চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে কথা বললেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনি।
বিজ্ঞাপন
মেলোনির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইটালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।
গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেছেন মেনোলি।
মেলোনি যা বলেছেন
সোমবার মেলোনি ও শি জিনপিংয়ের মধ্য়ে বৈঠক হয়েছে। মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই মাসের গোড়ায় চীনের উদ্য়োগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করবে।
ইটালির জি৭ শীর্ষবৈঠকে গুরুত্ব পাবে ইউক্রেন, গাজা, অভিবাসন
ইটালির পুলিয়াতে শুরু হচ্ছে জি৭ দেশগুলির শীর্ষ বৈঠক। আলোচনায় প্রাধান্য পাবে ইউক্রেন, গাজা, অভিবাসন।
ছবি: Piero Cruciatti/AFP/Getty Images
শীর্যবৈঠক হবে এই রিসর্টে
দক্ষিণ ইটালির পুলিয়ার বোরগো এগনাজিয়া রিসর্টে হবে এই শীর্ষবৈঠক। জি৭ দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও ক্যানাডার রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। এছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসাবে থাকবেন পোপ এবং ভারত, ইউক্রেন, তুরস্ক, সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট।
ছবি: Dreamstime Djpillow/Panthermedia/IMAGO
আলোচনার বিষয়
এবার জি৭ বৈঠকে আলোচনার প্রধান বিষয় হলো ইউক্রেন, গাজা ও অভিবাসন। কর্মসূচিতে ইউক্রেনের বিষয়টি একেবারে উপরের দিকে আছে। জেলেনস্কিও বৈঠকে যোগ দিচ্ছেন। পশ্চিমা দেশগুলির কাছে তিনি আরো সাহায্য চাইতে পারেন। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকের ফ্রিজ করে রাখা ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের সুদ থেকে কিয়েভকে সাহায্য করার বিষয়টি নিয়েও সিদ্ধান্ত হতে পারে।
ছবি: Italy Photo Press/IMAGO
ইটালির প্রধানমন্ত্রীর বক্তব্য
ইটালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, ''আমরা জি৭ শীর্ষবৈঠকের আয়োজন করতে পেরে গর্বিত। আর ইউরোপের মধ্যে আমাদের সরকারই এখন সবচেয়ে শক্তিশালী।'' সদ্যসমাপ্ত ইইউ নির্বাচনে মেলোনির দল খুব ভালো ফল করেছে। মাক্রোঁ, শলৎসের দল করেনি। যুক্তরাজ্যে সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী সুনাকও আসন্ন নির্বাচনে হারতে পারেন। এই শীর্ষবৈঠককে সামনে রেখে তার সাফল্যের বিষয়টিও তুলে ধরতে চান মেলোনি।
ছবি: Elisa Gestri/Sipa USA/picture alliance
বাইডেন পৌঁছে গেছেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইটালিতে পৌঁছে গেছেন। বাইডেনকেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হবে। বাইডেন বিশেষভাবে আগ্রহী গাজায় যুদ্ধবিরতি নিয়ে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ অনুমোদন করেছে। জি৭ সদস্য দেশগুলিও চাইবে, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিক ইসরায়েল ও হামাস।
ছবি: Mandel Ngan/AFP/Getty Images
জেলেনস্কি বিশেষ আমন্ত্রিত
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশেষ আমন্ত্রিত হিসাবে বৈঠকে থাকবেন। জেলেনস্কি ইউক্রেনের জন্য আরো দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ ও এয়ার ডিফেন্স সিস্টেম চান। ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দেয়া ও রাশিয়ার ব্যাংকের বাজেয়াপ্ত অর্থের সুদ থেকে তা পরিশোধ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
ছবি: Ebrahim Noroozi/AP/picture alliance
শলৎস যা চান
ইউক্রেনে সামরিক প্রশিক্ষক ও পরিকল্পনাকারদের পাঠানোর বিষয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের কোনো আপত্তি নেই। কিন্তু জার্মানির চ্যান্সেলর শলৎস এর তীব্র বিরোধী। যুক্তরাষ্ট্র ও ইটালিও এই প্রস্তাবের বিরোধী। শলৎস চান, যুদ্ধের পর কীভাবে ইউক্রেনকে গড়ে তোলা হবে, সেই বিষয়ে নিজেদের রায় দিক জি৭ দেশগুলি।
ছবি: Annegret Hilse/Reuters/AP/picture alliance
মোদী যোগ দিচ্ছেন
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরই ইটালিতে জি৭ শীর্ষবৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদী। ভারতকে বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসাবে ডাকা হয়েছে। মোদী ২৪ ঘণ্টার সফরে ইটালি যাচ্ছেন। জি৭ সম্মেলনের পর শীর্ষনেতারা সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে যোগ দেবেন। সেখানে মোদী থাকছেন না। তবে আগামী মাসে এসসিও সম্মেলনে যোগ দিতে তার কাজাখস্তান যাওয়ার কথা আছে।
ছবি: Sipa USA/picture alliance
নিরাপত্তা ব্যবস্থা
দক্ষিণ ইটালির উপকূলবর্তী পুলিয়া পর্যটকদের পছন্দের জায়গা। সেখানে এই জি৭ বৈঠক নিয়ে সাজ সাজ রব। বিশেষ করে এতজন ভিভিআইপি-র নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত কাজ করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিরাপত্তা বাহিনী বারবার করে ঘুরে দেখছে, সবকিছু ঠিক আছে কিনা।
ছবি: Alessandro Garofalo/REUTERS
8 ছবি1 | 8
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলি এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। অ্যামেরিকাও জানিয়েছে, বেজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।
এই পরিপ্রেক্ষিতে মেলোনি শি-কে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে,. চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।
শি ইটালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই পক্ষই পারষ্পরিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।
মেলোনির অফিস জানিয়েছে, দুই পক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।