1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে নিহত ১২জন সাংবাদিক

২৮ মার্চ ২০২২

ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসনে ১২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। জার্মানি আয়রন ডোম তৈরির প্রস্তুতি নিচ্ছে।

ইউক্রেন
ছবি: Alexander Ermochenko/REUTERS

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে খবর করতে গিয়ে এখনো পর্যন্ত ১২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের প্রশাসন। তবে রাশিয়া এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল তার ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন। বহু সাংবাদিক আহত বলেও জানিয়েছেন তিনি। নিহত সাংবাদিকদের মধ্যে অ্যামেরিকা, আয়ারল্যান্ড এবং রাশিয়ার নাগরিক আছেন। রাশিয়ার গোলার আঘাতেই সাংবাদিকদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল।

জার্মানির পরিকল্পনা

এদিকে রাশিয়ার আগ্রাসন নিয়ে চিন্তিত জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস সম্প্রতি জার্মানির নিরাপত্তা নিয়ে একাধিক বৈঠক করেছেন। জার্মান সংবাদপত্রের দাবি, বিপুল অর্থ খরচ করে জার্মানি অ্যান্টি মিসাইল শিল্ড তৈরি করতে পারে। ইসরায়েলের অনুকরণে আয়রন শিল্ডের মতো কিছু তৈরি হতে পারে বলে সংবাদমাধ্যম দাবি করেছে। গোটা জার্মানি জুড়েই ওই শিল্ড তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের আয়রন ডোম অ্যারো তিন সিস্টেমের উপরে তৈরি। ১০০ মিলিয়ন ইউরো খরচ করে জার্মানি ইসরায়েলের কাছ থেকে সেই সিস্টেম কিনতে পারে বলেও জল্পনাকল্পনা চলছে। এই বাজেট সামরিক খাতে সাধারণ বাজেটের বাইরে বলেও দাবি করা হয়েছে। সম্প্রতি শলৎস বলেছিলেন, রাশিয়া যেভাবে আগ্রাসন চালাচ্ছে, তাতে জার্মানিকে নিজের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে হবে।

ব্রিজগুলি ভাঙবেন না

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মদ্যস্থতাকারীদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র রোববার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা ঠিক হচ্ছে না। বাকি বিশ্বের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। শান্তি প্রস্তাব নিয়ে নিরন্তর আলোচনা চালিয়ে যাওয়া। যদি রাশিয়ার সঙ্গে সম্পর্কের সেতুগুলি সকলে ভেঙে দেয়, তা দিনের শেষে আলোচনার রাস্তা খুলবে কী করে? দোহার একটি আলোচনাসভায় একথা বলেছেন প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।

ইউক্রেন-রাশিয়া সাইবার যুদ্ধ

02:06

This browser does not support the video element.

কালিনের মতে, ইউক্রেনকে আরো সাহায্য করা উচিত সকলের। ইউক্রেন যাতে নিজেকে রক্ষা করতে পারে, সকলের সেদিকে দৃষ্টি দিতে হবে। কিন্তু রাশিয়াকে পুরোপুরি ব্রাত্য করে দিলেন চলবে না। তুরস্ক ন্যাটোর অন্যতম সদস্য। কূটনৈতিকভাবে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই তাদের সম্পর্ক ভালো। পরিবর্তিত পরিস্থিতিতেও তারা সেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জার্মানিতে রাশিয়ার সমর্থনে মিছিল

গোটা ইউরোপ জুড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন ইউক্রেন থেকে পালিয়ে আসা নাগরিকেরা। তাদের সমর্থনে ইউরোপের প্রায় সব দেশেই সভা হয়েছে, মিছিল হয়েছে। তবে রোববার সকালে জার্মানির কোলন এবং বন যা দেখল, তা অন্য মিছিলের সঙ্গে মেলে না। কোলন থেকে বন পর্যন্ত বিরাট গাড়ির মিছিল হয়েছে রোববার। প্রতিটি গাড়িতে রাশিয়ার পতাকা লাগানো ছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থনে ওই মিছিলে অংশ নিয়েছিলেন বেশ কিছু মানুষ। মিছিল শুরু হওয়ার পরে হেলিকপ্টার থেকে নজরদারি চালিয়েছে পুলিশ। মিছিল শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি মেমোরিয়ালে গিয়ে রাশিয়ার সেনাদের কবরে ফুল দিয়েছেন তারা।

অস্কারে ইউক্রেন

অস্কারের মঞ্চেও চলে এসেছে ইউক্রেন সংকট। অস্কার বিজেপি অভিনেত্রী ইউন ইউ-জুং হাতে একটি নীল রিবন লাগিয়ে ঢুকেছিলেন। গান রচয়িতা ডয়না ওয়ার্নার, সংগীতকার নিকোলাস ব্রিটেল, অভিনেত্রী জামি লি কার্টিসও হাতে নীল রিবন লাগিয়েছিলেন। ইউক্রেনের মানুষের সমর্থনেই ওই রিবন লাগানো হয়েছে বলে জানিয়েছেন তারা।

এসজি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ