1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেন: চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

৭ মার্চ ২০২২

ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সাধারণ মানুষ যাতে শহর ছাড়তে পারে, তার জন্যই যুদ্ধবিরতি ঘোষণা।

ইউক্রেন
ছবি: Emilio Morenatti/AP/picture alliance

অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। কিয়েভ, খারকিভ, মারিউপল এবং সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। চারটি শহরেই গত কয়েকদিন ধরে লাগাতার লড়াই চলছিল। বোমা এবং গোলাবর্ষণ করছিল রাশিয়া।

বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, সাধারণ মানুষকে পালানোর সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না রাশিয়া। শুধু তা-ই নয়, সুমিতে এখনো আটকে বহু পড়ুয়া, তার মধ্যে প্রচুর ভারতীয়ও আছে। ফলে ভারতের তরফেও রাশিয়াকে বার বার সেখানে ছাত্রছাত্রীদের জন্য সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার আবেদন জানানো হচ্ছিল। অবশেষে রাশিয়া তাতে সম্মত হলো। চারটি শহরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে দ্রুত চলে যাওয়ার কথা বলা হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হলেই রাশিয়া চূড়ান্ত শক্তি দিয়ে কিয়েভ আক্রমণ করবে বলে তারা আশঙ্কা করছে। তবে ইউক্রেনও তা প্রতিহত করার জন্য তৈরি বলে দাবি করা হয়েছে।

সোমবার মস্কো জানিয়েছে, রাশিয়ার সময় সকাল ১০টা থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হবে। তার মধ্যে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। বস্তুত, ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর অনুরোধ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স দাবি করেছে।

এর আগে শনিবারও যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু ইউক্রেনের দাবি, রাশিয়া তা পালন করেনি। অন্যদিকে, এদিনই রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির আলোচনায় বসার কথা। এর আগেও তারা আলোচনায় বসেছিল কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, ইন্টারফ্যাক্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ