ' নামে পরিচিত৷

ঘটনাটা এরকম, ইউরো টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে এমন একটি শহর খার্কিভ৷ সেখানে লেনিনের আট মিটার উচ্চতার একটি মূর্তি রয়েছে৷ ক্লিপে ঐ শহরের ফুটেজ দেখানো হয়েছে৷ কিন্তু লেনিনের মূর্তির জায়গাটি সম্পাদনা করে মুছে দেয়া হয়েছে৷

সরকারের এক মুখপাত্র বলছেন, প্রোমোশোনাল ভিডিওতে রাজনৈতিক ও বাণিজ্যিক কোনো কিছু দেখানো হবে না, এই নীতির কারণে ছবিটি দেখানো হয় নি৷

কিন্তু রাজধানী কিয়েভে থাকা সাবেক সোভিয়েত যুগের অন্য আরেকটি বিশাল মূর্তি ঠিকই শোভা পাচ্ছে ভিডিও ক্লিপটিতে৷ ‘মাদারল্যান্ড' নামের এই মূর্তিটি প্রায় ৬২ মিটার উঁচু৷ এ ব্যাপারে সরকারি ঐ মুখপাত্রের যুক্তি, মূর্তিটি ইতিমধ্যেই সারা বিশ্বে বেশ পরিচিতি পেয়ে গেছে৷ তাই সেটি মোছা হয়নি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ