1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘ইউক্রেন নিয়ে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্তের মুখে ইইউ’’

১২ জুন ২০২২

ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ‘ঐতিহাসিক' সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে, এমনটাই জানালেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন৷

ফন ডেয়ার লাইয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন
ফন ডেয়ার লাইয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেনছবি: Natacha Pisarenko/AP Photo/picture alliance

ইউক্রেনের রাজধানীকিয়েভে গিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রধান৷ শনিবার ফন ডেয়ার লাইয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন৷ কিয়েভ থেকে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২৩ এবং ২৪ জুনের শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত'-এর মুখোমুখি হতে হবে৷ ইউক্রেনকে ইইউ-র সদস্যপদ দেয়া হবে কি না তা নিয়ে জোটের সিদ্ধান্ত তখন জানা যাবে৷

‘‘আমি আশা করি ২০ বছর পর, যখন আমরা পিছনে ফিরে তাকাব, তখন বলতে পারব যে আমরা ঠিক সিদ্ধান্তটি নিয়েছিলাম,'' যোগ করেন ফন ডেয়ার লাইয়েন৷

ইউক্রেনে রুশ হামলার শুরুর পর এটা উরসুলার দ্বিতীয় কিয়েভ সফর৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠকের কারণে কিয়েভে গিয়েছিলেন তিনি৷ সাংবাদিকদের তিনি জানান, ইইউ-র শীর্ষ সম্মেলনের পর জুনের শেষে এই চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য৷ একটি ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে হবে৷ তবে বিশেষজ্ঞদের মত, ইইউ-র সদস্য দেশগুলি ইউক্রেনের আবেদনে সম্মতি জানালেও ইউক্রেনকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে৷

মহাকাশ স্টেশনেও ইউক্রেন যুদ্ধের প্রভাব!

04:00

This browser does not support the video element.

জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের সদস্যপদ ও আবেদন নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান৷ ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ৷

ইউরোপীয় কমিশনের প্রধান আগামী সপ্তাহের মধ্যে রুশ হামলার মুখে পড়া দেশটির ইইউ সদস্যপদের আবেদনের ব্যাপারে তার মতামত প্রকাশ করতে চান৷ গত কয়েক বছরে ইউক্রেন অনেক কিছু অর্জন করেছে বলে মনে করেন তিনি৷ আবার অনেক কিছু বাকিও রয়ে গিয়েছে৷

উরসুলার কথায়, ‘‘আমাদের সুপারিশে এসবের সতর্কভাবে প্রতিফলন ঘটবে৷''

আরকেসি/এআই (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ