1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে ২৫ জন নিহত

১৯ ফেব্রুয়ারি ২০১৪

ইউক্রেনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে৷ বিক্ষোভ থামাতে বিরোধী দলের নেতা ভিতালি ক্লিচকোর সঙ্গে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের আলোচনাও ভেস্তে গেছে৷ ফলে সরকারবিরোধী বিক্ষোভ এখন চরমে৷

ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার গভীর রাতে রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরাতে অভিযান শুরু করে পুলিশ৷ বিক্ষোভকারীরা তখন চারপাশে গাড়ির টায়ার এবং তাঁবু জড়ো করে আগুন জ্বালিয়ে দেয়৷ তারপরও পুলিশের সঙ্গে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি৷ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ তাঁদের মধ্যে ১৬জন বিক্ষোভকারী এবং বাকি ৯ জন পুলিশ৷

এর আগে জনজীবন স্বাভাবিক করতে ইন্ডিপেন্ডেন্স স্কয়ার থেকে বিক্ষোভকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় ইউক্রেন সরকার৷ অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছিল৷ কিন্তু ‘সরকার বাকস্বাধীনতা এবং বিক্ষোভবিরোধী আইন প্রণয়ন করেছে' – এ অভিযোগে নতুন করে শুরু হওয়া বিক্ষোভ তারপরও থামেনি৷

বিরোধী দলের নেতা ভিতালি ক্লিচকোছবি: Sergei Supinsky/AFP/Getty Images

এদিকে মূলত ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে গত নভেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ আবার দেশের আরো কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে৷ এরই মাঝে বিরোধী দলের নেতা ভিতালি ক্লিচকোর সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ৷ কিন্তু ক্লিচকো আলোচনা থেকে সরে দাঁড়িয়েছেন৷ তিনি জানান, ইয়ানুকোভিচ বিক্ষোভকারীদের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার থেকে নিঃশর্ত প্রত্যাহার দাবি করেছেন, তা মেনে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব নয়৷

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের অচলাবস্থা নিরসনের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ওপরই জোর দিয়েছেন৷ মঙ্গলবার ইয়ানুকোভিচের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি৷ কথোপকথনের এক পর্যায়ে বাইডেন বলেন, আলোচনার মাধ্যমেই কেবল সংকট নিরসন করা যেতে পারে৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ