1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রাইমিয়ায় সামরিক হস্তক্ষেপ

১ মার্চ ২০১৪

ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপে সামরিক হস্তক্ষেপের জন্য ইতিমধ্যেই সংসদের উচ্চকক্ষের অনুমতি পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ শনিবার জানিয়েছে মস্কো৷ এর আগেই ক্রাইমিয়ার বিদ্রোহী প্রশাসন মস্কোর সাহায্য প্রার্থনা করে৷

Ukraine Konflikt Krim 1. März 2014
ছবি: Reuters

পুটিন শনিবার রুশ সংসদের উচ্চকক্ষে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব উত্থাপন করেন৷ ক্রেমলিনের দেয়া তথ্য অনুযায়ী, তাঁর প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট লিখেছিলেন, ‘‘ইউক্রেনে বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে রাশিয়ার নাগরিকদের জীবনের নিরাপত্তায়....আমি ইউক্রেনের ভূখণ্ডে সেদেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সামরিক হস্তক্ষেপের অনুরোধ করছি৷’’

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের একাধিক শহরে রাশিয়াপন্থি মানুষ বিক্ষোভের মাধ্যমে কিয়েভের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়৷

অন্যদিকে, ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই আরসেনি ইয়াৎসেনইউক কিয়েভে মন্ত্রী পরিষদের এক সভায় ক্রাইমিয়ায় চলমান অস্থিরতায় ইন্ধন না দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ারও এক বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি রাশিয়ার শ্রদ্ধাশীল থাকা উচিত বলে মন্তব্য করেছেন৷

উল্লেখ্য, শুক্রবার ভোরে বন্দুকধারীরা ক্রাইমিয়ার মূল বিমানবন্দর ঘিরে ফেলে৷ বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানান, বন্দুকধারীদের প্রত্যেকের হাতে রাশিয়ার তৈরি কালাশনিকভ দেখা গেছে৷ তবে বন্দুকধারীরা বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাননি৷

ইউক্রেনে কয়েকমাস ধরে চলে আসা বিক্ষোভের অবসান হওয়ার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটল৷ এর আগে বিক্ষোভের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করে ইউক্রেনের সংসদ৷

এআই/ডিজি (এপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ