ইউক্রেনে ২০ হাজার রুশ সেনার মৃত্যু, দাবি অ্যামেরিকার
২ মে ২০২৩
গত ডিসেম্বর থেকে ইউক্রেনে ২০ হাজারের বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে জানালো অ্যামেরিকা। আহত হয়েছেন ৮০ হাজার।
বিজ্ঞাপন
গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ''অর্ধেক মৃত্যু হয়েছে বাখমুত শহর দখল করতে গিয়ে। তারা বেশিরভাগই ওয়াগনার বাহিনীর সদস্য।'' ইউক্রেনে রাশিয়ার সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াগনার বাহিনীও লড়ছে।
গতবছর থেকে রাশিয়া এই ছোট শহর দখল করার চেষ্টা করছে। সেখানে ভয়ংকর লড়াই এখনো চলছে। মস্কো এখন বাখমুতের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। ইউক্রেনের সেনা শহরের পশ্চিমদিকে একটা ছোট এলাকা দখল করে আছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা বাখমুতে যত বেশি সম্ভব রুশ সেনাকে মারতে চাইছেন। তাহলে রাশিয়ায় রিজার্ভে থাকা সেনাদলে টান পড়বে।
কিরবি বলেছেন, ''রাশিয়া বাখমুত দখল করে ডনবাসে ব্যাপক আক্রমণ চালাবার পরিকল্পনা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের হিসাব, ডিসেম্বর থেকে রাশিয়ার এক লাখ সেনা হতাহত হয়েছেন। তার মধ্যে মৃতের সংখ্যা ২০ হাজার।''
ইউক্রেনে নতুন কৌশলে আক্রমণ রাশিয়ার
ইউক্রেনের বাখমুত ঘিরে তুমুল লড়াই হচ্ছে। রাশিয়া এবার এই লড়াইয়ে নতুন কৌশল নিয়েছে।
ছবি: Genya Savilov/AFP
কী কৌশল রাশিয়ার?
এই কৌশলের নাম 'স্করচড আর্থ ট্যাকটিক্স'। সংক্ষেপে বলতে গেলে এই কৌশল হলো, রাশিয়ার সেনাবাহিনী সমানে গোলাবর্ষণ করে যাচ্ছে। আর যুদ্ধবিমানগুলি একের পর এক বোমা ফেলছে। আক্রমণ করছে।
ছবি: Genya Savilov/AFP
পরিস্থিতি কঠিন
ইউক্রেনের সেনাকর্তারা স্বীকার করছেন, পরিস্থিতি কঠিন, তবে নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ইউক্রেনের সেনাও মাটি কামড়ে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। রাশিয়া এর আগে সিরিয়ায় এই কৌশলে আক্রমণ শানিয়েছিল।
ছবি: Oleksandr Klymenko/REUTERS
বাখমুতে লড়াই চলছে
বাখমুতে রাশিয়ার এই ভয়ংকর আক্রমণ সত্ত্বেও লড়াই করে যাচ্ছে ইউক্রেনের সেনা। তারা এখনো রাশিয়ার সেনাকে শহরের দখল নিতে দেয়নি।
ছবি: Oleksandr Klymenko/REUTERS
পশ্চিম বাখমুতে আক্রমণ
ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সেনা পশ্চিম বাখমুতে সমানে আক্রমণ করে যাচ্ছে। মস্কো এখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে। তারা ওয়াগনার বাহিনীকে একটু বিশ্রাম দিতে চায়।
ছবি: Muhammed Enes Yildirim/AA/picture alliance
রাশিয়ার দাবি
দনেৎস্কে রাশিয়ার নিয়োগ করা প্রশাসনিক প্রধান সোমবার একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, রাশিয়া দনেৎস্কে অনেকখানি এগিয়েছে। রাশিয়াও দাবি করছে, বাখমুতে তারা এগোতে পেরেছে। কিন্তু ইউক্রেন এই দাবি মানতে রাজি নয়। উপরের ছবিতে বাখমুতে ইউক্রেনের সেনা।
ছবি: Muhammed Enes Yildirim/AA/picture alliance
বাখমুত প্রায় ধ্বংসস্তূপ
বাখমুতে রাশিয়ার আক্রমণে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উপরের ছবিতে বাখমুতে ইউক্রেনের সেনা রাশিয়ার সেনাকে লক্ষ্য করে গোলা ছুঁড়ছে।
ছবি: Muhammed Enes Yildirim/AA/picture alliance
বন্দিবিনিময়
ইউক্রেন ও রাশিয়া বন্দিবিনিময় করেছে। ইউক্রেন রাশিয়ার ১০৬ জন সেনাকে মুক্তি দিয়েছে। বিনিময়ে রাশিয়াও ইউক্রেনের একশ সেনাকে মুক্তি দিয়েছে। ছবিতে গত মার্চে ইউক্রেনের মুক্ত সেনারা।
ছবি: UKRAINIAN ARMED FORCES/REUTERS
7 ছবি1 | 7
কিরবির বক্তব্য, ''রাশিয়া যে আক্রমণ করার চেষ্টায় ছিল, তা ব্যর্থ হয়েছে। তাদের বিপুল ক্ষতি হয়েছে। প্রচণ্ড লড়াই হয়েছে। আমি ইউক্রেনের ক্ষতির হিসাব দিচ্ছি না। কারণ, তারা রাশিয়ার আক্রমণ প্রতিহত করছে।''
ওয়াগনার বাহিনী নিয়ে
ওয়াগনার হলো অ-সরকারি সেনা, মূলত শাস্তিপ্রাপ্ত অপরাধীদের নিয়ে এই বাহিনী তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে তারা খুবই দক্ষ, একইসঙ্গে নির্মম। তারাই বাখমুতের অনেকটা দখল করতে পেরেছে। সেই ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোঝিন সম্প্রতি এক রুশ ব্লগারকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি তাকে গুলিগোলা দিয়ে সাহায্য না করে, তাহলে তিনি বাখমুত থেকে বাহিনী সরিয়ে নেবেন। তাদের তিনি মালিতে পাঠিয়ে দেবেন।
চুম্বন, আলিঙ্গনে প্রিয়জনকে বিদায় রুশ কনস্ক্রিপ্টসদের
১৮ থেকে ২৭ বছর বয়সী তরুণদের (কনস্ক্রিপ্টস বা সংরক্ষিত বাহিনীর সেনা) বাধ্যতামূলকভাবে বাহিনীতে যোগ দেয়ার নিয়ম রয়েছে। চোখের জলে, চুম্বনে প্রিয়জনকে বিদায় জানাচ্ছে পরিবার। আবেগঘন মুহূর্তের ঝলক রইল ছবিঘরে।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
বিদায় চুম্বন
ইউক্রেন আগ্রাসনের প্রেক্ষিতে যুদ্ধে যোগ দিতে প্রথম ব্যাচের রুশ কনস্ক্রিপ্টসরা ব্যাগ গোছানোর জন্য কয়েক ঘণ্টা সময় পেয়েছিলেন বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছিল। এই ছবিতে দেখা যাচ্ছে, ক্রিমিয়ার সেবাস্তোপোলে ট্রেনের জানলার ধারে বসে এক তরুণ। কাচের জানলার ওপারে থাকা প্রিয়জন চুম্বন করছে তাকে। কিন্তু মাঝে জানলার ব্যবধানটি স্পষ্ট।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
অনিচ্ছা?
ক্রিমিয়ার সেবাস্তপোলে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তরুণরা। সামরিক পোশাক পরা এক তরুণের চোখেমুখে অনিচ্ছা ফুটে উঠেছে যেন। অনেক রুশ তরুণের মতো সেও কি যুদ্ধে যোগ দিতে চায় না? সংরক্ষিত বাহিনীতে ডাক পড়ার ভয়ে রুশ তরুণরা দলে দলে দেশ ছাড়ছেন, এমন খবরকে ‘অতিরঞ্জিত' বলে দাবি করেন ক্রেমলিনের মুখপাত্র৷
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
সামরিক বাহিনীতে যোগ
সামরিক ঘাঁটিতে রওনা দিচ্ছেন সংরক্ষিত বাহিনীর তরুণ সদস্যরা। কিন্তু একদল এই তরুণদের হতাশ মুখগুলি দেখে স্পষ্ট, প্রিয়জনকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা ভুলতে পারছেন না তারা। যে সব পুরুষ সম্প্রতি সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন, মূলত তাদেরই কনস্ক্রিপটসে তলব করা হয়েছে দাবি করেছে ক্রেমলিন।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
সন্তানকে আদর
রাশিয়ান পেনশনভোগী, প্রতিবন্ধী পুরুষ এবং সামরিক প্রশিক্ষণ বা এমনকি যুদ্ধের অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিরা পর্যন্ত ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে কাজ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বা কনস্ক্রিপশন নোটিশ পেয়েছেন। ছবির এই ব্যক্তি মমতাভরে খুদে সদস্যকে আদর করছেন, জড়িয়ে রেখেছেন পরিবারের অন্য় সদস্য়কেও। আদৌ কি যুদ্ধে যোগ দিতে চান তিনি?
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
বিদায় আলিঙ্গন
বাহিনীকে চাঙ্গা করতে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তিন লাখ রুশ তরুণকে যুদ্ধের জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে যুদ্ধক্ষেত্রে প্রিয়জনকে ছাড়তে চাইছেন না কেউ কেউ। স্টেশনে এসেও সামরিক পোশাক পরা ওই তরুণকে জড়িয়ে ধরেছেন পরিবারের এই নারী সদস্য।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
ভিড় স্টেশনে
রাশিয়ার প্রায় সব পরিবারেই এক বা একাধিক সদস্যের নাম সামরিক বাহিনীর সদস্য হিসেবে নথিভুক্ত করা থাকে৷ এর প্রেক্ষিতে দলে দলে রুশ তরুণ সামরিক বাহিনীতে যোগদান করতে যাচ্ছেন। স্টেশনে তাই ভিড়। প্রিয়জনকে বিদায় জানাতে এসেছেন পরিবারের সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রেরও ডাক পড়ায় ধারণা করা হচ্ছে তিন লাখ নয়, আসলে ১০ লাখ মানুষকে যুদ্ধে পাঠাতে চায় পুটিনের সরকার৷
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
হাসিমুখে বিদায়
প্রিয়জনকে আশ্বাস দিতেই ট্রেনের জানলার ওপার থেকে হাসছেন এক তরুণ। জানলার ওপারে পরিবারের এক নারী দুটি হাত যেন তাকে আগলে রাখতে চাইছেন।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
মন্ত্রোচ্চারণ ধর্মযাজকের
একজন রক্ষণশীল ধর্মযাজক স্থানীয় রেলওয়ে স্টেশনে নিয়োগপ্রাপ্তদের উপর পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন। যাজকের বিশ্বাস, এর ফলে সংরক্ষিত বাহিনী কোনো বিপদে পড়বেন না।
ছবি: ALEXEY PAVLISHAK/REUTERS
8 ছবি1 | 8
ওয়াগনার-কর্তা বলেছেন, রাশিয়া তার নাগরিকদের কাছে মিথ্যা কথা বলছে। মানুষকে যা সত্যি তা বলা উচিত। তিনি ইউক্রেনের সেনাকে প্রশংসা করে বলেছেন, তারা ঠিক কৌশল নিচ্ছে।
ইউক্রেনের এক সেনা কর্তা বলেছেন, বাখমুতে তারা পাল্টা আক্রমণ করে কিছু জায়গা থেকে রুশ সেনাদের হঠাতে পেরেছেন। তবে পরিস্থিতি এখনো বেশ কঠিন।