1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনের শস্য রপ্তানি বানচাল করতে রাশিয়ার হামলা

৩ আগস্ট ২০২৩

রাজধানী কিয়েভ ছাড়াও ওডেসা ও ইজমাইল বন্দরে ড্রোন হামলা চালিয়ে রাশিয়া ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির পথে বাধা সৃষ্টি করছে৷ প্রেসি়ডেন্ট জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে খাদ্যের বাজারে বিপর্যয়ের অভিযোগ করেছেন৷

রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে কিয়েভে ইউক্রেনের সেনা সদস্যের প্রস্তুতি
রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে কিয়েভে ইউক্রেনের সেনা সদস্যের প্রস্তুতিছবি: Sergei SUPINSKY/AFP

ইউক্রেনে নতুন করে জমি দখল করতে না পারলেও আকাশপথে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া৷ শহর কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী বুধবার রাতে রাজধানী কিয়েভের উপর প্রায় ১৫টি ড্রোন হামলা বানচাল করা হয়েছে৷ কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান স্যার্গি পপকো বলেন, এয়ার ডিফেন্স ব্যবস্থা ইরানে তৈরি শাহেদ ড্রোনগুলি ধ্বংস করতে সক্ষম হয়েছে৷ উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উপকূলের ওডেসা শহরের উপর জোরালো ড্রোন হামলা চালিয়েছিল৷ ইউক্রেনের সেনাবাহিনী কিয়েভের উপর দশটি ড্রোনই সব ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করছে৷ তবে ওডেসা অঞ্চলে ২৩টি হামলা প্রতিহত করা সম্ভব হলেও কয়েকটি ড্রোন বন্দরের অবকাঠামোয় আঘাত করেছে৷

রুশ হানাদার বাহিনীর হাত থেকে জমি উদ্ধারের কাজে বাধার মুখে পড়ছে ইউক্রেনের সেনাবাহিনী৷ দেশের পূর্ব ও দক্ষিণে অসংখ্য মাইন বসিয়ে রুশ বাহিনী গর্তের মধ্যে বসে আছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন৷ সম্প্রতি ডনেৎস্ক অঞ্চলে ১২টি হামলা চালিয়েও ইউক্রেন সাফল্য পায় নি৷ শুধু বাখমুত এলাকায় কিছু জমি উদ্ধার করা সম্ভব হয়েছে৷

কৃষ্ণ সাগরের মাধ্যমে জরুরি খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার পর রাশিয়া ইউক্রেনের রপ্তানির কাজে বাধা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ওডেসা ছাড়া দানিউব নদীর তীরে ইজমাইল বন্দরেও রুশ বাহিনী হামলা চালিয়েছে৷ রোমানিয়ার মাধ্যমে খাদ্যসশ্য রপ্তানির কাজে বাধা সৃষ্টি করতেই মস্কো এমন হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে৷ দানিউব নদীর তীরে মোট তিনটি বন্দর সক্রিয় রয়েছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে বিশ্বব্যাপী খাদ্যের বাজারে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে৷ ইউক্রেনের অবকাঠামোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ইজমাইলে হামলার ফলে আফ্রিকা, চীন ও ইসরায়েলে রপ্তানির জন্য নির্দিষ্ট প্রায় ৪০,০০০ মেট্রিক টন শস্যের ক্ষতি হয়েছে৷ ফলে গমের আন্তর্জাতিক বাজারে আচমকা মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে৷

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলেন৷ তিনি জাতিসংঘের ছত্রছায়ায় কৃষ্ণ সাগর চুক্তি আবার চালু করার লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগ শুরু করার অঙ্গীকার করেন৷ এর্দোয়ান পুটিনকে তুরস্ক সফরে আমন্ত্রণ জানিয়েছেন৷ কোনো নির্দিষ্ট তারিখ স্থির না হলেও এর্দোয়ান আগস্ট মাসেই সেই সম্ভাবনার কথা বলেছিলেন৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ