1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন যুদ্ধে সামিল হবে না জার্মানি, শলৎসের গ্যারান্টি

৪ জুলাই ২০২৪

ব্যক্তিগত গ্যারান্টি দিলেন জার্মানির চ্যান্সেলর শলৎস। তিনি জানালেন, ইউক্রেনের যুদ্ধে জার্মানি সরাসরি সামিল হবে না।

পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে জবাব দিচ্ছেন শলৎস।
চ্যান্সেলর শলৎস জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধে জার্মানি সরাসরি যোগ দেবে না। ছবি: Michael Kappeler/dpa/picture alliance

ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে জার্মানি। কিন্তু অতীতেও শলৎস বারবার সেখানে সেনা কর্মীদের পাঠাতে অস্বীকার করেছেন। শলৎসের এই বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, জার্মানি কোনোভাবেই সরাসরি এই যুদ্ধে জড়াবে না।

ইউক্রেন নিয়ে কী বলেছেন শলৎস?

বামপন্থি সমাজবাদী পার্টির একজন এমপি পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে শলৎসকে বলেন, ''জার্মানি যে যুদ্ধে সরাসরি জড়াবে না, আপনি কি তার গ্যারান্টি দিতে পারেন?''

জবাবে শলৎস বলেন, ''আমি এই গ্যারান্টি দিচ্ছি। চ্যান্সেলর হিসাবে আমি এটাকে সমর্থন করি।''

এর আগে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে সামরিক প্রশিক্ষকদের পাঠাতে তার কোনো আপত্তি নেই। তখনো শলৎস বলেছিলেন, তিনি জার্মান সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাবেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি জার্মানি এবং ন্যাটোকে যুদ্ধের অংশীদার হিসাবেই দেখেন। কারণ, তারা অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে।

তবে শলৎস এটাও বলেছেন, কিয়েভকে কার্যত আত্মসমর্পণ করতে হবে, এমন কোনো শর্তে যুদ্ধ বন্ধ করার প্রস্তাবে জার্মানি সায় দেবে না।

শলৎস বলেছেন, ''আমার মতে, ইউক্রেনের শর্তাধীন আত্মসমর্পণ জার্মানির পক্ষে মানা সম্ভব নয়। আমরা তা কখনই সমর্থন করব না।''

গত মাসে পুটিন বলেছিলেন, শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে গেলে আগে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে হবে। সেই সম্ভাবনাই খারিজ করে দিয়েছেন শলৎস।

বাজেট নিয়ে যা বলেছেন

চ্যান্সেলর বলেছেন, জার্মানি ন্যাটোর শরিক দেশগুলিকে জানিয়েছে, তারা আগামী বছরগুলিতে প্রতিরক্ষাখাতে দুই শতাংশ খরচ করার নীতি মেনে চলবে।

২০২৫ সালের বাজেটের খসড়া বরাদ্দ থেকে এই বিষয়টি স্পষ্ট হবে। কী করে জার্মানি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায়, তা বোঝা যাবে।

চ্যান্সেলর জানিয়েছেন, এমন কিছু ব্যবস্থা নেয়া হচ্ছে যা আর্থিক বৃদ্ধিকে গতি দেবে। বাজেটে বেশ কিছু সুচিন্তিত ব্যবস্থা থাকবে। আমি যেটুকু জেনেছি, তাতে ওই ব্যবস্থাগুলি আমার পছন্দ হয়েছে।

শলৎস বলেছেন, তার নেতৃত্বে তিন দলের জোটের মধ্যে বাজেট নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। শুক্রবারের মধ্যে বকেয়া বিষয়গুলি চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন।

জিএইচ/এসজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ