ইউক্রেনে সংকট এখনো কাটেনি৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ জানিয়েছেন, বিরোধীদের সঙ্গে সমঝোতা হতে চলেছে৷ তবে সমঝোতা নিয়ে রয়েছে সংশয়৷
বিজ্ঞাপন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ এক বিবৃতির মাধ্যমে জানান, শুক্রবার দুপুরেই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে৷ তার আগে বৃহস্পতিবার সারারাত ধরে কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তাঁর বৈঠক হয়৷ বৈঠকের শেষ দিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ শিকরস্কি টুইটবার্তার মাধ্যমে জানান, প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের সঙ্গে তাঁদের আলোচনা মুলতবি রাখা হয়েছে৷ তার পরপরই আসে ইউক্রেনের প্রেসিডেন্টের বার্তা বিভাগের বিবৃতি৷ সেখানে বলা হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং শুক্রবার দুপুরে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে৷
ইউক্রেনে ক্ষমতার দ্বন্দ্ব
তুমুল বিক্ষোভ চলছে ইউক্রেনে৷ সরকার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর, রাস্তায় নেমে আসে বিরোধী দলের হাজার হাজার বিক্ষুব্ধ সমর্থক৷
ছবি: Reuters
ইউরোপীয় ভবিষ্যতের জন্য লড়াই
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তি করতে সরকার অস্বীকৃতি জানানোর পর থেকে ইউক্রেনে চলছে তুমুল বিক্ষোভ৷ বিক্ষোভকারীরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে সরকারের রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা রুখতে বদ্ধপরিকর৷ দাবি আদায়ের লক্ষ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা নেমে এসেছে রাস্তায়৷
ছবি: picture-alliance/dpa
সড়ক অবরোধ
সরকারি কর্মকর্তারা যাতে কার্যালয়ে যেতে না পারেন, সে জন্য কিয়েভের রাস্তা বন্ধ করে দিচ্ছেন বিক্ষোভকারীরা৷ প্রচণ্ড শীতে রাতেও বিক্ষোভ জানাচ্ছেন বিরোধী দলের নেতা-কর্মীরা৷
ছবি: Reuters
ইনডিপেনডেন্ট স্কয়্যারে তাঁবুর শহর
কিয়েভের ইনডিপেনডেন্ট স্কয়্যারে এখন শত শত তাঁবু৷ শীতের কষ্ট সহ্য করে সেখানেই থাকছেন অনেকে৷ সারি সারি তাঁবু নয় বছর আগের কমলা বিপ্লবের কথা মনে করিয়ে দেয়৷সেবার কয়েক সপ্তাহ ধরে চলেছিল বিক্ষোভ৷ বিক্ষোভকারীরা এবারও শেষ দেখেই ঘরে ফিরতে চান৷
ছবি: DW/A. Sawizki
চা, কফি আর ইন্টারনেট
বিক্ষোভকারীদের সুবিধার্থে ক্যাফে আর বারগুলো থাকছে খোলা৷ শীতে জমে যাওয়ার উপক্রম হলেই তাঁরা পান করতে পারছেন চা, কফি কিংবা অন্য কোনো পানীয়৷ কোনো কোনো ক্যাফে আর বার-এ বিক্ষাভকারীদের থাকা এবং ওয়াইফাই-এ ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে৷
ছবি: DW/A. Sawizki
গীর্জায় আশ্রয়
সপ্তাহান্তে সবচেয়ে বেশি বিক্ষোভকারীর সমাবেশ হয়েছিল কিয়েভের সেইন্ট মাইকেল’স ক্যাথেড্রালের সামনে৷ সেখানেই রাত কাটিয়েছেন তাঁরা৷ অন্য গীর্জাগুলোও বিক্ষোভকারীদের আশ্রয় দেয়ার জন্য খোলা রাখা হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
কে বেশি আগ্রাসী?
বিক্ষোভকারী আর পুলিশের মধ্যে এখন ব্যাপক উত্তেজনা৷ পুলিশ সংসদ ভবনের সামনের রাস্তা মুক্ত করার চেষ্টা করায় শুরু হয়ে যায় সংঘর্ষ৷ সপ্তাহান্তের এ সংঘর্ষে অনেকে আহত হন৷
ছবি: Reuters
‘আর নয় পুলিশি সন্ত্রাস’
পুলিশের বাধার প্রতিবাদ জানাতে একসময় বিক্ষোভকারীরা হাতে তুলে নেন ব্যানার, সেখানে লেখা ছিল, ‘আর নয় পুলিশি সন্ত্রাস’, ‘নিরাপত্তা বাহিনী আমাদের পুতে ফেলবে৷’
ছবি: DW/L. Grischko
ন্যাটোর সমালোচনা
বিক্ষোভকারীদের ওপর সরকারের অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করে বিবৃতি দিয়েছে ন্যাটো৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আবার সেই বিবৃতির সমালোচনা করে বলেছেন, ন্যাটোর বিবৃতি ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল৷ লাভরভ মনে করেন, বিক্ষোভকারীদের আগ্রাসী আচরণের মাত্রা না বুঝে এ বিবৃতি দেয়া হয়েছে৷
ছবি: GENYA SAVILOV/AFP/Getty Images
সরকারের অনাস্থা ভোট জয়
মিকোলা আজারভ সরকারের জনপ্রিয়তা অনেকটা কমে গেলেও সংসদে বিরোধী দলের তোলা অনাস্থা প্রস্তাব নিয়ে যে ভোটাভুটি হয়েছিল, তাতে তারা জয়ী হয়েছে৷ বিরোধী দল ২২৬ ভোট পেলে বিপদ হতো, কিন্তু সব মিলিয়ে ১৮৬ ভোট পাওয়ায় তাৎক্ষণিক বড় বিপর্যয় এড়াতে পেরেছে সরকার৷
ছবি: Reuters
শান্তি প্রতিষ্ঠার প্রয়াস
কাউন্সিল অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপীয় পরিষদ এখন ইউক্রেনের ইউরোপপন্থি বিরোধী দল এবং সরকারের মধ্যে শান্তি ফেরানোর জন্য মধ্যস্ততা করার চেষ্টা করছে৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
তবে সমঝোতা নিয়ে ফ্রান্স এবং পোল্যান্ড সংশয় প্রকাশ করেছে৷ আলোচনা শেষে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লোরঁ ফাবিয়ুস জানান, ইউক্রেনের বিরোধী দলগুলো চায় সংকট নিরসনের উপায় নিয়ে তাদের সঙ্গেও আলোচনা করা হোক৷ ইউরোপ ওয়ান রেডিয়োকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরোধীরা (ইইউ) সদস্যদের সঙ্গে আলোচনা করতে চায়৷ তাদের এ চাওয়ার কারণটা বোধগম্য৷ এই পরিস্থিতিতে সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন৷''
সরকারবিরোধী বিক্ষোভকারীরা এখনো কিয়েভের ‘ময়দান' বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে অবস্থান করছে৷ তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এ পর্যন্ত ৭৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷
এদিকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের জনপ্রিয়তা খুব দ্রুতই কমছে৷ সংকট নিরসন বিলম্বিত হলে সারা দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ প্রশাসন এবং সামরিক বাহিনীতেও সমর্থন হারাচ্ছেন ইয়ানুকোভিচ৷ সামরিক বাহিনীর উপ-প্রধান ইতিমধ্যে পদত্যাগ করেছেন৷ এছাড়া সংসদে বিরোধী দলের সদস্যরা বিক্ষোভবিরোধী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ একই অধিবেশনে সামরিক বাহিনীকে সেনাছাউনিতে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে সংসদ৷