1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে আইএইএ প্রতিনিধিরা

৩১ আগস্ট ২০২২

ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শনে ইউক্রেনে পৌঁছেছেন আইএইএ-এর প্রতিনিধি দল। জেলেনস্কির সঙ্গে বৈঠক।

ইউক্রেন
ছবি: Ukrainian Presidential Press Office/AP/dpa/picture alliance

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) ১৪ জন প্রতিনিধি ইউক্রেনে পৌঁছেছেন। মঙ্গলবার তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি আবেদন করেছেন, দ্রুত ঝাপোরিজ্ঝিয়া পরমাণু কেন্দ্র থেকে রাশিয়ার সেনা সরানোর ব্যবস্থা করুক আইএইএ প্রতিনিধিরা।

রাশিয়ার কাছে এক সপ্তাহ সময় চেয়েছিলেন আইএইএ প্রতিনিধিরা। রাশিয়া প্রাথমিকভাবে জানিয়েছিল, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে, প্রতিনিধি দলকে একদিন সময় দেয়া হবে। তার মধ্যেই পুরো পরমাণু কেন্দ্র ঘুরে দেখতে হবে।

ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুকেন্দ্র ঝাপোরিজ্ঝিয়া। ইউক্রেনের দাবি, রাশিয়ার সেনা ওই বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিয়েছে। তার ভিতর থেকে তারা লড়াই চালাচ্ছে। ফলে ইউক্রেন পাল্টা আক্রমণ করতে পারছে না। ইতিমধ্যেই ওই বিদ্যুৎকেন্দ্রে একাধিক বিস্ফোরণ হয়েছে। তবে পরমাণু চুল্লির এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। সবমিলিয়ে ছয়টি পরমাণু চুল্লি আছে সেখানে। আইএইএ প্রতিনিধিরা প্রতিটি চুল্লি পরীক্ষা করে দেখবে বলে জানিয়েছেন। একইসঙ্গে তারা রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত

ইউরোপীয় ইউনিয়নেরপ্রতিরক্ষামন্ত্রীরা মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ইউক্রেনকে সামরিক সাহায্যের জন্য একটি প্রসিক্ষণ শিবির তৈরি করা হবে। ইউক্রেনের সেনাদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সেখানে। সকলেই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। তবে, কোথায়, কীভাবে এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হবে, তার সমস্ত তথ্য প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, ইইউ-র পররাষ্ট্রমন্ত্রীরাও প্রাগে বৈঠকে বসেছিলেন। সেখানে আলোচনায় উঠে এসেছিল রাশিয়ার সমস্ত নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়ার প্রস্তাব। কিন্তু জার্মানি এবং ফ্রান্স তার বিরোধিতা করে। ঠিক হয়েছে, রাশিয়ার সাধারণ নাগরিকদের ভিসা দেওয়া হবে কিন্তু তা দেওয়ার ক্ষেত্রে আরো কড়া প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন করা হবে। অর্থাৎ, সহজে ভিসা পাওয়া যাবে না।

রাশিয়ার প্রতিবাদ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপের নেতারা রাশিয়ার নাগরিকদের ভিসার উপরেও নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করছে। এর থেকেই তাদের রাশিয়াবিরোধী মনোভাব আরো স্পষ্ট হয়। এর ফল ভালো হবে না বলেও হুমকি দিয়েছেন পেসকভ।

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ