মার্কিন নেতৃত্ব ও জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট কূটনৈতিক সাফল্যের আশা করছেন৷ ‘বিজয় পরিকল্পনা' পেশ করে তিনি রাশিয়াকে কোণঠাসা করতে চান৷
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন৷ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি তাঁর সহযোগীদের সঙ্গে প্রকৃত শান্তির লক্ষ্যে ‘বিজয় ভাগ করে নিতে চান' বলে জানিয়েছেন৷ দেশবাসীর উদ্দেশ্যে দৈনিক ভিডিও বার্তার পাশাপাশি তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘‘চলতি হেমন্তকালই এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে৷''
অ্যামেরিকা সফরের শুরুতেই জেলেনস্কি পেন্সিলভেনিয়া রাজ্যে জো বাইডেনের শহর স্ক্র্যানটনে এক গোলাবারুদের কারখানা পরিদর্শন করেন৷ সেখানে ইউক্রেনের জন্য পুরোদমে কামানের গোলা তৈরি হচ্ছে৷ শ্রমিকদের সঙ্গে ছবি তুলে জেলেনস্কি লেখেন, এমন সব জায়গাতে এলে সত্যি বোঝা যায়, যে গণতান্ত্রিক জগতের জয় সম্ভব৷ নিউ ইয়র্ক শহরে তিনি নিজের দেশের জ্বালানির চাহিদা নিয়ে আলোচনা করতে কয়েকটি মার্কিন কোম্পানির কর্ণধারদের সঙ্গে আলোচনা করবেন৷ এছাড়া বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গেও তাঁর বৈঠক করার কথা৷
জেলেনস্কি তাঁর অ্যামেরিকা সফরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা' পেশ করবেন বলে আগেই জানিয়েছিলেন৷ প্রথমে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সেই পরিকল্পনা পেশ করে তিনি বিশ্ব দরবারেও সেটি তুলে ধরতে চান তিনি৷ বাইডেন প্রশাসন চলতি সপ্তাহেই ইউক্রেনের জন্য সাড়ে সাঁইত্রিশ কোটি মার্কিন ডলার অংকের সহায়তা ঘোষণা করতে চলেছে৷ ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও বৃহস্পতিবার তাঁর আলোচনা হওয়ার কথা৷ তিনি রিপাবলিকান দলের পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্ভবত সাক্ষাৎ করবেন৷
নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ইউক্রেনের প্রেসিডেন্ট একাধিক কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন৷ সোমবার তিনি পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখছেন৷ মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন৷ বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন৷
মার্কিন নেতৃত্ব ও জাতিসংঘের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে জেলেনস্কি যুদ্ধক্ষেত্রে কতটা পরিবর্তন আনতে পারবেন, সে বিষয়ে সংশয় দেখা দিচ্ছে৷ ইউক্রেনের পূর্বাংশে রাশিয়ার বাহিনী আরো অগ্রসর হচ্ছে৷ রাশিয়ার কুরস্ক অঞ্চলের একাংশ দখল করেও ইউক্রেন বাড়তি কোনো সুবিধা পাচ্ছে না৷ ইউক্রেনের আবেদন সত্ত্বেও পশ্চিমা বিশ্ব, বিশেষ করে অ্যামেরিকা ও ব্রিটেন এখনো রাশিয়ার গভীরে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োগের ছাড়পত্র দিচ্ছে না৷ হোয়াইট হাউসের বৈঠকে জেলেনস্কি সে বিষয়ে বাইডেনের মত বদলের চেষ্টা করবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ মস্কো সাফ জানিয়ে দিয়েছে, যে ইউক্রেন এমন ছাড়পত্র পেলে রাশিয়া ধরে নেবে, যে ন্যাটো দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়ছে৷ সে ক্ষেত্রে পালটা পদক্ষেপের হুমকি দিচ্ছে সে দেশ৷
রাশিয়ার কুরস্কে ঢুকে ৭৪টি বসতি তারা দখল করে নিয়েছে বলে দাবি ইউক্রেনের। কী বলছেন কুরস্কের সাধারণ মানুষ?
ছবি: Roman Pilipey/AFP/Getty Images
রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সেনা
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তারা যুদ্ধটা এবার রাশিয়ার ভূখণ্ডে নিয়ে গেছেন। ইউক্রেন জানিয়েছে, তাদের সেনা ১৩ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। ৭৪টি বসতি তাদের অধিকারে আছে। এক সপ্তাহ হলো ইউক্রেনের সেনা কুরস্কে ঢুকেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনার অগ্রগতি তারা থামাতে পেরেছে।
ছবি: ROMAN PILIPEY/AFP
'প্রথমে সবাই শান্ত ছিলেন'
কুরস্কের বাসিন্দা মার্গারিটা(আসল নাম জানাতে চাননি) ডিডাব্লিউকে বলেছেন, ''গত শুক্রবার যখন সাইরেন বাজলো, তখন মানুষ শান্ত ছিলেন। তারা নিজেদের কাজ করেছেন, বাজার করেছেন, সবই স্বাভাবিক ছিল। রাস্তায়, পার্কে মানুষ স্বাভাবিকভাবে হাঁটছিলেন। পরে সীমা্ন্ত থেকে খবর এলো, ইউক্রেনের সেনা আক্রমণ করেছে।''
ছবি: AP Photo/picture alliance
টিভি বললো, 'সাময়িক সমস্যা'
গোটা এলাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়। মার্গারিটা জানিয়েছেন, ''গোটা অঞ্চলকে সতর্ক করা হয়েছিল। আর আমরা এখন সাইরেনে অভ্যস্ত হয়ে গেছি। তাই সাইরেন সত্ত্বেও আমরা খুব একটা চিন্তিত হইনি। পরে আত্মীয়রা জানান, সীমান্তে তীব্র লড়াই চলছে। মানুষ ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।''
ছবি: Ilya Pitalev/Sputnik/IMAGO
'পালাবার জন্য হুড়োহুড়ি'
অ্যান্টোনিনা কুরস্কে থাকেন, আর তার বোন থাকতেন সুদঝাতে। অ্যান্টোনিনা জানিয়েছেন, ''সুদঝা এখন ইউক্রেনের দখলে। তার বোন জুলিয়া বাড়ি ছেড়ে চলে এসেছেন। ইউক্রেনের আক্রমণের পর মানুষ যেভাবে পেরেছে এলাকা ছেড়ে পালিয়েছে।''
ছবি: AP Photo/picture alliance
'সবকিছু ফেলে আসতে হয়েছে'
অ্যান্টোনিনা জানিয়েছেন, তার বোন জুলিয়া এখন আত্মীয়দের কাছে দূরে চলে যেতে পেরেছেন। কিন্তু তিনি ব্যাংক কার্ড-সহ সব ডকুমেন্ট ফেলে এসেছেন। তবে তার সবচেয়ে বেশি চিন্তা পালিত হাঁস, মুরগি ও অন্য পশুদের নিয়ে।
ছবি: AP Photo/picture alliance
অর্থ ও রেশনের প্রতীক্ষায়
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে, তাদের রেশন দেয়া হবে এবং ১০ হাজার রুবল দেয়া হবে। কিছু অসুবিধার জন্য জুলিয়ারা এখনো রেশন পাননি। তারা অপেক্ষা করছেন। অনেকে বলছেন, এই অর্থ দিয়ে এক বা দুই দিনের জন্য খাবার ও ওষুধ কেনা যেতে পারে। ফলে তা যথেষ্ট নয়।
ছবি: AP Photo/picture alliance
প্রতিবেশী এলাকাতেও আশংকা
কুরস্কের প্রতিবেশী বেলগোরোদের নিনা ডিডাব্লিওউকে বলেছেন, তারাও সমানে এয়ার রেইড সাইরেন শুনতে পাচ্ছেন। ডিডাব্লিউর সঙ্গে কথা বলার সময়ও সাইরেন বাজার শব্দ পাওয়া গেলো। নিনা জানিয়েছেন, তারা এখন সাইরেনে অভ্যস্ত হয়ে গেছেন। ইউক্রেন কুরস্কে ঢুকে পড়ার পর এখানে প্রচুর রাশিয়ার সেনা এসেছে।
সুদঝা অঞ্চলে নিখোঁজ মানুষদের নিয়ে সামাজিক মাধ্যম সরগরম। বলা হচ্ছে, ৪০ জন নিখোঁজ। অনেকে আত্মীয়দের নিয়ে আসার জন্য গেছিলেন। তাদের খোঁজ নেই। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ইউক্রেনের সেনা যাতে বিপাকে পড়ে, সেজন্য রাশিয়া গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। অনেক জায়গায় ফোনে যোগাযোগও করা যাচ্ছে না।
ছবি: Evgeniy Maloletka/AP Photo/picture alliance
'আগাম সতর্কতা ছিল না'
সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছেন, কেন গোয়েন্দারা ইউক্রেনের আক্রমণের খবর দেয়নি বা দিতে পারেনি? জুলিয়ানা বলেছেন, ''মানুষের আশংকা ছিল, কিন্তু কর্তৃপক্ষ আগাম কোনো সতর্কতা জারি করেনি।'' শ্বেতলানা বলেছেন, ''কোথায় গেল সিক্রেট সার্ভিস? তারা তো মানুষকে ধোঁকা দিয়েছে?'' স্থানীয় প্রশাসন মানুষকে শান্ত থাকতে বলেছেন।