1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন নিয়ে নরম সুর

৮ মে ২০১৪

রাশিয়া, ইউক্রেনের সরকার, পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী – সব পক্ষই সংলাপ ও আপোশের ইঙ্গিত দিচ্ছে৷ জার্মানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে৷

Bildergalerie Ostukraine 06.05.2014 Slowjansk
ছবি: Vasily Maximov/AFP/Getty Images

ইউক্রেন সংকটের ক্ষেত্রে মস্কোর সুর আচমকা নরম হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার মস্কোয় নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ওএসসিই-র প্রধান দিদিয়ে বুর্কহাল্টার-এর সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীদের স্বাধীনতার প্রশ্নে আগামী রবিবার পরিকল্পিত গণভোট আয়োজন এই মুহূর্তে মুলতুবি রাখার ডাক দিয়েছেন৷ বিদ্রোহীরা অবশ্য জানিয়ে দিয়েছে, যে দুটি প্রদেশে গণভোট অনুষ্ঠিত হবে৷ সেইসঙ্গে পুটিন এও জানিয়েছেন যে, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সৈন্য প্রত্যাহার করা হয়েছে৷ প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, মস্কো চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত৷ তবে তার আগে দেশের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করতে হবে৷ সেইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংলাপের পূর্বশর্তও জুড়ে দিয়েছে রুশ সরকার৷

সংকট কাটাতে সংলাপের কথা বলছে ইউক্রেনের সরকার ও পূবের বিচ্ছিন্নতাবাদীরাও৷ তবে সরাসরি ‘সন্ত্রাসবাদী'-দের সঙ্গে নয়, পূর্বাঞ্চলের রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চায় কিয়েভ সরকার৷ তবে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালু থাকবে৷ এদিকে এক বিচ্ছিন্নতাবাদী নেতা রুশ টেলিভিশনে বলেছেন, তাঁরাও ইউক্রেনের সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী৷

ইউক্রেন সংকটের ক্ষেত্রে পুটিনের সাম্প্রতিক গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার৷ তবে মস্কোয় যা আলোচনা হয়েছে, অবিলম্বে তা কার্যকর করা প্রয়োজন৷ স্টাইনমায়ার আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বটে, তবে আরও হিংসা এড়াতে ও ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ যাতে পুরোপুরি হারিয়ে না যায়, তা নিশ্চিত করার সময় এখনো ফুরিয়ে যায়নি৷

ইউক্রেন দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কিনা, পুটিনের সর্বশেষ বক্তব্য সত্ত্বেও তা নিয়ে সংশয় রয়ে গেছেছবি: Reuters/Alexei Nikolskyi/RIA Novosti

ক্রাইমিয়া আগেই হাতছাড়া হয়ে গেছে৷ রুশপন্থি বিদ্রোহীদের তৎপরতার ফলে শেষ পর্যন্ত ইউক্রেন এবার দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কিনা, পুটিনের সর্বশেষ বক্তব্য সত্ত্বেও তা নিয়ে সংশয় রয়ে গেছে৷ এক সমীক্ষা অনুযায়ী ইউক্রেনের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে আগ্রহী৷ এমনকি পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষী মানুষের মধ্যেও প্রায় ৫৮ শতাংশ দেশ বিভাজনের বিপক্ষে৷ ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার গত ৫ থেকে ২৩শে এপ্রিল এই সমীক্ষা পরিচালনা করেছিল৷

এমন এক দিনেও উত্তেজনা পুরোপুরি কাটেনি৷ পুটিন ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের কথা বললেও ন্যাটোর প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, তিনি তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ‘অন্ধ' হিসেবে বর্ণনা করেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ