1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের মানুষের জন্য  ভালোবাসা  

৩ মার্চ ২০২২

এই মুহূর্তে ইউক্রেনের জনগণের পাশে দাড়ানো দায়িত্ব বলে মনে করছেন অনেক জার্মান৷ যুদ্ধের প্রভাব জার্মানিতে পড়বে ভেবেও তারা বিচলিত নয়৷

ইউক্রেনের মানুষের সাথে সংহতি দেখাতে কোলনবাসীর শান্তি বিক্ষোভ মিছিলছবি: Oliver Berg/dpa/picture alliance

ইউক্রেনের জন্য শান্তি বিক্ষোভ মিছিল করছেন তারা, কেউবা গরম পোশাক, লেপ কম্বল দিয়েও সাহায্য করছেন৷ ‘যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর আর কষ্টের তা আমার মতো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে বড় হয়েছে তারা খুব ভালো করেই জানে' - বললেন আমাদের জার্মান প্রতিবেশি ৮৩ বছর বয়সি মার্গারিটা৷ অত্যন্ত কর্মঠ ও সুশ্রী এই নারীর বয়স দেখে বোঝার উপায় নেই৷ সুন্দর পরিপাটি বাড়ির মালিক মার্গারিটা, ইয়োসেফ দম্পতি৷ কখনও কখনও তারা আমাকে যুদ্ধ পরবর্তী কষ্টের নানা গল্প শোনান৷ কতদিন কত রাত না খেয়ে থেকেছেন বা সামান্য খাবার পরিবারের সবাই ভাগাভাগি করে খেয়েছেন, তার হিসেব নেই৷ খসখসে কাপড়ের পতাকা কেটে দুই বোনের ফ্রক সেলাই করে দিয়েছিলেন রিটার মা৷ ইউসেফের ভাষায়, ‘এই প্রজন্মের ছেলেমেয়েরা এসব কিছুই জানে না, ওরা না চাইতেই সব পেয়ে যায়৷' তেলের দাম বাড়ে বাড়ুক! তেল, গ্যাসের ব্যবহার কিছুটা কমিয়ে দিলেই হবে৷ যুদ্ধ পরবর্তী সময়ে জিনিসপত্রের মূল্যবদ্ধি খুবই স্বাভাবিক ব্যাপার, সবাইকে হিসেব করে চলতে হবে৷ তাই বলে যুদ্ধ কখনও কাম্য নয়৷' 

প্রবীণ বা নবীন হোক, যুদ্ধ কখনও কারোই কাম্য নয়  আর তা দেখা গেলো গত সোমাবার কোলনের শান্তি বিক্ষোভ মিছিলে৷ ইউক্রেনের পক্ষে শান্তি বিক্ষোভে সমবেত হয়েছিল বিভিন্ন বয়সের দুই লাখ ৫০ হাজার মানুষ৷  কোলনের ইতিহাসে যা অন্যদের সাথে সংহতি দেখানোর সবচেয়ে বড় স্মারক৷ ইউক্রেনের সাথে সমব্যথী হতে শান্তি বিক্ষোভে গিয়েছিলেন  এক বীমা কোম্পানির কর্মী ৪৩ বছর বয়সি মাইকে অটেন৷ সাথে তার ১২ বছর বয়সি মেয়ে ফিলিপা, যার জন্ম চলন্ত গাড়িতে৷ মাইকে প্রসব যন্ত্রণায় কাতর, ফিলিপার বাবা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন৷ হাসপাতাল খুব বেশি দূরে না হলেও সেখানে পৌঁছার আগেই পৃথিবীর আলো দেখে এই মেয়েটি৷ ঘটনাটি নিয়ে আমরা বেশ মজা করি৷ যুদ্ধ, শান্তি  আর সংহতির বিষয়গুলো মেয়েকে জানাতেই সাথে নেওয়া, জানান মাইকে৷ কোলনের শান্তি বিক্ষোভ মিছিলে আমার পরিচিত অনেকেই অংশ নিয়েছে সেদিন৷    

ইউক্রেন যুদ্ধে জার্মানি এবার তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে ১০০ বিলিয়ন ইউরো ব্যয়ের ঘোষণা করেছে৷ আগের নীতি ভঙ্গ করে ইউক্রেনকে অস্ত্রও পাঠাচ্ছে জার্মানি৷  এবার সংঘাতময় অঞ্চলে অস্ত্র সরবরাহ না করার নীতি থেকেও বেরিয়ে এলো৷ এই বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেশি ডাক্তার লিংকারের সাথে কথা হয়, যিনি গত সপ্তাহেই তার ৮৫তম জন্মদিন পালন করলেন৷ বেশ অনেকদিন আগে চাকরি থেকে অবসর নিলেও পাড়া প্রতিবেশিদের সবসময় নানা পরামর্শ দিয়ে থাকেন তিনি৷ বিজ্ঞ এই মানুষটি  খুব সহজভাবেই বললেন, ‘ইউক্রেনের এখন জার্মানির সাহায্য প্রয়োজন তাই জার্মানি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ যুদ্ধবাজ পুটিন নিজের ইচ্ছেমতো যা খুশি তাই করছে বলে তো আর অন্য দেশ হাত গুটিয়ে বসে থাকতে পারে না৷ কে জানে হয়ত কখনও পুটিন তার ভুল বুঝবে৷'  আরেক বন্ধু হাইস্কুল শিক্ষক মারিয়ানেও এ ব্যাপারে ডাক্তার লিংকারের সাথে একমত পোষণ করেন৷ করোনা মহামারি যুদ্ধের ভয়াবহতা কমলেও আতঙ্ক এখনও রয়ে গেছে৷ আর তারই মধ্যে শুরু হল মানুষের তৈরি এই যুদ্ধ ! সব মিলিয়ে আর ভালো লাগছে না৷

নুরুননাহার সাত্তার, ডয়চে ভেলেছবি: DW/A. Islam

আজকের দিনটি ভীষণ মিষ্টি, বাাইরে ঠান্ডা হলেও রোদ ঝলমলে করছে৷ পাখির কিচির মিচিরই  জানিয়ে দিচ্ছে বসন্তের আগমন৷ সুন্দর আবহাওয়ায় হাঁটতে বেরিয়ে বাড়ির কাছেই দেখা পোলিশ দম্পতি ডোরোথিয়া ও সেজারের সাথে৷ স্বাভাবিকভাবেই ওদের সাথে রয়েছে চকচকে বাদামি রঙ এর বিশাল কুকুর জারি৷ আমি আবার কুকুর ভালো চিনি না, তবে ওকে পাওয়ার জন্য নাকি অনেক আগে থেকে অর্ডার দিতে হয়েছে৷ বছর চারেক আগে জারিকে পোল্যান্ড থেকে আনা হয়েছে৷ প্রথমদিকে মানুষ দেখলেই জারি ভীষণ লাফালাফি করতো , প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে যাওয়ার আগেই বাড়ির আশে পাশেই কাজ সেরে ফেলায় অনেকে তখন অভিযোগও করেছে৷ এখন কিন্তু জারি ট্রেনিংপ্রাপ্ত পুরো দস্তুর ভদ্র কুকুর৷ বসতে বললে বসে, উঠতে বললে দাড়ায়৷ দেখা হলে কাছে এসে শব্দ করে হ্যালোর মতো কি যেন বলে আবার চলেও যায়৷ বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের দরজা খোলা দেখলে  ঢুকে পড়তে চায়৷ এ নিয়ে প্রতিবেশিরা মজা করে বলে ডরোথিয়া আর আমার চুলের রং এক বলে নাকি জারি আপন ভেবে আমাদের বাড়িতে ঢুকতে চায়৷ 

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সীমান্ত দিয়ে পালিয়ে আসা শরণার্থীদের পোল্যান্ড সরকার দুহাত বাড়িয়ে আলিঙ্গন করছে,  তা এখন সকলেরই জানা৷ ইতোমধ্যে বহু বাংলাদেশিও পোল্যান্ডে ঠাঁই পেয়েছেন, এমন কি পোল্যান্ডের বৈধ ভিসা ছাড়াই৷ পোল্যান্ড সরকার এবং সে দেশের জনগণের এই উদারতায় পোলিশ হিসেবে সেজারে, ডোরেথিয়া দুজন খুবই গর্বিত৷  দেশে ওদের পরিবারও নাকি সাধ্য অনুযায়ী যুদ্ধ বিধ্বস্তদের সহযোগিতা করছে৷  আর মানুষের বিপদে একে অন্যকে সাহায্য করবে সেটাই তো  মানবতা, ওদের মন্তব্য৷

এদিকে আমাদের পাড়ার ছাত্রী লুইডিয়া হোয়াস অ্যাপ গ্রুপে জানিয়েছেন, যারা গরম জামা, জুতা, লেপ, কম্বল দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চায় তারা যেন জিনিসগুলো প্যাকেটে ভরে ওর বাড়িতে পৌঁছে দেয়৷ এছাড়া কাছেই অন্য ঠিকানাও দেওয়া হয়েছে, চাইলে সেখানেও পোঁছে দিতে পারি আমরা৷ লুইডিয়া জানালেন কোলনে বেশ কিছু তরুণ দল নিজেদের উদ্যোগে এ কাজে এগিয়ে এসেছে৷  

প্রতিবেশিদের কথায় একটা বিষয় পরিষ্কার যে এরা সবাই প্রয়োজনে ইউক্রেনের জনগণকে সবাই কোনো না কোনোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়৷ দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে মার্গারিটা যেমন সবসময় বলেন, কে কালো, কে সাদা, কে ধনী বা গরীব কিংবা কোন ধর্মের সেটা সৃষ্টিকর্তার দান৷ সবচেয়ে বড় কথা আমরা একই বিশ্বের মানুষ, মানবতাই বড় ধর্ম৷ আর মানুষ যে সেটা ভুলে যায়নি, বিপদে তার প্রমাণ পাওয়া যায়৷ 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ