1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের ফেরার নির্দেশ

২৪ জানুয়ারি ২০২২

ইউক্রেনে মার্কিন দূতাবাসকর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দিল অ্যামেরিকা। মার্কিন নাগরিকদেরও ফেরার অনুরোধ করা হয়েছে।

ইউক্রেন
ছবি: Stringer/Sputnik/dpa/picture alliance

যে কোনো মুহূর্তে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালাতে পারে। ফলে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছেড়ে চলে আসার অনুরোধ জানিয়েছে মার্কিন প্রশাসন। তাদের ওয়েবসাইটে রোববার এই নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যেন দেশে ফিরে আসেন। কোনোভাবেই যেন তারা ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে পর্যটন না করেন। ক্রিমিয়ার দিকেও যেন তারা না যান। দূতাবাসকর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীরাও চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে। একইসঙ্গে ইউক্রেনে যাতে এই সময় কোনো মার্কিন নাগরিক ভ্রমণে না যায়, তার জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, এই নির্দেশিকা জারি করে অ্যামেরিকা রাশিয়ার উপর আরো একটু চাপ বাড়ানোর চেষ্টা করেছে। বস্তুত, রোববার রাতে আরো একটি নির্দেশিকা জারি করেছে মার্কিন প্রশাসন। সেখানে রাশিয়া ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি জারি হয়েছে। যে মার্কিন নাগরিকরা রাশিয়ায় আছেন, তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত অঞ্চলে যেতে নিষেধ করা হয়েছে।

বাস্তব পরিস্থিতি

পশ্চিমা দেশগুলির বক্তব্য, রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে। যে কোনো সময় তারা ইউক্রেন আক্রমণ করতে পারে। রাশিয়া চেষ্টা করছে, ইউক্রেনে রাশিয়পন্থি পুতুল শাসক প্রতিষ্ঠা করার। যদিও রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

আক্রমণ না চালালেও রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে। দুই দেশের মধ্যে চূড়ান্ত সংঘাতের আবহাওয়া তৈরি হয়ে আছে। পশ্চিমা দেশগুলি এবং অ্যামেরিকা ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। রাশিয়াকে সেনা সরানোর হুমকিও দেওয়া হচ্ছে বার বার।

এসজি/জিএইচ (এএপপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ