1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

ইউক্রেন: পাঁচ শহরের বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ

৮ মার্চ ২০২২

মানবিক করিডর বা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে পাঁচটি শহরে অস্ত্রবিরতির কথা জানিয়েছে রাশিয়া৷ মঙ্গলবার সকাল থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

শিশুকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন ইরপিনের এক মা ও অন্য বাসিন্দারা
শিশুকে কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন ইরপিন শহরের এক মা ও অন্য বাসিন্দারাছবি: DIMITAR DILKOFF/AFP

মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফেক্স জানিয়েছে চেরনিহিভ, সুমি, খারকিভ, মারিউপল এবং রাজধানী কিয়েভ অস্ত্রবিরতির অধীনে থাকছে৷ এর আগে ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী  ইরিনা ভেরেসচুক দেশটির টেলিভিশনে দেয়া ঘোষণায় জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতা অনুযায়ী সুমির নাগরিকেরা স্থানীয় সময় সকাল ১০ টা থেকে শহর ত্যাগ করতে পারবেন৷

কিয়েভ অঞ্চলের গভর্নর ওকেকসি কুলেবা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিয়েভের কাছের ইরপিন শহর থেকে মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন৷ তিনি বলেন, ‘‘সকাল সাড়ে নয়টা নাগাদ ১৫০ জনের বেশি শহর ত্যাগ করেছেন, এই কার্যক্রম অব্যাহত আছে৷’’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় রাশিয়াকে অস্ত্রবিরতি মেনে চলার অনুরোধ জানান৷ তিনি বলেন, ‘‘আমরা রাশিয়াকে বলব তারা যাতে অস্ত্রবিরতির প্রতিশ্রুতি রক্ষা করে, মানুষের জীবন বিপন্ন করে তোলে এমন কার্যকলাপ থেকে বিরত থাকে এবং মানবিক সহায়তা পৌঁছে দেয়ার কাজ চলতে দেয়৷’’

এর আগে শনিবার কয়েকটি শহরে মানবিক করিডরের ঘোষণা দিয়েও রাশিয়া হামলা অব্যাহত রাখে বলে অভিযোগ করে ইউক্রেন৷ সোমবার রাশিয়ার পক্ষ থেকে ছয়টি মানবিক করিডরের প্রস্তাব দেয়া হয়৷ তবে সেগুলো বেশিরভাগ বেলারুশ ও রাশিয়াকে যুক্ত করায় তা প্রত্যাখ্যান করে ইউক্রেন৷

সুমিতে বিমান হামলায় হতাহত

সোমবার রাতে রাশিয়ান বাহিনীর বিমান হামলায় সুমি শহরে অন্তত নয়জন মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশুও আছে৷ সেখানে উদ্ধার তৎপরতায় জড়িতরা এমন তথ্য জানিয়েছেন৷ রাশিয়ার বিমান থেকে সেখানে অন্যায়ভাবে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে বলে টেলিগ্রামে প্রকাশ করা এক বিবৃতিতে অভিযোগ করেন তারা৷

এদিকে সুমির স্থানীয় প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি হামলায় শহরটির ১০ বাসিন্দার মৃত্যুর খবর জানিয়েছেন৷ সেই সঙ্গে ‘রুশ সেনাবাহিনীর সঙ্গে অসম যুদ্ধে' ইউক্রেনের চার সেনা নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি৷

এফএস/কেএম

ইউক্রেন সংকট: চীনের অবস্থান কী?

01:54

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ