1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড, ইউরোপের তীব্র প্রতিক্রিয়া

১১ অক্টোবর ২০১১

সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোকে ৭ বছরের কারাদণ্ডের রায় দিল ইউক্রেনের আদালত৷ যাকে সরকারের ‘কর্তৃত্বপরায়ণতা’র প্রকাশ বলে সমালোচনা করেছে বিরোধী দল৷ ইউরোপের সাথে কিয়েভের সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

Former Ukrainian Prime Minister and leader of "BYT-Fatherland" Yulia Tymoshenko speaks in the Pechersk district court of Kiev, where a review is underway in the criminal case against her relating to the signing of gas contracts with Russia in 2009.
আদালতে ইউলিয়া টিমোশেঙ্কোছবি: picture alliance/dpa

টিমোশেঙ্কোর বিরুদ্ধে আনা অভিযোগ

ইউলিয়া টিমোশেঙ্কো দুই মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন৷ কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের কাছে হেরে যান তিনি৷ টিমোশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রায় শেষ দিকের একটি চুক্তি নিয়ে৷ ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে ১০ বছরের জন্য তেল সরবরাহের একটি চুক্তির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছিলেন টিমোশেঙ্কো - এই বলে অভিযোগ তোলা হয়৷ আদালত মনে করছে, ঐ চুক্তির ফলে সেদেশকে ২০ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছিল৷ তিন মাস ধরে এই অভিযোগ নিয়ে শুনানি চলে৷ শুনানি শেষে মঙ্গলবার কিয়েভের আদালতে তাঁর বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক রোডিওন কিরেয়েভ৷

টিমোশেঙ্কোর তরফ থেকে রায়ের প্রতিক্রিয়া

৫০ বছর বয়সি জননেত্রী টিমোশেঙ্কোকে রায় ঘোষণার সময় হাসি মুখে দেখা গেছে৷ আসলে দমে যাওয়ার পাত্রী নন তিনি৷ এই রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘ইউক্রেনকে এই কর্তৃত্বপরায়ণতার হাত থেকে বাঁচাতে আমাদেরকে আরো শক্তভাবে রুখে দাঁড়াতে হবে৷ আমরা সুনাম ও খ্যাতি বজায় রাখতে ইউরোপীয় আদালতে লড়াই করবো৷''

আদালতে ইউলিয়া টিমোশেঙ্কোছবি: dapd

নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপেও

আসলে ইউক্রেনের বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন৷ ইইউ ইতিমধ্যে বিরোধী দলীয় নেত্রীকে কারাগারের অভ্যন্তরে আটকে রাখার চেষ্টার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ চলতি বছরের শেষ দিকে ইইউ-এর সাথে ইউক্রেনের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে৷ কিন্তু এই রায়ের কারণে সেটা ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি শোনা গেছে ইইউ-এর পক্ষ থেকে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেও এই রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি ইউরোপের সাথে দেশটির সম্পর্কের উপর ‘নেতিবাচক প্রভাব' ফেলবে৷ তিনি বলেন, টিমোশেঙ্কো এবং তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের দিকে কড়া নজর রাখবে জার্মানি৷ এই রায় ইউক্রেনের বিচার প্রক্রিয়া সম্পর্কেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে মন্তব্য করেন ভেস্টারভেলে৷ তিনি সেদেশের সরকারকে গণতন্ত্র এবং আইনের শাসন সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ