1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনে সামরিক বিমান ভূপতিত

১৪ জুন ২০১৪

পূর্ব ইউক্রেনের লুগানস্কে শুক্রবার রাতে রুশপন্থি বিদ্রোহীরা গুলি করে একটি সামরিক কার্গো বিমান ভূপতিত করলে ৪৯ জন নিহত হন বলে জানা গেছে৷

ছবি: picture-alliance/dpa

সামরিক বাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়ে বলেন, ‘‘এটা প্রাথমিক তথ্য৷ বিমানে ঠিক কতজন ছিলেন সেটা আরও যাচাই করে দেখা হচ্ছে৷''

শুক্রবার রাতে কার্গো বিমানটি লুগানস্ক বিমানবন্দরে নামার আগ মুহূর্তে এই হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

উল্লেখ্য, লুগানস্ক থেকে বিচ্ছিন্নতবাদীদের হটাতে সামরিক অভিযান শুরুর পর থেকেই সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়ে আসছে৷ এতে দুপক্ষের সদস্য ছাড়াও সাধারণ মানুষ নিহত হচ্ছেন৷

জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ