1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে বেসামরিক নাগরিক হত্যা কি যুদ্ধাপরাধ?

৫ এপ্রিল ২০২২

সশস্ত্র সংঘাতে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়৷ ইউক্রেনেও বেসামরিক নাগরিকদের উপর হামলা হয়েছে, যারা সর্বশেষ প্রমাণ বুচা শহরে পড়ে থাকা মরদেহ৷ তবে, এক্ষেত্রে আইনে কিছু অস্বচ্ছতা রয়েছে৷

Ukraine | Leiche mit gefesselten Händen in Bucha
ছবি: Vadim Ghirda/AP/picture alliance

১৮৯৯ এবং ১৯০৭ এর হেগ সনদে, যা আসলে কিছু বহুপাক্ষিক চুক্তির সমন্বয়ে তৈরি, বেশ কিছু আইন এবং নিয়মের কথা বলা হয়েছে যেগুলো চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর অবশ্যই মনে চলতে হবে৷  

আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির আট ধারায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ ১৯৪৯ সালের জেনেভা সনদের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে৷   

কিংস কলেজ লন্ডনের যুদ্ধাপরাধ বিষয়ক গবেষণা দলের উপপরিচালক মারিয়া ভারাকি বলেন, ‘‘যদিও রাজনীতিবিদ এবং পর্যবেক্ষকরা বলছেন যে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে , কিন্তু এসংক্রান্ত তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইবাছাই এবং সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটা শুধুই অভিযোগ হিসেবে থাকবে৷’’

আইনজীবীরা যুদ্ধাপরাধকে জেনেভা সনদের চরম লঙ্ঘন মনে করেন৷ ভারাকি বলেন, ‘‘আমরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হত্যা, নির্যাতন, জোর করে অন্যত্র সরিয়ে দেয়া এবং নির্বিচারে হামলার কথা বলছি৷ কারণ যুদ্ধসংক্রান্ত আইনের মৌলিক নীতি হচ্ছে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিনত করা যাবে না৷’’

এই বিচারে অবশ্য কিয়েভে বিদ্যালয় এবং প্রসূতি ওয়ার্ডে হামলা কিংবা মারিয়োপোলে থিয়েটারে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷ ভারাকি বলেন, ‘‘এবং গত ৪৮ ঘণ্টায় আমরা দেখেছি যে বেসামরিক পোশাক পরা মানুষের মরদেহ বুচার রাস্তায় পড়ে আছে৷ অনেককে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে৷ আন্তার্জাতিক মানবিক আইন অনুযায়ীয় এগুলো নৃশংসতা৷’’

বুচার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি

01:07

This browser does not support the video element.

তবে, যুদ্ধাপরাধের সংজ্ঞার কিছু অস্বচ্ছ দিক রয়েছে৷ আন্তর্জাতিক মানবিক আইন মূলত তিনটি নীতির উপর নির্ভরশীল: পার্থক্য, সমানুপাতিকতা এবং সতর্কতা৷ আর এই নীতির উদ্দেশ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে কোনো পক্ষই যাতে বেসামরিক নাগরিক এবং বেসামরিক স্থাপনায় হামলা না চালায়৷

যদিও কাগজে এই নিয়ম বেশ স্পষ্ট, কিন্তু বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে তা নানাভাবে ব্যাখ্যার সুযোগ রয়েছে৷ যেমন, যদি একটি বেসামরিক স্থাপনার ব্যবহার দেখে মনে হয় যে সেটি সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে তখন কী হবে?

ভারাকি বলেন, ‘‘আমি একটি শপিং মলের কথা উদাহরণ হিসেবে বলতে পারি৷ ইউক্রেনীয়রা বলছে এটা স্পষ্টভাবে একটি বেসামরিক স্থাপনা৷ কিন্তু রাশিয়া নিজেদের গোয়েন্দাদের বরাতে বলছে যে সেখানে সামরিক সামগ্রী জমা করা হয়েছিল৷’’

যদিও বেসামরিক মানুষের ভোগান্তি কমানোর জন্য নিয়ম আছে, কিন্তু প্রায়শই সেগুলোর অপব্যবহার এবং হেরফের করা হয়৷

‘‘সবকিছুই নিয়মের ব্যাখ্যা এবং মানুষের বিবেচনার উপর নির্ভরশীল: কখন আপনি লক্ষ্যবস্তু নির্ধারণ করবেন, কী লক্ষ্যবস্তু বানাবেন, কিংবা সেটার পরিধি কতটা হবে,’’ বলেন ভারাকি৷

রব মাজ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ