1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে বহিষ্কৃত দুই উচ্চপদস্থ কর্মকর্তা

২০ জুলাই ২০২২

মঙ্গলবার দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইউক্রেনের পার্লামেন্ট। এক কর্মকর্তা জেলেনস্কির বাল্যবন্ধু।

ইউক্রেন
ছবি: Photoshot/picture alliance

অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান এবং প্রসেকিউটর জেনারেলকে পদচ্যূত করা হয়েছে। ইউক্রেনের পার্লামেন্ট মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা ইউক্রেনের ভিতর ছড়িয়ে থাকা রাশিয়ার গুপ্তচরদের চিহ্নিত করতে পারেনি। বস্তুত, দুই দিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দুই কর্মকর্তাকে সাসপেন্ড করেছিলেন। তারপরেই বিষয়টি পার্লামেন্টে যায় এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে তাদের পদচ্যূত করা হয়।

যুদ্ধে মুখ চেনার প্রযুক্তি

03:26

This browser does not support the video element.

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ইভান বাকানোভের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভোট পড়েছে পার্লামেন্টে। ভোটাভুটির পর টেলিগ্রামে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাংসদরা। প্রসেকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকটোভার বিরুদ্ধেও প্রচুর ভোট পড়েছে। বাকানোভের সহকারী অফিসারকেও এদিন সাসপেন্ড করেছেন জেলেনস্কি।

পূর্ব ইউক্রেনের বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে। সেখানে রাশিয়ার বিভিন্ন এজেন্সির সঙ্গে এই দুই কর্মকর্তার সম্পর্ক নিয়েও অভিযোগ উঠেছে। বাকানোভ জানিয়েছেন, বেশ কিছু ভুল পদক্ষেপ তিনি নিয়েছেন। তবে তা অনিচ্ছাকৃত। নিজের কেরিয়ারের রেকর্ড নিয়ে তিনি যথেষ্ট গর্বিত বলেও এদিন একইসঙ্গে জানিয়েছেন তিনি।

রাশিয়ার যুদ্ধকৌশল নিয়ে যুক্তরাজ্য

ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিশেষ কিছু করে উঠতে পারছে না বলে মঙ্গলবার ফের বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশের সামরিক মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকেই রাশিয়া পূর্ণশক্তি নিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাতে পারছে না। তার মতে, যতদিন যাচ্ছে রাশিয়ার এই অপারগতা ততই প্রকট হচ্ছে। ডনবাস অঞ্চলে রাশিয়ার সেনার সংখ্যা ক্রমশ কমে আসছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। যদিও রাশিয়া এবিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাজ্যের দাবি, ইউক্রেন যেভাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে, রাশিয়া তা কল্পনা করতে পারেনি। ফলে ইউক্রেনের আক্রমণ রাশিয়ার যথেষ্ট মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডনবাস অঞ্চলে রাশিয়া অতির্কিত সেনা রাখবে, না কি খেরসন অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণ সামলানোর জন্য সেনা সংখ্যা বাড়াবে, এনিয়ে রাশিয়ার সেনা দ্বন্দ্বে আছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দারা। তবে তা কোন সূত্র থেকে এবিষয়ে জেনেছেন, তা স্পষ্ট করা হয়নি।

আরো মিসাইলের দাবি

ইউক্রেনের সামরিক মন্ত্রী ওলেক্সি রেজনিকভ পশ্চিমা দেশগুলির কাছে আরো মিসাইল চেয়েছেন। তার দাবি, নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় ছোঁড়া যায় এমন রকেট ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ইউক্রেন এর সাহায্যে রাশিয়াকে চাপে ফেলতে পেরেছে। এমন রকেট আরো প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।

গত জুন মাস থেকে অ্যামেরিকা আটটি এই জাতীয় এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ইউক্রেনকে দিয়েছে। ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই রকেটগুলি। ইউক্রেনের দাবি, ওই রকেটের সাহায্যে রাশিয়ার অন্তত ৩০টি কম্যান্ড পোস্ট এবং অস্ত্রভান্ডার তারা ধ্বংস করতে পেরেছে। এমন আরো ১০০টি রকেট পেলে 'খেলা ঘুরে যাবে' বলে দাবি করেছেন তিনি।

হোয়াইট হাউসে ইউক্রেনের ফার্স্টলেডি

অ্যামেরিকায় পৌঁছেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। জেলেনস্কির স্ত্রীকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন। জেলেনস্কা মার্কিন কংগ্রেসে বুধবার বক্তৃতা দিতে পারেন। এর আগে গত মে মাসে জিল বাইডেন ইউক্রেন গেছিলেন। এদিন তিনি বলেছেন, ''যুদ্ধক্ষেত্রে মানুষের দুর্দশা, কষ্ট, ব্যথা আমি দেখেছি। ওই দৃশ্য ভোলা যায় না।'' জেলেনস্কার সঙ্গে ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত মা এবং শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছেন তিনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ