1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে ইউরোপন্থিদের বিজয়ের ইঙ্গিত

২৭ অক্টোবর ২০১৪

যেমনটি ধারণা করা হচ্ছিল ইউক্রেনের মধ্যবর্তী নির্বাচনে তা-ই হতে চলেছে৷ নির্বাচনে অংশ নেয়া ভোটারদের মধ্যে চালানো জরিপ বলছে, রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইউরোপন্থি দলগুলোরই জয় হবে৷

Ukraine Wahl Stimmenauszählung 26.10.2014
ছবি: Reuters/Gleb Garanich

ইউক্রেনের সংসদের ৪৫০টি আসনের অর্ধেক, অর্থাৎ মোট ২২৫টি আসনে ভোট হয়েছে রবিবার৷ জরিপ বলছে, এ পর্বে প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর জোট প্রায় ২৩ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছে৷ প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুকের ‘দ্য পিপলস ফ্রন্ট গ্রুপ' শতকরা ২১ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে৷ তৃতীয় স্থানে সদ্যগঠিত ইউরোপন্থি আরেকটি দল সামোপমিচ পার্টি৷ শতকরা ১৪ ভাগের মতো ভোট পেয়েছে তারা৷ রবিবারের নির্বাচনের মোট ভোটার ছিল ৩ কোটি ৬০ লাখ৷ তবে ক্রাইমিয়াসহ পূর্ব ইউক্রেনের বেশ বড় একটি অংশে কোনো ভোট হয়নি৷

প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর জোট প্রায় ২৩ ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেছবি: picture-alliance/dpa

প্রথম পর্বের ভোটে রুশপন্থি দলগুলোর চেয়ে এগিয়ে থাকার কারণ জানাতে গিয়ে পোরোশেঙ্কোর জোটের নেতা ইউরি লুৎসেঙ্কো বলেন, ‘‘ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য প্রেসিডেন্ট যেসব উদ্যোগ নিয়েছেন, সে কারণেই প্রায় এক তৃতীয়াংশ ভোটার আমাদের সমর্থন দিয়েছেন৷''

গত ফেব্রুয়ারিতে মস্কোপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যূত হওয়ার পর এবারই প্রথম সংসদ নির্বাচন হচ্ছে ইউক্রেনে৷ এ নির্বাচনে ইয়ানুকোভিচের বিরোধী জোটের ভরাডুবির আশঙ্কাই বেশি৷ মাত্র ৮ ভাগ ভোট পেয়ে তাঁর জোট চতুর্থ স্থানে রয়েছে৷ সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর ফাদারল্যান্ড পার্টি, জাতীয়তাবাদি দল ‘সভোবোদা' এবং পপুলিস্ট ব়্যাডিকাল পার্টিও সুবিধা করতে পারেনি৷ ভোটকেন্দ্র ফেরত ভোটারদের মাঝে চালানো জরিপ অনুযায়ী, এই দলগুলো হয়ত পাঁচভাগ ভোট পেয়ে কোনোরকমে সংসদে থাকতে পারবে৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ