1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনের সুপ্রিম কোর্টে বিরাট দুর্নীতি

১৬ মে ২০২৩

দুর্নীতিবিরোধী দুইটি সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালিয়েছে। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ, তা এখনো স্পষ্ট নয়।

ইউক্রেনের সুপ্রিম কোর্ট
ছবি: Joe Klamar/AFP/Getty Images

ন্যাশনাল অ্যান্টি কোরাপশন ব্যুরো (এনএবিইউ) এবং স্পেশালাইসড অ্যান্টি-কোরাপশন প্রসেকিউটর্স অফিস (এসএপি) যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে। দেশের সুপ্রিম কোর্টে বিরাট দুর্নীতি হয়েছে বলে পোস্ট করেছে তারা। তবে এই দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কীভাবে দুর্নীতি হলো, সে বিষয়ে বিশদে কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে, ক্রমশ প্রকাশ্য। স্থানীয় মিডিয়া জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চেয়ারের উপর বান্ডিল বান্ডিল নোট। কয়েক মিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ইউক্রেন যুদ্ধে লক্ষ্যবস্তু খুঁজে পেতে জার্মান ড্রোন

04:18

This browser does not support the video element.

এদিকে এই ঘটনার পর মঙ্গলবারই একটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সুপ্রিম কোর্ট। প্লেনামের সেই বৈঠকে সুপ্রিম কোর্টের তরফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত, এর আগে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। প্রায় তিন কোটি ডলার ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। অন্য বেশ কিছু বিচারপতিও সেই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ২০২১ সালেই ঘুষকাণ্ডে জড়িত ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিলেন। মঙ্গলবারের বৈঠকে সেই প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতি নিয়ে নাজেহাল ইউক্রেন। ভলোদিমির জেলেনস্কি ক্ষমতায় আসার পর জানিয়েছিলেন, তিনি দুর্নীতিমুক্ত ইউক্রেন তৈরির চেষ্টা করবেন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এবার সেই দুর্নীতির জালেই জড়িয়ে পড়ল। এমন এক সময় তা ঘটল, ইউক্রেনে যখন যুদ্ধ চলছে।

জেলেনস্কি চাইছেন ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে। তা হতে গেলে দুর্নীতির বিষয়টিকে যে কড়া হাতে দমন করা দরকার, জেলেনস্কি তা জানেন। এবং সে কারণেই বিষয়টির উপর এতটা জোর দিয়েছিলেন তিনি।

এসজি/জিএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ