1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউক্রেনে প্রতিরোধ আরো অনেকদিন চলবে’

৪ মার্চ ২০২২

কিয়েভের উপকণ্ঠে তুমুল যুদ্ধ চললেও আশেপাশের শহরগুলো এখনও ইউক্রেনীয় সৈন্যদের দখলে রয়েছে৷ এমন তথ্য জানিয়ে দেশটিতে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের অ্যাডভাইজার মাহবুবুল আলম বলেন, এই প্রতিরোধ আরো অনেকদিন চলবে বলে মনে করেন তিনি৷

কিয়েভের উপকণ্ঠে তুমুল যুদ্ধ চললেও আশেপাশের শহরগুলো এখনও ইউক্রেনীয় সৈন্যদের দখলে রয়েছে৷ এমন তথ্য জানিয়ে দেশটিতে বাংলাদেশের অনারারি কনস্যুলেটের অ্যাডভাইজার মাহবুবুল আলম বলেন, এই প্রতিরোধ আরো অনেকদিন চলবে বলে মনে করেন তিনি৷
ছবি: Private

ইউক্রেনে রুশ হামলার পর দেশটি থেকে বহু বাংলাদেশি আশেপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন৷ মাহবুবুল আলম জানান, তাদের হিসাবে আনুমানিক দেড় হাজার বাংলাদেশি ইউক্রেনে বসবাস করতেন৷ ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' ইউটিউব টকশোতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘পোল্যান্ডের রাষ্ট্রদূতের নির্দেশে ইউক্রেন যুদ্ধের পরে এ সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়া হয়৷ আমরা প্রাথমিকভাবে যে খবর পেয়েছি তাতে দেড় হাজারের মতো বাংলাদেশি আছেন৷ তাদের অধিকাংশ বা আনুমানিক পাঁচ শতাধিক বাংলাদেশি পোল্যান্ডে চলে গেছেন৷ তবে সঠিক সংখ্যাটা এই মুহূর্তে জানানো কঠিন৷ এর বাইরে হাঙ্গেরি, রোমানিয়াতেও অনেকে গেছেন৷’’

তারপরও দেশটির বিভিন্ন শহরে কিছু বাংলাদেশি এখনও রয়েছেন৷ এরমধ্যে রাজধানী কিয়েভে ২৫ থেকে ৩০ জন আছেন বলে জানান তিনি৷ ‘‘নিরাপদ মনে না করলেও তারা বিভিন্ন কারণে শহরটিতে থেকে গেছেন বা বাধ্য হয়েছেন,’’ বলেন মাহবুবুল৷

বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘কিয়েভ চতুর্দিক থেকে ঘেরা হলেও এখনও আত্মসমর্পণের বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই৷ আমার মনে হয় এই প্রতিরোধ আরো অনেকদিন চলবে৷ যদি না খারকিভের মতো বড় ধরনের বিমান হামলা হয়৷ খারকিভেও বড় বিমান হামলা হলেও পতন কিন্তু হয়নি৷’’

৩০ থেকে ৩৫ লাখ জনগোষ্ঠীর কিয়েভের বেশিরভাগ নারী ও শিশু বাসস্থান ছাড়লেও এখনও অনেকে বাসিন্দা শহরে রয়েছেন বলে জানান তিনি৷ সেখানকার পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘‘কিয়েভে স্বাভাবিক জীবন একেবারেই নেই৷ কারফিউ চলছে সবসময়৷ শুধু খাবার দাবার, গ্রোসারি শপ, ওষুধের দোকান ছাড়া আর সব বন্ধ৷ তবে লেভিভে পরিস্থিতি তার তুলনায় স্বাভাবিক৷’’

তিনি আরো বলেন, ‘‘কিয়েভের উপকণ্ঠে তুমুল যুদ্ধ চললেও এখন পর্যন্ত শহরগুলো ইউক্রেনের সৈন্যদের দখলেই রয়েছে৷''

রাশিয়ার দাবি, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনার উপর হামলা চালাচ্ছে৷ তবে মাহবুবুল আলম মনে করেন চিত্রটি ভিন্ন৷ তিনি বলেন, ‘‘খারকিভ সবচেয়ে বেশি এথনিক রুশদের শহর৷ সেই শহরে সিভিল সেক্টরে প্রচুর ক্লাস্টার বোম্বিং হয়েছে৷ বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গেছে৷ একই ঘটনা ঘটেছে অন্যান্য শহরেও৷’’

রুশ-ইউক্রেনের ঐতিহাসিক সম্পর্ক ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‘আমরা এখানে যারা আছি তাদের এটা বিশ্বাস করতেই কষ্ট হয় যে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে পারে৷ এটা মিলিটারি অপারেশন নয় এটা একটা সার্বিক যুদ্ধ৷ ...দ্বিতীয়ত, আন্তর্জাতিক নিয়মে কোন কারণেই একটি দেশে এমন সার্বিক হামলা হতে পারে না৷’’

উদ্বেগে আছেন রাশিয়ার বাংলাদেশিরাও

অনুষ্ঠানে রাশিয়ার রাজধানী মস্কো থেকে যোগ দেন বাংলাদেশি প্রবাসী বারেক কায়সার৷ তিনি রাশিয়ার বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘‘যুদ্ধের শুরুতেই পশ্চিমা দেশগুলো যখন নিষেধাজ্ঞা দেয়া শুরু করল তখনই এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে রাশিয়াতে৷ ব্যাংকগুলো থেকে টাকা তোলার চেষ্টা করছিলেন এখানকার নাগরিকরা৷ বিশেষ করে যারা বিদেশি আছেন তারা ক্যাশ টাকা হাতে রাখার চেষ্টা করছিলেন৷ রাশিয়ানরা নিত্যপ্রয়োজনীয় যেসব বাজার আছে সেগুলো সাধারণভাবে তারা যত বাজার করেন তার চেয়ে কয়েকগুণ কিনে রাখার চেষ্টা করছেন৷’’

তিনি জানান, যুদ্ধের প্রভাবে দেশটির বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে৷ সার্বিক পরিস্থিতিতে উদ্বিগ্ন সেখানে বসবাসরত বাংলাদেশিরাও৷ বলেন, ‘‘শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন তাদের স্বজনরা এর আগে চিন্তিত ছিলেন না তাদের নিয়ে৷ কিন্তু ইউক্রেন-রাশিয়া সংকটের পরে বা রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে তারা এক ধরনের চিন্তায় পড়ে গিয়েছেন৷ যদিও এই হামলায় এখন পর্যন্ত সরাসরি রাশিয়া আক্রান্ত হয়নি৷ কিন্তু স্বজনরা আসলে উদ্বিগ্ন৷ যারা বাংলাদেশি সিনিয়র সিটিজেন রয়েছেন বা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা এই পরিস্থিতির সঙ্গে অনেকটা অভ্যস্ত৷’’

অবশ্য সার্বিকভাবে মস্কোর জীবনযাত্রা স্বাভাবিক আছে বলেই জানান বারেক কায়সার৷ এই গবেষকের মতে দেশটির বেশিরভাগ মানুষ প্রেসিডেন্ট পুটিনকে সমর্থন দিচ্ছেন৷ তবে বিরোধী মতও রয়েছে৷ অংশগ্রহণ কম হলেও ৫২টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে বলে জানান তিনি৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ