1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাটিতে যুদ্ধ, মুখে শান্তি

২৮ আগস্ট ২০১৪

সে যুদ্ধের নানা ফলশ্রুতি: ওলন্দাজ চাষিরা তাঁদের রাশিয়ায় রপ্তানি না হওয়া ফলমূল, শাকসবজি ঢালছেন মাঠে; অন্যদিকে আগামী শীতে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হতে পারে, আভাস দিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী৷

Ostukraine Krise Kämpfe 26.08.2014
ছবি: Reuters

আরো অনেক আছে৷ বুধবার ইউক্রনের এক সামরিক মুখপাত্র জানান, একদল রুশ সৈন্য সাঁজোয়া গাড়ি ও ট্রাক নিয়ে সীমান্ত পার হয়ে পূর্ব ইউক্রেনের আমভ্রোসিয়িভকা শহরে প্রবেশ করেছে৷ নয়ত রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নতুন সাফল্যের খবরই পাওয়া গিয়েছে: বিচ্ছিন্নতাবাদীদের মূল ঘাঁটি দোনেৎস্ক-এর দক্ষিণে স্টোরেবেশেভো প্রদেশে ১৩০ জন সরকারি সৈন্য বিদ্রেহীদের কাছে আত্মসমর্পণ করেছে বলে খবর দিয়েছে রুশ ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা৷ ইতিপূর্বে বিদ্রোহীরা দাবি করে যে, তারা ইলোভাইস্ক জংশন থেকে সরকারি সৈন্যদের বিতাড়ন করতে সমর্থ হয়েছে৷ এই জংশন স্টেশনটি ছিল এ অঞ্চলে সরকারি সৈন্যদের শেষ খুঁটি৷

ইউক্রেনের তরফ থেকে খবরটা অবশ্য একটু আলাদা: সামরিক মুখপাত্র আন্দ্রিই লিসেঙ্কো জানিয়েছেন যে, হরলিভকা এবং তারও উত্তরের ইলোভাইস্ক শহরকে কেন্দ্র করে যুদ্ধে ২০০ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে, সরকারি সৈন্যরা বিদ্রোহীদের একাধিক ট্যাংক ও ক্ষেপণাস্ত্র প্রণালী ধ্বংস করেছে৷ বিগত ২৪ ঘণ্টার যুদ্ধে ১৩ জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও ৩৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন লিসেঙ্কো৷ এ হলো বুধবারের খবর৷ তাহলে মঙ্গলবার যে বেলারুসের রাজধানী মিনস্ক-এ ইউক্রেনীয় প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অত ঘটা করে সাক্ষাৎ হলো, তার কি কিছুই ফলশ্রুতি হয়নি?

দুই নেতা অন্তত তথাকথিত ‘সংযোগ গোষ্ঠী'-র সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার অভিপ্রায় ঘোষণা করেছেন – যে ‘কন্ট্যাক্ট গ্রুপ'-এ উভয় দেশ ছাড়া ওএসসিই-ও আছে৷ এছাড়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি সংক্রান্ত আলাপ-আলোচনাও নাকি শীঘ্র পুনরায় চালু হবে৷ কিন্তু মঙ্গলবার গভীর রাতে দুই নেতা যে প্রেস ব্রিফিং দিয়েছেন, তাতে মতৈক্যের চেয়ে মতানৈক্যই বেশি পরিলক্ষিত হয়েছে৷ পুটিন জানান যে, মস্কো যুদ্ধবিরতি সম্পর্কে কিয়েভ-এর সঙ্গে কোনোরকম আলাপ-আলোচনায় যাবে না, কেননা সংঘাতটা ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার৷ অপরদিকে পোরোশেঙ্কো বলেছেন, ওএসসিই-এর তত্ত্বাবধানে যুদ্ধবিরতির ব্যাপারে উভয় দেশের মধ্যে আলোচনা হবে৷ পুটিন এ কথার কোনো উল্লেখ করেননি৷

এই বুধবারেই আবার পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক বলেছেন, রুশ সৈন্যরা যে পূর্ব ইউরোপের যুদ্ধে অংশগ্রহণ করছে, পোলিশ গুপ্তচর বিভাগের কাছে তার প্রমাণ আছে৷ ওলন্দাজ খামারচাষি এবং খাদ্য রপ্তানি সংস্থাগুলির কাছে সে যুদ্ধ এখন ঘরে এসে পড়েছে: ইউরোপ থেকে খাদ্য আমদানির উপর রুশ নিষেধাজ্ঞার ফলে হল্যান্ডের কৃষি কোম্পানিগুলোকে এই বুধবার থেকে ক্ষতিপূরণের আবেদন করতে হচ্ছে৷ ওদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক নাকি জানতে পেরেছেন যে, রাশিয়া এই শীতে ইউরোপ অভিমুখে গ্যাস সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা করছে৷ অর্থাৎ গরম যুদ্ধ ইউক্রেনে হলেও, এ শীতে ইউরোপের মানুষদের হিটিং বিহীন ঠান্ডা যুদ্ধের মোহড়া নিতে হতে পারে৷

এসি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ