1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিজাপান

ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের ডাক দিলো জি-সেভেন

১৮ এপ্রিল ২০২৩

দুই দিনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের শেষে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিলো জি-সেভেন৷ চীনের সামরিক আস্ফালন সম্পর্কেও সতর্কবার্তা দিলেন তাঁরা৷ বিশ্বের অন্যান্য চলমান সংকট সম্পর্কেও অবস্থান নিয়েছে এই গোষ্ঠী৷

ছবি: Martin Meissner/AP Photo/picture alliance

শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলির গোষ্ঠী জি-সেভেন রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিলো৷ জাপানে দুই দিনের সম্মেলনের শেষে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করে সেগুলি ‘পুরোপুরি' কার্যকর করার অঙ্গীকার করলেন৷ ইউক্রেনের উপর হামলার শাস্তি হিসেবে এই সব নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া ও অন্যান্য দেশ যে সব কৌশল অবলম্বন করছে, সেই উদ্যোগ বানচাল করতে জি-সেভেন উপযুক্ত পদক্ষেপ নেবার পরিকল্পনা করছে৷ যৌথ বিবৃতিতে ‘থার্ড পার্টি' বা অন্যান্য দেশ বা প্রতিষ্ঠানগুলিকে সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে৷ সরাসরি নাম না করেও চীন যাতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করে, সে বিষয়ে বিশেষভাবে সাবধান করে দেওয়া হয়েছে৷ তবে সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞার ঘোষণা করা হয় নি৷

জি-সেভেন গোষ্ঠী সরাসরি রাশিয়ার উদ্দেশ্যে অবিলম্বে ও বিনা শর্তে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের ডাক দিয়েছে৷ পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি এবং বেলারুশে ‘ট্যাকটিকাল' পরমাণু অস্ত্র মোতায়েনেরও নিন্দা করেন গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা৷ মস্কো যদি রাসায়নিক, জৈব বা পরমাণু অস্ত্র প্রয়োগ করে, তার পরিণতি ভয়াবহ হবে তাঁরা সতর্ক করে দেন৷

রাশিয়াকে সরাসরি সতর্ক করে দিলেও চীনের ক্ষেত্রে কিছুটা সংযত ভাষা বেছে নিয়েছেন জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা৷ দক্ষিণ চীন সাগরে ‘সামরিকীকরণ' সংক্রান্ত কার্যকলাপ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ-র সাম্প্রতিক মন্তব্য সত্ত্বেও তাইওয়ান সংক্রান্ত নীতি অপরিবর্তিত থাকছে বলে তাঁরা মনে করিয়ে দেন৷ চীন যেভাবে কোনো স্বচ্ছতা ছাড়া পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ এবং মানানসই ক্ষেপণাস্ত্র তৈরি করছে, সেই মনোভাবের সমালোচনা করেছে জি-সেভেন৷ সেইসঙ্গে সরাসরি চীনের নাম করেও ‘অর্থনৈতিক জবরদস্তি' মোকাবিলার অঙ্গীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা৷ রাজনৈতিক উদ্দেশ্যে আমদানি ও রপ্তানি সংক্রান্ত নিয়মকে হাতিয়ার করার তীব্র বিরোধিতা করেন তাঁরা৷

বিশ্বের অন্যান্য কিছু চলমান সংকট সম্পর্কেও জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীরা বক্তব্য রেখেছেন৷ উত্তর কোরিয়ার উদ্দেশ্যে নতুন পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ থেকে বিরত রাখার ডাক দিয়েছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ক্যানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা৷ সুদানে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার ডাক দিয়েছেন তাঁরা৷ তালেবানের উদ্দেশ্যে আফগানিস্তানে নারীদের উপর নানা বৈষম্যমূলক বাধা পুরোপুরি তুলে নেবার দাবি জানিয়েছে জি-সেভেন৷

আগামী মে মাসে হিরোশিমায় জি-সেভেন শীর্ষ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পরমাণু নিরস্ত্রীকরণ ও পরমাণু অস্ত্র প্রসার রোধের বিষয়দুটিকে বিশেষ গুরুত্ব দিতে চান৷ তবে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সেই উদ্যোগ যে কঠিন, সেই বাস্তবও কার্যত মেনে নিচ্ছে এই গোষ্ঠী৷ এ ক্ষেত্রে কমপক্ষে স্বচ্ছতা হাসিল করতে চায় জাপান৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ