1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধরাশিয়া

ইউক্রেনের সেনার মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড়

১৪ এপ্রিল ২০২৩

ইউক্রেনের এক সেনার মাথা কেটে নেয়ার ভিডিও সামনে এসেছে। রাশিয়া বলেছে, ভিডিও ঠিক কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এই ঘটনার জন্য ওয়াগনার মিলিশিয়ার এক সাবেক সদস্যকে দায়ী করা হচ্ছে।
এই ঘটনার জন্য ওয়াগনার মিলিশিয়ার এক সাবেক সদস্যকে দায়ী করা হচ্ছে। ছবি: Valentin Sprinchak/TASS/dpa/picture alliance

এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রাশিয়ার সেনা ইউক্রেনের এক সেনাকে ধরে তার মাথা কেটে নিচ্ছে।

এই ভিডিও সামনে আসার পর রাশিয়ার প্রসিকিউটার জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, ভিডিও-র সত্যতা যাচাই করা হচ্ছে। এরপরই উপযুক্ত ব্যবস্থা নেয়া সম্ভব। তদন্তকারী সংস্থা ভিডিওটি যাচাই করে দেখবে। তারা তাদের মত জানাবার পর প্রসিকিউটার জেনারেলের অফিস তাদের রায় দেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ''ভিডিওটি ভয়ংকর। তবে আগে তা যাচাই করে দেখতে হবে।''

বলা হচ্ছে, বেসরকারি বাহিনী ওয়াগনারের কমান্ডার আন্দ্রে মেডভেডেভ ভিডিওটি দেখে যে মাথা কাটছে তাকে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, ওই সেনা তার সাবেক সহকর্মী।

রাশিয়ার মানবাধিকার সংগঠন গুলাগু ডট নেট-এর প্রতিষ্ঠাতা ভ্লাদিমিক ওসেছকিন বলেছেন, ''মেডভেডেভ বারবার ভিডিওটি দেখেছেন, তারপর তিনি স্পষ্টভাবে তার সাবেক সহকর্মীকে চিহ্নিত করেছেন।'' মেডভেডেভ এখন সুইডেনের জেলে বন্দি।

তবে ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগঝিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ''পুরোপুরি মিথ্যা কথা। এর সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই।''

প্রতিক্রিয়া

জাতিসংঘের মানবাধিকার অফিসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের মুখপাত্র বলেছেন, ''এটাই একমাত্র এরকম ঘটনা নয়।''

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ''এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেহারা কতটা অমানবিক।'' ফ্রান্স বলেছে, ''এই ঘটনা বর্বরোচিত।'' চেক প্রেসিডেন্ট বলেছেন, ''যদি ভিডিও ঠিক হয়, তাহলে রাশিয়ার সেনা নিজেদের আইএস জঙ্গিদের স্তরে নামিয়ে এনেছে।''

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার তার ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ''আমরা কিছুই ভুলছি না। আমরা এই হত্যাকারীদের ক্ষমা করব না।''

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ