1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেনে মার্কিন স্পিকার

২ মে ২০২২

কাউকে না জানিয়ে ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি।

ইউক্রেন
ছবি: Alexander Ermochenko/REUTERS

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেই গিয়েছিলেন, এবার ইউক্রেনে গিয়ে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। তবে পেলোসির ইউক্রেন সফরের খবর কেউ জানতো না। গোপনে কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর জেলেনস্কি তার দৈনিক ভাষণে প্রথম পেলোসির যাওয়ার কথা ঘোষণা করেন।

জেলেনস্কি জানিয়েছেন, দুইটি বিষয় নিয়ে পেলোসির সঙ্গে তার আলোচনা হয়েছে। এক, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অ্যামেরিকার সামরিক সাহায্য এবং দুই, রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা ঘোষণার ব্যাপারে কথা বলেছেন পেলোসি।

আরো দুর্বল হোক রাশিয়া

জার্মান পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে আরো দুর্বল করতে হবে। এতটাই দুর্বল, যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পরিকল্পনাই করতে না পারে দেশের সরকার। নিষেধাজ্ঞা জারি করে সে কাজটিই করা হচ্ছে বলে জানিয়েছেন বেয়ারবক। ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।

মারিউপলের কারখানায় আটকে পড়াদের মুক্তির উদ্যোগ

01:24

This browser does not support the video element.

পরমাণু অস্ত্র নয়

রাশিয়ারপররাষ্ট্রমন্ত্রী লাভরভ একটি ইটালির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনোভাবেই পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা ভাবছে না রাশিয়া। পশ্চিমা মিডিয়া এবিষয়ে ভুল খবর প্রচার করছে বলে অভিযোগ করেছেন তিনি। লাভরভের বক্তব্য, পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে রাশিয়া অত্যন্ত সতর্ক।

মারিউপলে উদ্ধারকাজ শুরু

মারিউপলে রোববার উদ্ধার কাজ শুরু হলেও কিছুক্ষণের মধ্যে তা বন্ধ হয়ে যায়। সোমবার ফের সেখানে উদ্ধার কাজ শুরু হওয়ার কথা। তবে জেলেনস্কি জানিয়েছেন, রোববার অবরুদ্ধ কারখানা থেকে বেশ কিছু বেসামরিক মানুষকে উদ্ধার করা গেছে। সোমবার ফের তা শুরু হওয়ার কথা। এছাড়াও মারিউপল এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বেসামরিক মানুষদের উদ্ধার করা হবে বলে প্রশাসন জানিয়েছে। জাতিসংঘ এবং রেডক্রসের তত্ত্বাবধানে সে কাজ হবে বলে জানানো হয়েছে। রাশিয়া আগেই জানিয়েছিল, রেডক্রস এবং জাতিসংঘের উপস্থিতিতেই কেবল উদ্ধারকাজ করতে দেওয়া হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ