ইউক্রেনে সেনা মোতায়েন প্রশ্নে উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব
২৪ অক্টোবর ২০২৪
ইউক্রেনে হামলায় রাশিয়াকে সহযোগিতার অভিযোগের মুখে বার্লিনে নিযুক্ত উত্তর কোরিায়ার কূটনীতিককে তলব করেছে জার্মানি৷ মঙ্গলবার উত্তর কোরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পররাষ্ট্র দপ্তর৷
বিজ্ঞাপন
তার আগে ইউক্রেনে মোতায়েনের জন্য রাশিয়াতে সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ পায়৷ ওই প্রতিবেদনের জের ধরেই উত্তর কোরিয়ার কূটনীতিককে তলব করে জার্মানি৷ জার্মানির দাবি, রাশিয়াকে উত্তর কোরিয়ার এমন সহযোগিতা ইউরোপ এবং জার্মানির নিরাপত্তা বিঘ্নিত করবে৷
বার্লিন যা বললো
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়জানায়, উত্তর কোরিয়ার সৈন্য ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বা ইউক্রেনে রাশিয়ার হামলায় সেন্য দিয়ে সহযোগিতা করছে উত্তর কোরিয়া - এমন খবর যদি সঠিক হয়, তাহলে তা হবে মারাত্মক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন৷
পোস্টে বলা হয়, রাশিয়াকে পিয়ংইয়ংয়ের সমর্থন ‘জার্মানির নিরাপত্তা এবং ইউরোপের শান্তির জন্য সরাসরি হুমকি৷'
রাশিয়াকে কী সহযোগিতা দিয়েছে উত্তর কোরিয়া?
ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহযোগিতার অংশ হিসেবে রাশিয়াতে তিন হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার আইনজীবীরা দেশটির গোয়েন্দাদের সাথে বৈঠকের পর সংবাদমাধ্যমকে এমন তথ্য জানায়৷
ডিসেম্বরের মধ্যে আরো ১০ হাজার সেনা মস্কো যাওয়ার কথা রয়েছে বলেও জানায় তারা৷
এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী সপ্তাহে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা৷ সেখানে তারা উত্তর কোরিয়া রাশিয়াকে কী ধরনের সহযোগিতা করেছে সে বিষয়ে প্রাপ্ত তথ্যগুলো জানাবে৷
উল্লেখ্য, প্রতিবেশী দেশ রাশিয়া এবং উত্তর কোরিয়া গত দুই বছরে নিজেদের মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক দৃঢ় করেছে৷ গত জুনে এক সামরিক চুক্তি করে দেশ দুটি৷ চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রমণের শিকার হলে অপর রাষ্ট্র আক্রান্ত রাষ্ট্রটিকে সম্ভাব্য সব উপায়ে সামরিক সহযোগিতা প্রদান করবে৷
দক্ষিণ কোরিয়ার গোয়ান্দারা জানায়, আগস্ট ২০২৩ সাল থেকে উত্তর কোরিয়া রাশিয়াতে ১৩ হাজার কন্টেইনার আর্টিলারি, মিসাইল এবং অন্যান্য সাধারণ অস্ত্র পাঠিয়েছে৷
আরআর/এসিবি (এএফপি, রয়টার্স)
উত্তর কোরিয়ার রাজধানীর অপূর্ব ১২টি স্থান
নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেতে পারে না৷ সেখান থেকে সব তথ্য ও ছবিও খুব একটা বাইরে আসে না৷ তাই সমাজতান্ত্রিক দেশটির অনেক কিছুই এখনো অজানা, অদেখা৷ ছবিঘরে দেখুন এতদিনের অদেখা কিছু ছবি.....
ছবি: Kin Cheung/AP Photo/picture alliance
সুন্দর, সুগভীর, সুপরিসর মেট্রো স্টেশন
পুহুং মেট্রো স্টেশনে কয়েকজনের পত্রিকা পড়ার দৃশ্য৷ রাজধানী পিয়ংইয়ংয়ের এই মেট্রো স্টেশনটি বিশ্বের অন্যতম গভীর মেট্রো স্টেশন৷
ছবি: Franck Robichon/dpa/picture alliance
বিজ্ঞানীদের সড়ক
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের মিরায় সায়েন্টিস্টস স্ট্রিট৷ কয়েকদিন আগে এই সড়কটির কাজ শেষ হয়েছে৷ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি এ সড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন৷
ছবি: KCNA/Photoshot/Xinhua/picture alliance
আবাসিক এলাকা
পিয়ংইয়ংয়ের একটি আবাসিক এলাকা৷ ছবিটি গত ১৩ সেপ্টেম্বরের৷
ছবি: Alexander Demianchuk/TASS/dpa/picture alliance
নকল রকেট
উত্তর কোরিয়ার তৈরি উনহা -৩ রকেটের একটি রেপ্লিকা রাখা হয়েছে পিয়ংইয়ংয়ের একটি ভবনে৷ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন৷
ছবি: Wong Maye-E/AP Photo/picture alliance
জাতীয় নেতাদের ভাষ্কর্য
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রয়াত দুই জাতীয় নেতা দ্বিতীয় কিম সুং এবং দ্বিতীয় কিম জং-এর ভাষ্কর্যের সামনে সাধারণ মানুষের ভিড়৷
ছবি: KIM Won Jin/AFP
ওয়াটার পার্ক
গণ প্রজাতন্ত্রী কোরিয়া (ডিপিআরকে), অর্থাৎ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের অন্যতম আকর্ষণ মুনসু ওয়াটার পার্ক৷ ওপরে তারই একটি ছবি৷
ছবি: IMAGO
কম্পিউটার আর রকেট
পিয়ংইয়ংয়ের স্কাই-টেক কমপ্লেক্সের হলঘরে উনহা-৩ রকেটের বিশাল এক রেপ্লিকা৷ রকেটির চার পাশে অনেক কম্পিউটার৷
ছবি: Franck Robichon/dpa/picture alliance
পুনরেকত্রীকরণ তোরণ
পিয়ংইয়ংয়ে আর্চ অব রিইউনিফিকেশন৷ দুই কোরিয়ার এক হওয়ার প্রত্যাশায় তৈরি করা হয়েছে এই তোরণ৷
ছবি: Kin Cheung/AP Photo/picture alliance
১০৫ তলা হোটেল
দূরে যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন, সেটি পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় হোটেল৷ ১০৫ তলা এই হোটেলের ছবিটি তোলা হয়েছিল ২০১৮ সালে৷
ছবি: David Keyton/AP Photo/picture alliance
স্কাই-টেক কমপ্লেক্স
পিয়ংইয়ংয়ের আরেক আকর্ষণ এই স্কাই-টেক কমপ্লেক্স৷
ছবি: Yonhap/picture alliance
কলমের ভাষ্কর্য
স্কাই-টেক কমপ্লেক্স-এর সামনে অন্যরকম এক ভাষ্কর্য- মানুষ বা অন্য কোনো প্রাণীর নয়, ফাউন্টেন পেনের নিবের৷
ছবি: Carl Court/Getty Images
গ্রিনহাউস ফার্ম
পিয়ংইয়ংয়ে সম্প্রতি বিশাল এক গ্রিনহাউসের উদ্বোধন হয়েছে৷ উদ্বোধন করেছেন কিম জং উন স্বয়ং৷