1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা দখল করতে পারে রাশিয়া

২১ জুলাই ২০২২

সম্প্রতি এমনই তথ্য দিয়েছেন মার্কিন ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের মুখপাত্র। অন্যদিকে মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি।

ইউক্রেন
ছবি: Anatolii Stepanov/AFP

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মর্কিন ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি। সেখানে তিনি বলেছেন, ''ইউক্রেনের সার্বভৌমত্বের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে রাশিয়া। বিচ্ছিন্নতাবাদীদের শক্তিশালী এলাকাগুলি এবার সরাসরি দখল করে নিতে চাইছে রাশিয়া। যা বেআইনি।''

২০১৪ সাল থেকে রাশিয়া একাজ শুরু করেছে। ক্রাইমিয়া ঠিক এভাবেই দখল করেছিল তারা। এবার পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ঠিক সেই একই কায়দায় তারা দখলের চেষ্টা করছে বলে দাবি করেছেন মার্কিন মুখপাত্র। এই পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্রের একটি নতুন প্যাকেজ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বেঁচে ফেরা মানুষের পাশে ইউক্রেনের বিউটিশিয়ানেরা

02:32

This browser does not support the video element.

অ্যামেরিকায় জেলেনস্কা

মঙ্গলবারই অ্যামেরিকায় পৌঁছেছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। হোয়াইট হাউসে তাকে স্বাগত জানিয়েছিলেন জো বাইডেন ও তার স্ত্রী। বুধবার মার্কিন কংগ্রেসে বক্তৃতা দিয়েছেন জেলেনস্কা। সেখানে তিনি মার্কিন কংগ্রেসের কাছে আরো অস্ত্র দাবি করেছেন। তিনি বলেছেন, অন্য দেশকে আক্রমণ করার জন্য ইউক্রেন অস্ত্র চাইছে না, নিজেদের রক্ষা করার জন্য চাইছে।

ইতিমধ্যেই অ্যামেরিকা কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সাহায্য করেছে ইউক্রেনকে। তার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কা। একইসঙ্গে মার্কিন কংগ্রেসকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বক্তৃতা করার সময় খানিক আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন জেলেনস্কির স্ত্রী। বলেছেন, ''আমার এবং আমার স্বামীর একটাই অনুরোধ। ইউক্রেনে যেন আর একটিও বিমান হামলা না হয়, একটি বোমাবর্ষিত না হয়। এটা কি খুব বড় চাওয়া?''

শস্যসংকটে জার্মানির পরিকল্পনা

জার্মানির রেল সংস্থা ডয়চে বান সিদ্ধান্ত নিয়েছে, ইউক্রেন থেকে শস্য বোঝাই করে তা জার্মানির রস্টক, হামবুর্গ এবং ব্রেক বন্দরে নিয়ে আসা হবে। সেখান থেকে তা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হবে। কৃষ্ণসাগরের রাস্তা বাইপাস করে এই নতুন পথ তৈরি করা হবে বলে ঠিক করা হয়েছে। বস্তুত, কৃষ্ণসাগরের রাস্তা এখনো কার্যত অবরুদ্ধ। রাশিয়া সেখানে অবরোধ করে রেখেছে। ওই রাস্তা দিয়েই আফ্রিকা-সহ গোটা বিশ্বে শস্য যায়।

ইইউ-র নতুন নিষেধাজ্ঞা

ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হওয়ার কথা। রাশিয়া থেকে সোনা আমদানি করা যাবে না বলে নির্দেশ জারি করেছে তারা। এছাড়াও রাশিয়ার প্রথম সারির ব্যাংকের সমস্ত অ্যাসেট ফ্রিজ করে দেওয়া হয়েছে। রাশিয়ার একাধিক ব্যক্তিকেও ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেক রিপাবলিক নতুন এই নিষেধাজ্ঞা ইইউ-র তরফে ঘোষণা করেছে।

রাশিয়ার লক্ষ্য সুদূরপ্রসারী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সম্প্রতি একটি রাশিয়ার সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, পূর্ব ইউক্রেনেরবিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দনেৎস্ক এবং লুহানস্কই কেবল নয়, রাশিয়া ইউক্রেনের আরো অনেক অঞ্চল দখলে নিতে চায়। খেরসন এবং ঝাপরিজ্ঝিয়া অঞ্চলও তারা দখল করতে চায়। বস্তুত, লাভরভ বলেছেন, পশ্চিম ইউক্রেনের হাতে যত বেশি দূরপাল্লার মিসাইল তুলে দেবে, রাশিয়াও তত বেশি কিয়েভের দিকে অগ্রসর হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ