1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন নিয়ে পালটাপালটি অভিযোগ

৮ এপ্রিল ২০১৪

ইউক্রেন নিয়ে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে আবারো শুরু হয়েছে বাকযুদ্ধ৷ থেমে নেই শক্তির প্রদর্শনীও৷ এরই মধ্যে রুশপন্থিরা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ককে স্বাধীন ঘোষণা করেছে৷

Ukraine prorussische Aktivisten besetzen Gebäude in Donetsk
ছবি: DW/K. Oganesyan

সপ্তাহান্তে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক, খারকিভ ও লুগানস্ক শহরের কয়েকটি সরকারি ভবন দখল করে নেয় রুশপন্থিরা৷ পরে দোনেৎস্ককে তারা স্বাধীন ঘোষণা করে সেখানে সৈন্য পাঠানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের প্রতি আহ্বান জানায়৷

ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেছেন, যারা ভবন দখলের কাজে লিপ্ত তাদের ‘সন্ত্রাসী' হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ ইতিমধ্যে খারকিভে অভিযান চালিয়ে ৭০ জন ‘বিচ্ছিন্নতাবাদী'-কে গ্রেপ্তার করা হয়েছে বলে নিজের ফেসবুক পেজে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী৷

এদিকে যুক্তরাষ্ট্র মনে করছে ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্থিরতা সৃষ্টির জন্য রাশিয়া দায়ী৷ হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, ভবন দখলের সঙ্গে যারা জড়িত, তাদের অনেকেই ঐ অঞ্চলে বাস করে না এবং তাদের অর্থের বিনিময়ে কাজে লাগানো হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে৷ তিনি ইউক্রেনে ‘অস্থিরতা' তৈরির চেষ্টা থেকে রাশিয়াকে বিরত থাকার আহ্বান জানান৷ নইলে আর্থিক নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও হুমকি দেন৷

রাশিয়া যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে৷ মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যদি পূর্বাঞ্চলে শক্তি প্রয়োগ করে, তবে তা গৃহযুদ্ধের দিকে রূপ নিতে পারে৷

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মনে করেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের অধিবাসীরা যে দাবি জানাচ্ছে ভাষাগত, সাংস্কৃতিক ও সামাজিক-অর্থনৈতিক কারণে সেটা বৈধ৷ শক্তি প্রয়োগ করে তাঁদের (অধিবাসীদের) এই দাবির প্রতি প্রতিক্রিয়া জানানো ইউক্রেনের অবশ্যই উচিত নয় বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী৷

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়, ইউক্রেন মার্কিন বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দিয়েছে যারা ইউক্রেনের বিশেষ বাহিনীর পোশাক পরে কাজ করছে৷ ঐ নিরাপত্তা কর্মীরা ‘গ্রেস্টোন লিমিটেড' সংস্থার বলেও বিবৃতিতে দাবি করা হয়৷

এদিকে ইউক্রেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ন্যাটো মহাসচিব আন্ডার্স ফগ রাসমুসেন ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন৷

জেডএইচ/এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ