1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুদ্ধ চায় না রাশিয়া'

৩ মার্চ ২০১৪

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না৷ তবে উত্তেজনা প্রশমনের লক্ষণ নেই৷ সীমান্তে সাঁজোয়া গাড়ির বহর নামিয়েছে রাশিয়া৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চীন তাদের পাশে রয়েছে৷

Russland Ukraine Soldaten
ছবি: Sean Gallup/Getty Images

সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ লাভরভ জানান, ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পদক্ষেপে চীনেরও সমর্থন রয়েছে৷ তাঁর মতে, টেলিফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউক্রেন বিষয়ে চীন রাশিয়ার মতামতের সঙ্গে মোটামুটি একমত৷

এর আগে ইউক্রেনে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অপসারণের পর ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া৷ ইউক্রেনের রুশ ভাষাভাষীদের নিরাপত্তার জন্য সামরিক অভিযানের অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ৷ বিশ্বনেতৃবৃন্দের মধ্যে উদ্বেগ দেখা দেয়৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এমন পদক্ষেপ থেকে দূরে থাকার অনুরোধ জানান৷ জবাবে পুটিন বলেন, ইউক্রেনের রুশ ভাষাভাষীদের নিরাপত্তা রক্ষা করা রাশিয়ারও দায়িত্ব৷

ছবি: DW/L. Grischko

ওবামার সঙ্গে পুটিনের টেলিফোন সংলাপের পরও ইউক্রেনের বিষয়ে আগের অবস্থান থেকে সরেনি রাশিয়া৷ সীমান্তে এখনো দেড় লক্ষের মতো সেনা সদস্য রয়েছে৷ এছাড়া ক্রাইমিয়ার পাশের একটি সংকীর্ণ জলপ্রবাহের তীরে রাশিয়া সাঁজোয়া গাড়িও নিয়ে এসেছে বলে জানা গেছে৷ ইউক্রেনের এক সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও সাঁজোয়া গাড়ির সংখ্যা সম্পর্কে তিনি কিছু বলেননি৷

সীমান্তে সেনা মোতায়েন বা সাঁজোয়া গাড়ির বহর নিয়ে যাওয়াকে শুধু রুশ ভাষাভাষী ইউক্রেনীয়দের নিরাপত্তার জন্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন বলেছেন, ‘‘রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না৷ আমি মনে করি, রাশিয়ার কোনো মানুষই এ যুদ্ধ চায় না৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ