1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে অচলাবস্থা

১০ ডিসেম্বর ২০১৩

পশ্চিমা বিশ্বের চাপ সত্ত্বেও ইউক্রেনের বিরোধী শিবিরের বিক্ষোভকারীদের দমন করতে প্রস্তুত বিশেষ বাহিনী৷ সরকার আলোচনায় রাজি হলেও উত্তেজনা কাটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷

ছবি: DW/H. Stadnyk

দুই শিবিরের মধ্যে সংলাপের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলেও ইউক্রেনের রাজনৈতিক সংকট কাটার পথে এখনো অনেক বাধা রয়ে গেছে৷ একদিকে ইউরোপপন্থি বিরোধী শিবির প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে সরকার রাশিয়ার সঙ্গেই আপাতত ঘনিষ্ঠতা বাড়ানোর পথে এগোচ্ছে৷

বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে সংলাপের প্রস্তাবে সায় দিয়েছেন বটে, কিন্তু একইসঙ্গে কড়া হাতে দমন নীতি চালিয়ে যাচ্ছে তাঁরই প্রশাসন৷ আলোচনার দিনক্ষণ এখনো স্থির হয় নি৷ বিরোধী পক্ষ তাতে অংশ নেবে কি না, তাও স্পষ্ট নয়৷

এদিকে বিরোধীদের সমাবেশ ভেঙে দেবার প্রস্তুতি চালাচ্ছে পুলিশের বিশেষ বাহিনী৷ বিরোধী নেতা ভিটালি ক্লিচকো বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অনড় থাকার ডাক দিয়েছেন৷ বরফে ঢাকা রাজপথ ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছেন বিরোধী সমর্থকরা৷ প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশের পথেও অবরোধ চলছে৷ মুখোশধারী সরকারি বাহিনী প্রধান বিরোধী দলের সদর দপ্তরে ঢুকে একটি কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করেছে৷

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ-কে টেলিফোনে বিরোধী সমর্থকদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ না নেয়ার ডাক দিয়েছেন৷ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি পুলিশ যাতে সংযত আচরণ করে, সে বিষয়ে জোর দিয়েছেন বারোসো৷ ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন মঙ্গল ও বুধবার কিয়েভ সফর করছেন৷

এসবি / জেডএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ