1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেনের সেনাপ্রধান জালুঝনিকে সরালেন জেলেনস্কি

৯ ফেব্রুয়ারি ২০২৪

২০২২-এর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি ও অপসারিত সেনাপ্রধান জালুঝনি
জেলেনস্কির সঙ্গে জালুঝনির সম্পর্ক ২০২৩ থেকে খারাপ হতে শুরু করেছবি: Ukrainian Presidentia/ZUMA//IMAGO

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বৃহস্পতিবার জালঝুনিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার কথা জানান।

পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।

জেলেনস্কি বলেছেন, ''আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কম্য়ান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।''

কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?

গতবছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাকে সরানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি ,সামাজিক মাধ্যমে দুইটি বিবৃতি দিয়েছেন। যা দেখে মনে হয়েছে, তারা দুইজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।

জেলেনস্কি লিখেছেন, ‘‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’’

জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তার গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সকলে মিলে আমরা জিতব।’’

এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।

জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তার রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)