1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে ভাল্লুকদের নেশাভাঙ বন্ধ হল

৪ আগস্ট ২০১১

নেশাভাঙ বলতে সুরা জাতীয় প্রখ্যাত রুশ পানীয় ভদকা৷ বার-রেস্তরাঁয় বেঁধে রাখা ভাল্লুকদের অন্যান্য খদ্দেররা প্রাণ ভরে ভদকা খাওয়াতেন৷ এখন থেকে আর সে’সব চলবে না, বলেছেন ইউক্রেনের পরিবেশ মন্ত্রী মিকোলা স্লচেভস্কি৷

A Malayan sun bear does what one would expect a sun bear to do, sunbathing on an unusually hot Monday morning, May 15, 2000, at the Frankfurt zoo, Germany. Malayan sun bears normally live in southeast Asia and are classified an endangered species by the World Wildlife Fund. (AP Photo/Frank Rumpenhorst)
ছবি: AP

প্রথাটা আসলে সেই জারদের আমলের রুশ সাম্রাজ্য থেকেই৷ শোনা যায়, ও'ভাবেই নাকি এই ভাল্লুক রাশিয়ার প্রতীক হয়ে ওঠে৷ ভাল্লুক ধরা, ভাল্লুককে পোষ মানানো এবং শেষমেষ ভদকা ধরানো৷ রুশ সাম্রাজ্য যাবার পর সোভিয়েত সাম্রাজ্য, ইউক্রেন যার অঙ্গ ছিল৷ কিন্তু পরিবেশ মন্ত্রী স্লচেভস্কি এখন বলছেন, ও'সব অমানবিক কাণ্ডকারখানা এই আধুনিক যুগে চলে না৷ ‘‘টেলিভিশনে রোজ দেখা যায়, ভাল্লুকরা কীভাবে বার-রেস্তরাঁ-মোটেলে কষ্ট পাচ্ছে৷ কতোদিন আমরা জীবজন্তুদের ওপর এই অত্যাচার সহ্য করব? রেস্তরাঁয় মাতাল গেস্টরা ভাল্লুকদের জোর করে ভদকা খাওয়াচ্ছে শুধু লোক হাসানোর জন্য৷''

ভাল্লুকদের মহুয়া প্রীতির কাহিনী আমাদের জানা৷ মধুতে তাদের লোভ, এবং বলতে কি, সব ধরনের মিষ্টিতেই৷ ভদকার স্বাদ তাদের কেমন লাগে, কে জানে৷ আর যে ভাল্লুকদের টেডি বেয়ার বলে সারা দুনিয়ার ছেলেমেয়েরা কোলেকাঁখে করে ঘুরে বেড়ায়, সেই গোবেচারা, রোমশ জীবটির উপর ঠিক সেই দুনিয়া ভরেই অত্যাচার চলেছে অদূর অতীতেও৷ ভারতে নাকে দড়ি বেঁধে ভালুক নাচ৷ পাকিস্তানে ভাল্লুকের দাঁত-নখ উপড়ে ফেলে, তাদের খুঁটিতে বেঁধে রেখে কুকুর লেলিয়ে দেওয়া৷ চীনে তাদের লিভার থেকে কষ বার করে ওষুধ তৈরি করা৷ আর ইউক্রেনে তাদের বার-রেস্তরাঁয় পোষার নাম করে ভদকা খাইয়ে মাতাল তৈরি করে অন্য মাতালদের মনোরঞ্জন৷

কিন্তু মনুষ্য নামক জীবটির গুণ হল এই, সে তার নিজের ভুল চিনতে এবং শোধরাতে জানে৷ ইউক্রেনের পরিবেশমন্ত্রী তারই আরও একটি পরিচয় এবং বলতে কি, আমাদের মান রাখলেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ