রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে মার্কিন গোয়েন্দারা৷ এ নিয়ে পুটিনকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তবে এই দাবি মানতে নারাজ রাশিয়া৷
বিজ্ঞাপন
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে৷ দেশটির সীমান্তে রুশ বাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে বলে গত কয়েকদিন ধরেই অভিযোগ করে আসছিলেন মার্কিন কর্মকর্তারা৷ এবার গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন রুশ সামরিক বাহিনী ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে পারে, যার প্রমাণ তারা পেয়েছে৷ শুক্রবার গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা এপি৷
ওয়াশিংটন পোস্টের হাতে আসা গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, চারটি স্থানে রাশিয়ার সৈন্য, ট্যাংক ও কামানের সমাবেশ ঘটনোর প্রমাণ পাওয়া গেছে৷ প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমানে ইউক্রেন সীমান্তে ৯৪ হাজার সেনা রয়েছে, যা এক লাখ ৭৫ হাজারে উন্নীত হতে পারে৷
আগামী মাসেই হামলার আশঙ্কা করে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনও৷
পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মধ্যে ফোনালাপের পরিকল্পনা চলছে বলে দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এপি৷
ভ্লাদিমির পুটিনের ভিন্ন রূপ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ছবিঘরে পুটিনের ব্যক্তিত্বের বিভিন্ন দিক ফুটে উঠেছে৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
কেজিবি থেকে ক্রেমলিন
পুটিন সাবেক সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা সংস্থা কেজিবিতে যোগ দেন ১৯৭৫ সালে৷ আশির দশকে তিনি কেজিবি এজেন্ট হিসেবে জার্মানির ড্রেসডেনে কর্মরত ছিলেন৷ বার্লিন ওয়ালের পতনের পর রাশিয়ায় ফিরে গিয়ে বরিস ইয়েলৎসিনের ক্রেমলিনে প্রবেশ করেন তিনি৷ ইয়েলৎসিন তাঁর উত্তরসূরি হিসেবে পুটিনের নাম ঘোষণা করলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়৷
ছবি: picture alliance/dpa/M.Klimentyev
প্রথম প্রেসিডেন্সি
বড় পদে যাওয়ার আগ অবধি রাশিয়ার সাধারণ জনতা পুটিনকে বলতে গেলে চিনতেনই না৷ ১৯৯৯ সালের আগস্টে চেচনিয়ার একদল সশস্ত্র মানুষ রাশিয়ার দাগেস্তান দখল করে নিলে পুটিন লাইম লাইটে আসেন৷ প্রেসিডেন্ট ইয়েলৎসিন তখন তাঁকে চেচনিয়াকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন৷ সেবার বর্ষবরণের আগের রাতে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন ইয়েলৎসিন এবং পুটিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন৷
ছবি: picture alliance/AP Images
গণমাধ্যমে কঠোর পুরুষ
সোচিতে একটি প্রীতি হকি গেমে পুটিনের দল ১৮-৬ গোলে জয়লাভ করে৷ এরমধ্যে আটটি গোলই করেছেন স্বয়ং প্রেসিডেন্ট!
ছবি: picture-alliance/AP/A. Nikolsky
বাকস্বাধীনতায় লাগাম
পুটিন বিরোধীদের এক ব়্যালিতে এভাবে মুখে টেপ লাগিয়ে তার উপরে পুটিন লিখে হাজির হয়েছিলেন এক প্রতিবাদকারী৷ ২০১৩ সালে সেদেশের রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া নোভোস্টিকে সংস্কারের ঘোষণা দেয় ক্রেমলিন এবং সেটির দায়িত্ব উগ্র পশ্চিমাবিরোধী মতের জন্য পরিচিত এক ক্রেমলিনপন্থির হাতে তুলে দেয়া হয়৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম সূচকে ১৭৮টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৮তম৷
ছবি: Getty Images/AFP/V.Maximov
পুটিনের ভাবমূর্তি: কাজে বিশ্বাসী এক ব্যক্তি
রাশিয়ায় অনেকে বিশ্বাস করেন পুটিন কাজে বিশ্বাসী৷ এই ভাবমূর্তি গড়তে গিয়ে গণমাধ্যমে মাঝেমাঝেই ঊর্দ্ধাঙ্গ অনাবৃত ঘৌড়সওয়ারের বেশে বা জুডোতে প্রতিপক্ষকে ধরাশায়ী করার বেশে পুটিনের ছবি প্রকাশ হয়৷ রাশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারায় পুটিনের প্রশংসা করেন অনেকে, পাশাপাশি তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগও রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Nikoskyi
গণতন্ত্রের কণ্ঠরোধ
২০০৭ সালে পুটিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি যখন ব্যাপক ভোটে জয়লাভ করে, তখন সমালোচকরা দাবি করেন, ভোট গ্রহণ প্রক্রিয়া মুক্ত এবং গণতান্ত্রিক ছিল না৷ পুটিনের বিরুদ্ধে গণতন্ত্রণের কণ্ঠরোধে অভিযোগে আয়োজিত এক বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে দাঙ্গা পুলিশ৷ সেই বিক্ষোভ ব়্যালিতে একটি পোস্টারে লেখা ছিল, ‘ধন্যবাদ, না!’
ছবি: Getty Images/AFP/Y.Kadobnov
সাজানো ঘটনা
ক্রাইমিয়ার সেভাস্টোপোলে একটি ছোট সাবমেরিনের মধ্যে দেখা যাচ্ছে পুটিনকে৷ বলা হয়ে থাকে, কৃষ্ণ সাগরের গভীরে তিনি গিয়েছিলেন এই সাবমেরিনে করে৷ এরকম ছবি মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশিত হয়৷ কখনো তিনি বুনো বাঘকে কাবু করেন চেতনানাশক দিয়ে কিংবা ওড়ের বিলুপ্তপ্রায় সারসের সঙ্গে৷ এভাবে এক দুঃসাহসী অভিযাত্রীর বেশে পুটিনকে উপস্থাপন করা হয়৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
7 ছবি1 | 7
রাশিয়া যা বলছে
ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া৷ দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কনস্টান্টিন কসাখেভ রাশিয়ার টিভি চ্যানেল রাশিয়া-২৪ কে বলেছেন, ‘হামলার কোন প্রস্তুতি চলছে না'৷
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন বাইডেনের সঙ্গে আলোচনায় পুটিন ‘রেড লাইনের' কথা পুনর্ব্যাক্ত করবেন৷ সেই সঙ্গে ন্যাটো যাতে ইউক্রেনকে সদস্যপদ না দেয় সেই নিশ্চয়তা চাইবেন৷
তবে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলেনব্যার্গ বলেছেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিবে কি দিবে না তা নিয়ে রাশিয়ার কিছু বলার থাকতে পারে না৷ এদিকে বৃহস্পতিবার সুইডেনেমার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের হুমকির কথা জানিয়েছেন৷ এমন কিছু করা হলেও রাশিয়াও বসে থাকবে না বলে উল্লেখ করেন তিনি৷
পুটিনকে বাইডেনের সতর্কবার্তা
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করলে পুটিনের জন্য তা ‘খুবই, খুবই কঠিন’ পরিণতি হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন৷ রাশিয়ার আগ্রাসন বন্ধে নতুন পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি৷ ‘আমরা দীর্ঘদিন যাবৎ রাশিয়ার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত এবং আমার প্রত্যাশা পুটিনের সঙ্গে (এ নিয়ে) আমাদের দীর্ঘ আলাপ হবে৷’’
ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ না দেয় রাশিয়ার এমন শর্তের প্রেক্ষিতে বাইডেন বলেন ‘‘আমি কারো রেড লাইন মানি না৷’’
এফএস/এডিকে (এপি, এএফপি)
জুলাইর ছবিঘর দেখুন...
ইউক্রেনে সৌদি পর্যটকদের ঢল
২০২০ সালে পুরো বছরে ইউক্রেনে গিয়েছিল মোট চার হাজার পর্যটক৷ এখন প্রতিদিন যায় তিন হাজারেরও বেশি পর্যটক৷ ইউক্রেনের পর্যটন শিল্পে এই সুবাতাস বয়ে এনেছেন সৌদি নাগরিকেরা৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Gleb Garanich/REUTERS
মহামারিতে পর্যটকের ‘মহাপ্লাবন’
ইউক্রেনের অনেক হোটেলে এখন পর্যটকদের জায়গা দেয়াই দায়! পর্যটনে উন্নয়নের জোয়ার কত ব্যাপক তা বোঝা গেল আন্তন তারানেনকোর কথায়৷ রয়টার্সকে তিনি বলেন, ২০২০ সালে ইউক্রেনে এসেছিল মোট চার হাজার পর্যটক, এবার প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার সৌদি নাগরিক আসবেন বলে আশা করা হচ্ছে৷ ওপরের ছবিতে কিয়েভে এক সৌদি নাগরিকের সেল্ফি তোলার মুহূর্ত৷
ছবি: Gleb Garanich/REUTERS
মধ্যপ্রাচ্যের পর্যটকদের ঠিকানা...
করোনা মহামারি শুরুর আগে গ্রীষ্মের প্রচণ্ড গরমে একটু আরাম খুঁজতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক মানুষই ইউরোপে পাড়ি জমাতেন৷ এ মুহূর্তে ইউরোপের অনেক দেশে পর্যটকদের অবাধ যাতায়াতের সুযোগ একেবারেই নেই৷ সেই তুলনায় স্বাস্থ্যবিধির কড়াকড়ি অনেক কম বলে মধ্যপ্রাচ্যের পর্যটকরা এখন ইউক্রেনে যাচ্ছেন৷ ওপরের ছবিতে কিয়েভে ঘুরতে যাওয়া এক কুয়েতি পরিবার৷
ছবি: Gleb Garanich/REUTERS
ইউক্রেনের বিশেষ উদ্যোগ
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত মার্চে আন্তর্জাতিক ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইউক্রেন৷ কঠোর লকডাউনের সুবাদে সংক্রমণ অনেক কমে আসায় জুন থেকে আবার শুরু হয়েছে দেশের ভেতরে এবং বাইরে বিমান চলাচল৷ পাশাপাশি স্বাস্থ্যবিধির কড়াকড়িও অনেক কমানো হয়েছে৷ এখন করোনার পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেই ইউক্রেনে যাওয়া যায়৷ তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের ইউক্রেনে যেতে ভিসাও লাগে না৷
ছবি: Gleb Garanich/REUTERS
তাদের জন্য বিশেষ সেবা
এতদিন পর্যটকদের প্রধান আকর্ষণ ছিল রাজধানী কিয়েভ৷ সাম্প্রতিক সময়ে লভিভ শহরেও যাচ্ছেন অনেকে৷ পর্যটকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পর্যটকদের খুশি করতে নেয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ৷ হালাল খাবার রাখা হচ্ছে সব হোটেলে৷ মেনু কার্ড তৈরি হচ্ছে আরবিতে৷
ছবি: Gleb Garanich/REUTERS
সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইট
নাগরিকদের ইউক্রেন সফর সহজ করতে রিয়াদ থেকে কিয়েভ সরাসরি ফ্লাইট চালু করেছে সৌদি সরকার৷ জুনে এই ফ্লাইট চালুর পর থেকে সৌদি নাগরিকদের ইউক্রেন যাওয়ার হিড়িক আরো বেড়েছে৷ শিগগিরই লভিভ শহর পর্যন্ত বিমান চলাচলের ব্যবস্থাও করবে সৌদি সরকার৷