1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেসরকারি সেনা: যুক্তরাজ্য

১৯ জুলাই ২০২২

রাশিয়া ওয়্যাগনার আর্মিকে যুদ্ধে নামিয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা। রাশিয়া এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেন
ছবি: Diego Herrera Carcedo/AA/picture alliance

রাশিয়ার বিতর্কিত বেসরকারি সেনাবাহিনীর নাম ওয়্যাগনার আর্মি। যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্রের দাবি, ইউক্রেন যুদ্ধে সেই ওয়্যাগনার আর্মির যোদ্ধাদের রণক্ষেত্রে পাঠাচ্ছে রাশিয়া। তাদেরকেই সামনের সারিতে রাখা হচ্ছে। একারণে ওয়্যাগনার আর্মিতে সম্প্রতি বিপুল নিয়োগ হয়েছে। সাজাপ্রাপ্ত অপরাধীদেরকেও নিয়োগ করা হচ্ছে। আগেওয়্যাগনার আর্মিতে যাদের কালো তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল।

যুদ্ধবিরোধী অবস্থানে বিপদে রুশ শিক্ষক

03:11

This browser does not support the video element.

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যাদের নিয়োগ করা হচ্ছে, তাদের খুব বেশি প্রশিক্ষণও দেয়া হচ্ছে না। সরাসরি রণক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে ওয়্যাগনার আর্মির যোদ্ধারা রণক্ষেত্রে কতটা মুন্সিয়ানা দেখাতে পারছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর ফলে রাশিয়া লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেও দাবি করেছেন যুক্তরাজ্যের গোয়েন্দারা। রাশিয়া অবশ্য এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেনি।

বস্তুত, প্রকাশ্যে ওয়্যাগনার আর্মির অস্তিত্বের কথা রাশিয়া স্বীকারও করে না। যদিও সম্প্রতি ওয়্যাগনার আর্মির প্রধানকে পুরস্কৃত করা হয়েছে। ২০১৪ সালে ক্রাইমিয়া যুদ্ধের সময় ওয়্যাগনার আর্মির নাম সবচেয়ে বেশি আলোচনায় আসে। ইউক্রেনে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যেও ওয়্যাগনার আর্মির প্রভাব আছে বলে অভিযোগ করা হয়। শুধু তা-ই নয়, এই সেনার মধ্যে অতি দক্ষিণপন্থি, নিও নাৎসিরাও আছে বলে অভিযোগ। সিরিয়ার যুদ্ধেও রাশিয়া এই ওয়্যাগনার আর্মির সেনাদের ব্যবহার করেছিল বলে অভিযোগ।

নর্ড স্ট্রিম নিয়ে বিতর্ক

নর্ড স্ট্রিম নিয়ে অনিশ্চয়তা আরো বাড়ল। সোমবার রাশিয়ার গ্যাস সংস্থা গ্যাসপ্রোম জানিয়েছে, নর্ড স্ট্রিম দিয়ে তারা নিয়মিত গ্যাস সরবরাহ করতে অপারগ। তারা জানিয়েছে, বিশেষ কারণে তারা নিয়মিত গ্যাস সরবরাহ করতে পারবে না। এর ফলে জার্মানি বিপুল সমস্যার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ, নর্ড স্ট্রিমের মাধ্যমে জার্মানিতে সবচেয়ে বেশি গ্যাস পৌঁছায়। যদিও গ্যাসপ্রোমের দাবির সত্যতা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে।

কিছুদিন আগে বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য নর্ড স্ট্রিম দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছিল। ক্যানাডা পাইপ লাইনের সংস্কারে সাহায্য করেছিল। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ইউক্রেন। সংস্কারের কাজ শেষ হলেও ফের রাশিয়া গ্যাস দেবে কি না, তা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে।

লাটভিয়ায় রাশিয়ার টিভি

সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ হয়েছিল টেলিভিশন চ্যানেল দোজড টিভি। ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মন্তব্যের জেরেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল বলে জানা গেছে। এবার লাটভিয়া থেকে সেই চ্যানেলের সম্প্রচার শুরু করা হলো। মূলত ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা সম্প্রচার শুরু করেছে।

চ্যানেলটি মস্কোয়তাদের দপ্তরও বন্ধ করে দিয়েছে। সোমবার তারা জানিয়েছে, লাটভিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তারা চ্যানেল চালানোর ছাড়পত্র পেয়েছে। লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, জর্জিয়ায় বহু ক্রেমলিন-বিরোধী রাশিয়ানের বসবাস। তারা এই চ্যানেলটিকে সমর্থন করছে বলে জানা গেছে। চ্যানেলটিও জানিয়েছে, তারা এই যুদ্ধকে সমর্থন করে না।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ