1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে রুশ আগ্রাসনের ২ বছর, যা বলছে ইইউ

২৪ ফেব্রুয়ারি ২০২৪

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরু হয়। এই দিনটিকে মাথায় রেখে আজ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জাতিসংঘে ভাষণ দেন।

রাশিয়ার পূর্ণ-আগ্রাসনের পর থেকে নিহতদের স্মরণে ইউক্রেনের কিয়েভে পতাকা স্থাপন করা হয়েছে
ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন ডেয়ার লায়েনসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে কিয়েভ সফর করছেন।ছবি: picture alliance/Kyodo

এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন ডেয়ার লায়েনসহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করতে কিয়েভ সফর করছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সাংবাদিকদের বলেন, "যুদ্ধে ইউক্রেন জিতবে।

ইউক্রেনকে ৫০টি 'অল-টেরেন' গাড়ি সরবরাহ ইইউর

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন রাশিয়ার কিয়েভে থাকাকালীন ইউক্রেনীয় পুলিশ এবং বিচার কর্তৃপক্ষের কাছে ৫০টি অল-টেরেন গাড়ি হস্তান্তর করেছেন।

তিনি বলেন, সাদা অল-টেরেন গাড়িগুলো "ইউক্রেনীয় বাহিনীর মাধ্যমে মুক্ত করা অঞ্চলগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।"

ওডেসা: রাশিয়ার ড্রোন হামলায় ১ জন নিহত

একটি রুশ ড্রোন দক্ষিণ ইউক্রেনের ওডেসায় একটি ভবনে আঘাত হানে। হামলায় একজন নিহত এবং কমপক্ষে তিনজন গুরুতর আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রুশ সেনাদের স্ত্রীদের প্রতিবাদ, গ্রেপ্তারি

ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের স্ত্রীদের সাপ্তাহিক প্রতিবাদে সাংবাদিকসহ অন্তত চারজনকে আটক করেছে রাশিয়ার পুলিশ।

কর্তৃপক্ষ প্রধানত সাংবাদিকদের আটক করে। তবে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়া পুরুষদেরই মূলত আটক করা হয়েছে। বিক্ষোভকারী নারীদের অবশ্য গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভ দেখাতে ক্রেমলিনের বাইরে অজানা এক সেনা সমাধিতে লাল ফুল দিয়েছিলেন তারা। প্রতিবাদী এক নারী সংবাদ আউটলেট এসএটিএকে বলেন, "এমনকি নাগরিক হিসাবে ফুল দিলেও ঝুঁকির মুখে পড়তে হতে পারে।"

আগ্রাসন শুরু হওয়ার পরই রাশিয়ায় আনা আইনের অধীনে, রুশ সামরিক বাহিনী এবং তার কার্যকলাপ সম্পর্কে "মিথ্যা তথ্য" প্রকাশ করা বেআইনি করা হয়েছে।

ক্রেমলিন এখনও আগ্রাসনকে "বিশেষ সামরিক অভিযান" বলে অভিহিত করে। তাই বেশিরভাগই তারা "মিথ্যা তথ্য" হিসাবে শ্রেণিভুক্ত করেছে।

আমরাই জিতব: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের বার্ষিকীতে বলেছেন, ইউক্রেন রাশিয়াকে হারিয়ে দেবে। নিজেদের জীবনের ৭৩০দিন ধরে জয়ের জন্য লড়াই করেছি। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দিনে জয়ী হব।"

সংহতি প্রকাশে কিয়েভে গিয়েছেন পশ্চিমা নেতারাছবি: dpa

কিয়েভের হোস্টোমেল বিমানবন্দরে এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, "যে কোনো স্বাভাবিক মানুষই চায় যুদ্ধের অবসান হোক। কিন্তু আমরা কেউই ইউক্রেনকে এভাবে শেষ হয়ে যেতে দেব না। এই বিরোধ অবশ্যই "আমাদের শর্তে" 'ন্যায্য' শান্তির মাধ্যমে সমাধান করতে হবে।''

ইউক্রেন আগ্রাসনের দ্বিতীয় বছরের অনুষ্ঠানে কানাডা, ইটালি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী এবং ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন কিয়েভে এসেছেন। জেলেনস্কির সঙ্গে তাদের কথা হয়েছে।

ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, "আমরা আজ এখানে এসেছি সেইসব নর-নারীকে ধন্যবাদ জানাতে যারা দুই বছর আগে ২৪ ফেব্রুয়ারিতে দেশ ছেড়ে পালিয়ে যাননি। যুদ্ধ করেছেন। এই স্থান মস্কোর ব্যর্থতার প্রতীক, ইউক্রেনীয় গর্বের প্রতীক।"

বার্লিনে রুশ দূতাবাসের সামনে গ্রিনপিসের বিক্ষোভ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে জার্মানিতে বিক্ষোভে যোগ দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস।

কর্মীরা বার্লিনে রাশিয়ান দূতাবাসের সম্মুখভাগে "হত্যা বন্ধ করুন" এবং "ইউক্রেন হ্যান্ডস অফ" স্লোগান দিয়েছেন শনিবারে।

রুশ আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে পরিবেশবাদী সংগঠনের কর্মীরা প্রতিবাদ জানানছবি: Annette Riedl/dpa

গ্রিনপিস বলেছে, ''সম্ভবত পাঁচ লাখের বেশি লোকের মৃত্যু বা আহত হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অধীনে থাকা নেতৃত্ব সরাসরি দায়ী।''

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন পুটিন, বলছে গ্রিনপিস। বার্লিনের ব্রান্ডনবুর্গ গেটসহ জার্মানির অন্যান্য জায়গায় ইউক্রেনের সমর্থনে মানুষকে দেখা গিয়েছে।

অন্ধকার পেরিয়ে আলোর পথে জয় আসবে: ইউক্রেনের সেনাপ্রধান

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান, ওলেক্সান্ডার সিরস্কি, আস্থা প্রকাশ করেন, তার দেশ রাশিয়ার আক্রমণকে পরাজিত করবে।

তার কথায় "জয় আসবেই। কারণ আলো সবসময় অন্ধকারকে হারিয়ে দেয়।''

পোল্যান্ডে রুশ রাষ্ট্রদূতের বাসভবনের সামনে সার ফেলে বিক্ষোভ

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউক্রেনপন্থি গ্রুপ ইউরোমাইদানের কর্মীরা পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এর কাছে রাশিয়ান রাষ্ট্রদূতের বাসভবনের সামনে দুই টন সার ফেলে দিয়েছে।

সারের পাশে রক্তাক্ত রুশ পতাকাও দেখা গিয়েছে।

রুশ রাষ্ট্রদূতের ভিলার সামনে সার ফেলে প্রতিবাদ পোল্যান্ডেছবি: Sergei/Gapon/AFP

গোষ্ঠীটি বলেছে "পোল্যান্ড থেকে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কারের এটাই উপযুক্ত সময়। যতদিন আমরা রাশিয়ান ছদ্ম-কূটনীতিকদের কার্যকলাপ সহ্য করব। বিশ্বব্যাপী সংঘাত, বিপদ আরো বাড়বে।''

ড্রোন হামলার পর রাশিয়ার ইস্পাত কারখানায় বড় অগ্নিকাণ্ড

রাশিয়ার নোভোলিপেটস্ক স্টিল (এনএলএমকে)-এর অন্তর্গত একটি ইস্পাত কারখানায় শনিবার ভোররাতে ইউক্রেনীয় ড্রোন দ্বারা আঘাত হানা হয়েছে। একটি ইউক্রেনীয় সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।

লিপেটস্কের রাশিয়ান অঞ্চলের আঞ্চলিক গভর্নর, ইগর আর্টামোনভ, টেলিগ্রামে লেখেন, নোভোলিপেটস্ক স্টিল প্ল্যান্টে রাতারাতি আগুন একটি ড্রোন হামলার কারণেই হয়েছে বলে মনে হচ্ছে। যদিও তিনি এর উৎস উল্লেখ করেননি।

নাভালনির স্ত্রী বলেন, যুদ্ধ শুরু করার 'জবাবদিহি করবেন' পুটিন

আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া একটি ভিডিওতে বলেছেন, "পুটিন আপনি এই সমস্ত কিছুর জন্য উত্তর দেবেন। নাভালনির মৃত্যু, এই যুদ্ধ শুরু করা.."

পুটিন "চার্চের আশীর্বাদী ক্ষেপণাস্ত্র দিয়ে রাতে ঘুমন্ত মানুষকে হত্যা করেছেন।''

ইউক্রেন ও মিত্রদের মন ভাঙলে চলবে না: ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ শনিবার ইউক্রেন এবং তার মিত্রদের তাদের সাহস বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যদিও রাশিয়ার রক্তাক্ত আক্রমণ তৃতীয় বছরেও অব্যাহত রয়েছে।

তিনি একটি বার্তায় বলেছেন, "যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। ইউক্রেনে আধিপত্য বিস্তার নিয়ে প্রেসিডেন্ট পুটিনের লক্ষ্য বদল হয়নি। শান্তির জন্য প্রস্তুতি নেয়ার কোনো ইঙ্গিত মেলেনি।"

জর্জা মেলোনি এবং ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সংক্ষিপ্ত সফরে জেলেনস্কির সঙ্গে বিলিয়ন মূল্যের নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে, যেমনটি জার্মানি এবং ফ্রান্স ইতিমধ্যেই করেছে।

'ইউক্রেনের প্রতিরক্ষায় ছয় হাজার কোটি ডলারের মার্কিন সহায়তা প্যাকেজ গুরুত্বপূর্ণ'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, এই মার্কিন সহায়তা প্যাকেজ রুশ আক্রমণের বিরুদ্ধে তার দেশের প্রতিরক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইউক্রেনকে সাহায্য করবে যুক্তরাজ্য

ইউনাইটেড কিংডম শনিবার একটি ৩১ কোটি ১০ লাখ ডলারের প্রতিরক্ষা প্যাকেজ ঘোষণা করেছে যা ইউক্রেনের জন্য "জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র গোলাবারুদ" উৎপাদন বাড়াবে।

ইউক্রেন আক্রমণ সমস্ত ইউরোপকে হুমকির মুখে ফেলেছে

ইউরোপীয় নেতারা ইউক্রেনের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, "রাশিয়া শুধু ইউক্রেনে হামলাই করছে না, এটি ইউরোপের শান্তিও ধ্বংস করছে।"

তিনি বলেন, জার্মানি তার সেনাবাহিনী এবং গোলাবারুদ উৎপাদনে বিনিয়োগ অব্যাহত রাখবে।

 আরকেসি/আরআর (ডিপিএ,এপি,এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ