1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন প্রসঙ্গে ম্যার্কেল-পুটিন

২ মে ২০১৪

বৃহস্পতিবার টেলিফোনে জার্মান চ্যান্সেলর ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে৷ ম্যার্কেল অপহৃত পর্যবেক্ষকদের মুক্তির চেষ্টা চালাচ্ছেন৷ পুটিন ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের ডাক দিয়েছেন৷

ছবি: Imago

শেষ পর্যন্ত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে সরাসরি হস্তক্ষেপ করতে হলো৷ বৃহস্পতিবার তিনি টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলেন৷ ইউক্রেনের পূর্বে আটক নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ওএসসিই-র পর্যবেক্ষদের মুক্তির জন্য ম্যার্কেল পুটিনকে আরও উদ্যোগ নেওয়ার ও প্রভাব খাটানোর ডাক দেন৷ বিশেষ করে ওএসসিই-র সদস্য দেশ হিসেবে এক্ষেত্রে রাশিয়ার দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তিনি৷ ইউক্রেনের সংকটের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে ওএসসিই কতটা সহায়ক হতে পারে, ম্যার্কেল সেই সম্ভাবনার কথাও তুলে ধরেন৷ আগামী ২৫শে মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে৷

প্রায় এক সপ্তাহ ধরে রুশপন্থি মিলিশিয়া বাহিনীর হাতে আটক রয়েছেন ওএসসিই-র সাতজন সামরিক পর্যবেক্ষক, যাঁদের মধ্যে চারজন জার্মান নাগরিক৷ গত মঙ্গলবার পুটিন টেলিভিশনে তাঁদের দ্রুত মুক্তির আশা প্রকাশ করেছিলেন৷ তবে কার্যক্ষেত্রে কিছু ঘটেনি৷ মিলিশিয়া বাহিনীর নেতা বলেছেন, ‘টেকনিকাল কারণে' তাঁদের মুক্তিতে বিলম্ব ঘটছে৷

বৃহস্পতিবার আঙ্গেলা ম্যার্কেল টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে কথা বলেনছবি: Alexey Nikolsky/AFP/Getty Images

ম্যার্কেলের সঙ্গে টেলিফোন সংলাপে পুটিন হিংসা বন্ধ করতে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের প্রতি জোর দিয়েছেন৷ তাঁর মতে, সে দেশের সংবিধান সংস্কারের অঙ্গ হিসেবে জাতীয় স্তরে সংলাপের জন্যও এটা জরুরি৷ তবে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেশের জাতীয় ঐক্য ও অখণ্ডতার প্রশ্নে যে গণভোট আয়োজনের প্রস্তাব রেখেছেন, তার তীব্র সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রেসিডেন্ট নির্বাচনের দিনেই এই গণভোট আয়োজনের প্রস্তাব রয়েছে৷ এদিকে বিদ্রোহীরা ১১ই মে ইউক্রেনের পূর্বাঞ্চলে আলাদা গণভোট আয়োজনের উদ্যোগ নিচ্ছে৷

এদিকে ইউক্রেনের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জরুরি ভিত্তিতে ১,৭০০ কোটি ডলার অনুমোদন করেছে৷ আইএমএফ অবশ্য আর্থিক সহায়তার কিছু ভরতুকি বন্ধ করার পূর্বশর্ত চাপিয়েছে৷ এর মধ্যে ৩২০ কোটি ডলার অবিলম্বে হস্তান্তর করা হবে৷ ফলে রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানির বকেয়া প্রায় ৩৫০ কোটি ডলার মেটাতেও সক্ষম হবে ইউক্রেন৷ বিল না মেটালে ইউক্রেনকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবার হুমকি দিয়েছে গাসপ্রম৷ এমনটা করলে পশ্চিম ইউরোপের দেশগুলির জন্য গ্যাস সরবরাহও বন্ধ হয়ে যাবে৷ শুক্রবারই পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-য় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ