1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে লাশের মিছিল

২১ ফেব্রুয়ারি ২০১৪

ইউক্রেনে সংকট এখনো কাটেনি৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে সমঝোতা হতে চলেছে৷ তবে সমঝোতা নিয়ে রয়েছে সংশয়৷

Ukraine Demonstranten Protestlager auf dem Maidan in Kiew
ছবি: picture-alliance/dpa

ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এক বিবৃতির মাধ্যমে জানান, শুক্রবার দুপুরেই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে৷ তার আগে বৃহস্পতিবার সারারাত ধরে কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক হয়৷ বৈঠকের শেষ দিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ শিকরস্কি টুইটবার্তার মাধ্যমে জানান, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে তাঁদের আলোচনা মুলতবি রাখা হয়েছে৷ তার পরপরই আসে ইউক্রেনের প্রেসিডেন্টের বার্তা বিভাগের বিবৃতি৷ সেখানে বলা হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং শুক্রবার দুপুরে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে৷

তবে সমঝোতা নিয়ে ফ্রান্স এবং পোল্যান্ড সংশয় প্রকাশ করেছে৷ আলোচনা শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিয়ুস জানান, ইউক্রেনের বিরোধী দলগুলো চায় সংকট নিরসনের উপায় নিয়ে তাদের সঙ্গেও আলোচনা করা হোক৷ ইউরোপ ওয়ান রেডিয়োকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরোধীরা (ইইউ) সদস্যদের সঙ্গে আলোচনা করতে চায়৷ তাদের এ চাওয়ার কারণটা বোধগম্য৷ এই পরিস্থিতিতে সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন৷''

সরকারবিরোধী বিক্ষোভকারীরা এখনো কিয়েভের ‘ময়দান' বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে অবস্থান করছে৷ তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷

এদিকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের জনপ্রিয়তা খুব দ্রুতই কমছে৷ সংকট নিরসন বিলম্বিত হলে সারা দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রশাসন এবং সামরিক বাহিনীতেও সমর্থন হারাচ্ছেন ইয়ানুকোভিচ৷ সামরিক বাহিনীর উপ-প্রধান ইতিমধ্যে পদত্যাগ করেছেন৷ এছাড়া সংসদে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভবিরোধী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ একই অধিবেশনে সামরিক বাহিনীকে সেনাছাউনিতে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে সংসদ৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ