কাউকে না জানিয়ে ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই গিয়েছিলেন, এবার ইউক্রেনে গিয়ে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। তবে পেলোসির ইউক্রেন সফরের খবর কেউ জানতো না। গোপনে কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর জেলেনস্কি তার দৈনিক ভাষণে প্রথম পেলোসির যাওয়ার কথা ঘোষণা করেন।
রুটি কিনতে গিয়ে গোলার আঘাতে মৃত্যু
ইউক্রেনের খারকিভ শহরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা৷ বাসায় খাবার কিছু না থাকায় রুটি কিনতে বাইরে বের হয়েছিলেন ভিক্টর গুবারেভ৷ ঠিক তখনই তার বাসার সামনে এসে পড়ে এক গোলা৷ সেটির আঘাতে মারা যান তিনি৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
রুটি আর খাওয়া হলো না
পরিবারের খাওয়ার জন্য রুটি ঠিকই কিনে এনেছিলেন ভিক্টর৷ নিজের অ্যাপার্টমেন্টের ঠিক বাইরেই যখন গোলা এসে পড়ে, তার হাতে তখনও ধরা ছিল সেই রুটি৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
মেয়ের কান্না থামছে না
ভিক্টরের মেয়ে ইয়ানা বাচেক একজন ইংরেজি শিক্ষক৷ যুদ্ধের মধ্যেও অনলাইনে ক্লাস করানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি৷ এমন সময় ফোনে মায়ের কাছে বোমা বর্ষণের খবর শুনে ছুটে আসেন বাবা-মায়ের অ্যাপার্টমেন্টে৷ এসে দেখেন বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
মুহূর্মুহু গোলাবর্ষণ
বাবা-মায়ের অ্যাপার্টমেন্টের পাশেই স্বামী ইয়েভগেনি ভ্লাসেংকোর সঙ্গে থাকেন ইয়ানা৷ মায়ের কল পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে বের হতে গিয়েও স্বামীর বাধায় বের হতে পারেননি তিনি৷ ইয়েভগেনির আশঙ্কাকে সত্য প্রমাণ করে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে বোমা ফেলে রুশ বাহিনী৷ কিছুক্ষণ আগেই বিস্ফোরণ ও গোলাবর্যণের মধ্যেই কেনাকাটা করে ফিরেছিলেন ইয়ানাও৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
ভুলতে চান শেষ ছবি
বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স৷ এক ফটোগ্রাফার তখন ভিক্টরের মৃত্যুর ঠিক পরের মুহূর্তের ছবি তুলেছেন৷ এই ছবির কথা ভুলতে পারছেন না ইয়ানা৷ তিনি বলেন, ‘‘আমি দুঃখিত৷ আমি এটার কথা ভুলে যেতে চাই৷ এই ছবি, তার এই ছবির কথা আমি মনে রাখতে চাই না৷’’
ছবি: Alkis Konstantinidis/REUTERS
বাবার স্মৃতি
বাবার সঙ্গে অন্যসব স্মৃতি নিয়েই বাকি জীবন কাটাতে চান ভিক্টরের একমাত্র সন্তান ইয়ানা৷ মাত্র ১৬ বছর বয়সে পরিবারের ভরণপোষণের জন্য ড্রাইভারের কাজ শুরু করেন ভিক্টর৷ তারপর ক্যারিয়ারের শেষ দিকে রুশ কোম্পানি গ্যাজপ্রমের গাড়ি পরিবহণের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন৷ ৭৯ বছর বয়সি ভিক্টর যুদ্ধাবস্থাতেও নিজের ও স্ত্রীর স্বাস্থ্যের কথা বিবেচনা করে খারকিভ ছেড়ে যেতে চাননি৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
আরো মৃত্যু
ক্রমাগত গোলাবর্ষণে ভিক্টর ছাড়াও ২৫ এপ্রিল আরো অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক স্থাপনায় হামলার কথা বারবার অস্বীকার করা হলেও, আবাসিক এলাকাতেও চলছে নির্বিচার গোলাবর্ষণ৷ প্রতিদিনই ভারি হচ্ছে মৃত্যুর পাল্লা৷
ছবি: Alkis Konstantinidis/REUTERS
6 ছবি1 | 6
জেলেনস্কি জানিয়েছেন, দুইটি বিষয় নিয়ে পেলোসির সঙ্গে তার আলোচনা হয়েছে। এক, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অ্যামেরিকার সামরিক সাহায্য এবং দুই, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা ঘোষণার ব্যাপারে কথা বলেছেন পেলোসি।
আরো দুর্বল হোক রাশিয়া
জার্মান পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে আরো দুর্বল করতে হবে। এতটাই দুর্বল, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পরিকল্পনাই করতে না পারে দেশের সরকার। নিষেধাজ্ঞা জারি করে সে কাজটিই করা হচ্ছে বলে জানিয়েছেন বেয়ারবক। ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।
মারিউপলের কারখানায় আটকে পড়াদের মুক্তির উদ্যোগ
01:24
পরমাণু অস্ত্র নয়
রাশিয়ারপররাষ্ট্রমন্ত্রী লাভরভ একটি ইটালির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনোভাবেই পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা ভাবছে না রাশিয়া। পশ্চিমা মিডিয়া এবিষয়ে ভুল খবর প্রচার করছে বলে অভিযোগ করেছেন তিনি। লাভরভের বক্তব্য, পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়া অত্যন্ত সতর্ক।
মারিউপলে উদ্ধারকাজ শুরু
মারিউপলে রোববার উদ্ধার কাজ শুরু হলেও কিছুক্ষণের মধ্যে তা বন্ধ হয়ে যায়। সোমবার ফের সেখানে উদ্ধার কাজ শুরু হওয়ার কথা। তবে জেলেনস্কি জানিয়েছেন, রোববার অবরুদ্ধ কারখানা থেকে বেশ কিছু বেসামরিক মানুষকে উদ্ধার করা গেছে। সোমবার ফের তা শুরু হওয়ার কথা। এছাড়াও মারিউপল এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বেসামরিক মানুষদের উদ্ধার করা হবে বলে প্রশাসন জানিয়েছে। জাতিসংঘ এবং রেডক্রসের তত্ত্বাবধানে সে কাজ হবে বলে জানানো হয়েছে। রাশিয়া আগেই জানিয়েছিল, রেডক্রস এবং জাতিসংঘের উপস্থিতিতেই কেবল উদ্ধারকাজ করতে দেওয়া হবে।