ইউক্রেন যুদ্ধে সামিল হবে না জার্মানি, শলৎসের গ্যারান্টি
৪ জুলাই ২০২৪
ব্যক্তিগত গ্যারান্টি দিলেন জার্মানির চ্যান্সেলর শলৎস। তিনি জানালেন, ইউক্রেনের যুদ্ধে জার্মানি সরাসরি সামিল হবে না।
বিজ্ঞাপন
ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে জার্মানি। কিন্তু অতীতেও শলৎস বারবার সেখানে সেনা কর্মীদের পাঠাতে অস্বীকার করেছেন। শলৎসের এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, জার্মানি কোনোভাবেই সরাসরি এই যুদ্ধে জড়াবে না।
ইউক্রেন নিয়ে কী বলেছেন শলৎস?
বামপন্থি সমাজবাদী পার্টির একজন এমপি পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে শলৎসকে বলেন, ''জার্মানি যে যুদ্ধে সরাসরি জড়াবে না, আপনি কি তার গ্যারান্টি দিতে পারেন?''
জবাবে শলৎস বলেন, ''আমি এই গ্যারান্টি দিচ্ছি। চ্যান্সেলর হিসাবে আমি এটাকে সমর্থন করি।''
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি জার্মানি এবং ন্যাটোকে যুদ্ধের অংশীদার হিসাবেই দেখেন। কারণ, তারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে।
তবে শলৎস এটাও বলেছেন, কিয়েভকে কার্যত আত্মসমর্পণ করতে হবে, এমন কোনো শর্তে যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে জার্মানি সায় দেবে না।
জার্মানিতে ইউক্রেনের নারীদের নতুন জীবন
রাশিয়া হামলা চালানোর পর প্রাণ বাঁচাতে নিজের দেশ ছেড়েছেন তারা৷ ইউক্রেন ছেড়ে আসা এমন কয়েকজন নারীর সঙ্গে কথা বলেছে ডয়চে ভেলে৷ জার্মানিতে কষ্টের জীবন এবং স্বদেশ থেকে দূরে থাকার বেদনার হৃদয়স্পর্শী বর্ণনা দিয়েছেন তারা...
ছবি: DW
‘আমি বাড়ি ফিরতে চাই’
২৩ বছর বয়সি ওলেক্সান্দ্রা কিয়েভ ছাড়েন গত ২৩ মার্চ৷ জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর বার্গিশ গ্লাডবাখে তার ভালো লাগছে না, প্রতি মুহূর্তে দেশে ফিরতে ইচ্ছে করছে তার, ‘‘আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়৷ তবু মনে হয় সব ছেড়েছুঁড়ে কিয়েভে ফিরে যাই৷’’ পরদেশে থাকা খুব কষ্টের, তবু একটা কারণে জার্মানিতে থাকছেন ওলেক্সান্দ্রা, ‘‘ইউক্রেনকে নতুন করে গড়ে তোলার জন্য তো অনেক মানুষকে বেঁচে থাকতে হবে৷’’
ছবি: DW
‘ঈশ্বর, আরেকটা দিন আমাকে বাঁচিয়ে রাখো’
কিয়েভের এক সাবওয়ে ধ্বংস হয়ে গেল বোমায়৷ বোমার প্রচণ্ড আঘাতের ধাক্কা তার বাড়িতেও লাগলো৷ ঘরের দেয়াল এমন কেঁপে উঠলো যে আতঙ্কে জেগে উঠলেন ওলেক্সান্দ্রা৷ ২৩ মার্চ সেই যে কিয়েভ ছাড়লেন আর সেখানে ফেরা হয়নি৷ প্রথমে গিয়েছিলেন লভিভে৷ সেখানেও বোমাবর্ষন শুরু হলে ওলেক্সান্দ্রা আশ্রয় নেন সেলারে৷ সেদিন শুধু একটাই প্রার্থনা করেছিলেন ওলেক্সান্দ্রা, ‘‘ ঈশ্বর, আরেকটা দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখো৷’’
ছবি: DW
আন্ডারগ্রাউন্ড কারপার্কে কাটানো দিনগুলো
লভিভে বোমাবর্ষন শুরুর পর কিছুদিন এক আন্ডারগ্রাউন্ড কারপার্কে লুকিয়ে থাকতে হয়েছিল৷ সঙ্গে যেটুকু খাবার ছিল, দুদিনেই সব শেষ৷ তারপর না খেয়ে থাকতে থাকতে শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে চুল বাঁধার শক্তিও ছিল না হাতে৷ কার পার্কের কয়েকদিনের জীবনের বর্ণনা দিতে গিয়ে ওলেক্সান্দ্রা আরো জানান, ‘‘ সেখানে একটা টয়লেট আর থালাবাসন ধোয়ার জন্য একটা বেসিন ছিল৷ গোসলের কোনো ব্যবস্থা ছিল না সেখানে৷’’
ছবি: Privat
‘আবার যুদ্ধের কবলে পড়বো কখনো ভাবিনি’
ওলেনা নিজের সন্তানদের নিয়ে কিয়েভ ছেড়েছেন গত ১০ মার্চ৷ জার্মানির কোলন শহরে আশ্রয় নেয়া ওলেনা বললেন, ‘‘আমি এসেছি দনেৎস্ক অঞ্চল থেকে৷ আমার শহরের নাম আভদিভকা৷ ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে আট মাস আমরা হামলার কবলে ছিলাম৷ এবং তারপর এলো ২৪ ফেব্রুয়ারি, ২০২২৷ হায় ঈশ্বর, কখনো ভাবিনি আবার যুদ্ধ শুরু হবে৷’’
ছবি: DW
‘ওখানে থাকলে কী যে হতো!’
ওলেনা জানান, ‘‘কিয়েভের যে গ্রামে প্রথমে আশ্রয় নিয়েছিলাম, সেখানে কোনো রুশ সৈন্য ছিল না৷ কিন্তু খুব কাছের বুচা, মাকারিভ এবং বোরোদিয়ান্কায় ওরা ছিল৷ ওই জায়গাগুলোয় তুমুল বোমা আর গুলিবর্ষন চলছিল৷ তাই সিদ্ধান্ত নিলাম পালানোর, না পালালে কী যে হতো কে জানে, নিশ্চয়ই নিজের এবং বাচ্চাদের জীবন ঝুঁকিতে পড়তো৷’’
ছবি: DW
‘আমি চাই আমার সন্তানরা শান্তিতে বেড়ে উঠুক’
দু’দুবার যুদ্ধের কবলে পড়তে হয়েছে ওলেনাকে৷ তাই তার আপাতত একটাই চাওয়া- শান্তিপূর্ণ পরিবেশে সন্তানদের বেড়ে উঠতে দেয়া৷ ইউক্রেনীয় এই নারী জানালেন, জার্মানিতে এখন ভালো আছেন তিনি, ‘‘এখানে আমি একটা অ্যাপার্টমেন্টে আছি৷ সব মিলিয়ে ভালোই আছি৷ আমার সন্তানরা স্কুলে যাচ্ছে, জার্মান শিখছে৷ আমিও এখন জার্মান শিখছি৷ দু‘দুবার যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়েছে আমাদের৷ এখন আমি চাই আমার বাচ্চারা শান্তিতে বেড়ে উঠুক৷’’
ছবি: DW
‘মা, আমি কি এখন মারা যাবো?’
তাতিয়ানা ছিলেন খারকিভে৷ ৫ মার্চ শহর ছাড়ার আগের তিন সপ্তাহ প্রবল বোমাবর্ষনের মধ্যেই সেখানে থাকতে হয় তাকে৷ সেই সময়ের কথা স্মরণ করে তাতিয়ানা বললেন, ‘‘ আমার দশ বছর বয়সি মেয়েটা ভয়ে সারাক্ষণ কাঁদতো আর জানতে চাইতো, মা, আমি কি এখন মরে যাবো? সেখান থেকে পালিয়ে আসার সময়ও খুব ভয় পেয়েছি৷ আমার মেয়ে আবার সেরকম ভয়াল সময়ে পড়েছে- এমন কথা আমি ভাতেও চাই না৷’’
ছবি: DW
‘হৃদয় পড়ে আছে খারকিভে’
জার্মানি ও ইউরোপের কিছু দেশ যুদ্ধের সময় ইউক্রেনের পাশে দাঁড়ানোয় তাতিয়ানা খুব কৃতজ্ঞ৷ তবে জার্মানিতে নিরাপদ জীবন স্বস্তি দেয়নি তাকে, ‘‘এখানে আমি নিরাপদে আছি, কিন্তু মনটা পড়ে আছে খারকিভে৷ প্রতি সন্ধ্যায় আমি বোমা হামলার খবর, মানুষের মৃত্যুর খবর, আহত হওয়ার খবর পড়ি৷ তাই প্রতি সকালে দুশ্চিন্তা নিয়ে পরিবারের সদস্যদের, বন্ধুদের ফোন করি৷ শুধু তারা ভালো আছেন- এই খবরটুকু জানার জন্য ফোন করি৷’’
ছবি: DW
কৃতজ্ঞ ইনা এবং জেনিয়া
ইনা আর তার বন্ধু জেনিয়া এসেছেন ওডেসা থেকে৷ তাদের সন্তানরা এখানে লেখাপড়া করছে৷ ইনা জানান, যুদ্ধের সময়ে জার্মানি তাদের জন্য্য যা করেছে তাতে তারা খুব কৃতজ্ঞ৷
ছবি: DW
9 ছবি1 | 9
শলৎস বলেছেন, ''আমার মতে, ইউক্রেনের শর্তাধীন আত্মসমর্পণ জার্মানির পক্ষে মানা সম্ভব নয়। আমরা তা কখনই সমর্থন করব না।''
গত মাসে পুটিন বলেছিলেন, শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে গেলে আগে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে। সেই সম্ভাবনাই খারিজ করে দিয়েছেন শলৎস।
বাজেট নিয়ে যা বলেছেন
চ্যান্সেলর বলেছেন, জার্মানি ন্যাটোর শরিক দেশগুলিকে জানিয়েছে, তারা আগামী বছরগুলিতে প্রতিরক্ষাখাতে দুই শতাংশ খরচ করার নীতি মেনে চলবে।
২০২৫ সালের বাজেটের খসড়া বরাদ্দ থেকে এই বিষয়টি স্পষ্ট হবে। কী করে জার্মানি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায়, তা বোঝা যাবে।
চ্যান্সেলর জানিয়েছেন, এমন কিছু ব্যবস্থা নেয়া হচ্ছে যা আর্থিক বৃদ্ধিকে গতি দেবে। বাজেটে বেশ কিছু সুচিন্তিত ব্যবস্থা থাকবে। আমি যেটুকু জেনেছি, তাতে ওই ব্যবস্থাগুলি আমার পছন্দ হয়েছে।
শলৎস বলেছেন, তার নেতৃত্বে তিন দলের জোটের মধ্যে বাজেট নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। শুক্রবারের মধ্যে বকেয়া বিষয়গুলি চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন।