1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তীব্র যুদ্ধ চলেছে ইউক্রেনে

২১ আগস্ট ২০১৪

ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের রক্তাক্ত অভিযান চালিয়ে যাচ্ছে৷ বুধবার দোনেৎস্ক অঞ্চলের ৩৪ জন বাসিন্দার নিহত হবার খবর দিয়েছেন কর্তৃপক্ষ৷ অথচ আগামী সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক৷

Ostukraine Krise Donezk 18.08.2014
ছবি: D.Dilkoff/AFP/Getty Images

দোনেৎস্ক হলো বিচ্ছিন্নতাবাদীদের দুটি মূল ঘাঁটির একটি৷ সরকারি সেনাবাহিনী দোনেৎস্ক-এর লাগোয়া মাকিয়িভকা শহরটির কাছে মঙ্গলবার সারারাত ধরে যুদ্ধ চালিয়েছে৷ সেই যুদ্ধে সেনাবাহিনীর ন'জন সৈন্য নিহত হয়েছে, বলে জানিয়েছেন এক মুখপাত্র৷

তবে ইউক্রেনীয় ন্যাশনাল গার্ড পুনরায় যে শহরটি দখল করেছে, সেটি হলো ইলোভায়িস্ক৷ এই শহরটি দোনেৎস্ক-এর প্রায় ৪৫ কিলোমিটার পূর্বে৷ শহরটি একটি বড় রেলওয়ে জংশন৷ খোদ দোনেৎস্ক-এ পানি সরবরাহ আবার চালু হয়েছে, বলে খবর দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ৷ সপ্তাহান্তে একটি ফিল্টারিং স্টেশনে বিদ্যুৎ সরবরাহ আবার চালু করা সম্ভব হয়৷

দোনেৎস্ক-এর পর বিদ্রোহীদের দ্বিতীয় বৃহত্তম শহর হলো লুগানস্ক৷ বিগত কয়েক দিনে ইউক্রেনীয় সৈন্যরা লুগানস্ক-এর অনেক ভিতরে ঢুকে পড়েছে৷ মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার নাকি দেখেছেন, রুশ সাঁজোয়া গাড়ির একটি বিশাল বহর কিভাবে লুগানস্ক-এ ঢুকছে৷ তা-তে নাকি ট্যাংক, রকেট লঞ্চার ও কামান ছিল – আর ছিল রুশ উর্দি পরা শ'বারো লোক৷ তবে কিয়েভ-এর সামরিক মহল থেকে কমান্ডার ইগর ভরোঞ্চেঙ্কোর এই দাবির কোনো স্বীকৃতি পাওয়া যায়নি৷ – অপরদিকে প্রায় ৩০০ রুশ ট্রাক প্রচুর পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে এখনও লুগানস্ক সীমান্তের কাছে খাড়া: তাদের ঢুকতে দেওয়া হবে কি না হবে, তা নিয়ে এখনও তর্কাতর্কি চলেছে৷

বাকি থাকছে আগামী সপ্তাহে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে পরিকল্পিত সাক্ষাৎ৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, কিয়েভ ও মস্কো, উভয় পক্ষই তাদের নিজস্ব অবস্থান জেরদার করার চেষ্টা করছে: রাশিয়ার ‘ত্রাণ সাহায্য' কিংবা ইউক্রেনের জোরদার সামরিক অভিযানের অর্থই হলো তাই৷ রাশিয়ার দাবি হলো, পূর্ব ইউক্রেনের যুদ্ধপীড়িত এলাকাকে ‘ডিমিলিটারাইজ' করো, অর্থাৎ যুদ্ধবর্জিত এলাকায় পরিণত করো৷ ইউক্রেন যদি পোরোশেঙ্কো-পুটিন সাক্ষাতের আগে লুগানস্ক কিংবা দোনেৎস্ক দখল করতে পারে, তাহলে ‘ডিমিলিটারাইজেশন'-এর প্রশ্নটাই অবান্তর হয়ে পড়ে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে জার্মান চান্সেলর আঙ্গেলাছবি: Saul Loeb/AFP/Getty Images

এসি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ