1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন যুদ্ধের ধাক্কায় জার্মানিতে জনসংখ্যার রেকর্ড

২৮ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেন যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানির জনসংখ্যা রেকর্ড হারে বেড়েছে৷ সাবেক যুগোস্লাভিয়ায় এবং তারপর মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময়ও এভাবে হঠাৎ জার্মানির জনসংধ্যা বেড়েছিল৷

Ukrainische Flüchtlinge in Deutschland
ছবি: Ryan Evans/Pressefoto Evans/picture alliance

১৯৯০-এর পর থেকে এ নিয়ে মাত্র তিনবার জার্মানির জনসখ্যা ব্য্যাপক হারে বৃদ্ধি পেলো৷

১৯৯২ সালে যুগোস্লাভিয়া যুদ্ধের কারণে বেড়েছিল সাত লাখ৷ তবে ২০১৫ সালে সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে জার্মানিতে যে জনস্রোত প্রবেশ করেছিল, তার ধাক্কায় বেড়েছিল দশ লাখেরও বেশি মানুষ৷

রাশিয়ার হামলার কারণে ইউক্রেনীয়দের দেশ ছাড়া শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে৷ জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, চলমান এ যুদ্ধের কারণে ২০২২ সালের জুনের পর  ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশটির জনসখ্যা সাত লাখ ৫০ হাজার বেড়ে আট কোটি ৪৩ লাখ হয়েছে৷ এর ফলে মাত্র ছয় মাসে মোট জনসংখ্যা ১% বেড়েছে৷ এই বৃদ্ধিতে ইউক্রেনীয় নারী এবং শিশুদের অবদানই বেশি, কারণ, জার্মানির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে জার্মানিতে নারী বেড়েছে ১.২ ভাগ আর পুরুষ বেড়েছে মাত্র ০.৮ ভাগ৷৷

ইউক্রেন যুদ্ধ শুরুর আগের বছর, অর্থাৎ ২০২১ সালে মোট জনসংখ্যার মাত্র ০.১ ভাগ বা ৮২ হাজারের মতো মানুষ বেড়েছিল জার্মানিতে৷ চলতি বছর ইউক্রেনের শরণার্থীদের ঢল নামায় তার প্রায় নয় গুণ মানুষ বাড়লো জার্মানিতে৷

এসিবি/ কেএম (এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ