রাশিয়ায় ‘বন্ধ হয়ে যাওয়া' গণমাধ্যমের তালিকায় যোগ হলো আরেকটি নাম৷ নোবেল শান্তি পুরস্কার জয়ী দিমিত্রি মুরাতভ জানিয়েছেন, তার ‘নোভায়া গাজেটা'-ও ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশিত হবে না৷
বিজ্ঞাপন
রাশিয়ায় ভুয়া খবর প্রচারের শাস্তি ১৫ বছরের কারাদণ্ড৷ সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষর করায় এমন একটি বিল আইনের মর্যাদা পায়৷ রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর' প্রচার বন্ধ করার লক্ষ্যে এ আইন কার্যকর করা হচ্ছে৷
ইউক্রেনে রাশিয়ার হামলাকে হামলা না বলে ‘বিশেষ অভিযান' বলছে পুটিন সরকার৷ দেশের অধিকাংশ গণমাধ্যম সরকারের এ সংজ্ঞাই প্রচার করছে৷ তবে হাতে গোনা কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করে সংবাদ প্রচারের চেষ্টা করছে৷ আর তাদের বিরুদ্ধেই পুটিন সরকার ‘ব্যবস্থা' নিচ্ছে বলে অভিযোগ৷ কয়েকদিন আগে বন্ধ করে দেয়া হয় এখো মস্কভি রেডিও৷ ব্লক করা হয় ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অব অ্যামেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ রেডিও/ লিবার্টি-র ওয়েবসাইট৷ এবার এলো ‘নোভায়া গাজেটা' বন্ধ রাখার ঘোষণা৷
২০২১: জেলবন্দি রেকর্ড সংখ্যক সাংবাদিক
চলতি বছর বিশ্বে বন্দি সাংবাদিকদের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের নতুন প্রতিবেদনে এই তথ্য দিয়েছে৷ বিস্তারিত ছবিঘরে...
ছবি: Ahmad Al-Basha/AFP
২৯৩
নিজেদের কাজের জন্য জেলবন্দি আছেন - চলতি বছর বিশ্বে এমন সাংবাদিকের সংখ্যা ২৯৩, যা আগের যে-কোনো বছরের চেয়ে বেশি৷ ২০২০ সালে জেলে ছিলেন ২৮০ জন৷ ১ ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেছে সিপিজে৷
ছবি: Getty Images/C. Court
২৪
চলতি বছর এখন পর্যন্ত অন্তত ২৪ জন সাংবাদিক তাদের কাজের জন্য প্রাণ হারিয়েছেন৷ এর বাইরে আরো ১৮ জন নিহত হয়েছেন, যারা সাংবাদিকতার কারণে মূল টার্গেট ছিলেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷
ছবি: Getty Images/AFP/Y. Cortez
৫০
জেলে থাকা সাংবাদিকের সংখ্যায় টানা তিন বছর শীর্ষে চীন৷ দেশটিতে অর্ধশত সাংবাদিক বন্দি রয়েছেন৷
ছবি: Tyrone Siu/REUTERS
২৬
বন্দি সাংবাদিকের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে মিয়ানমার৷ ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের পর গণমাধ্যমের উপর খড়্গহস্ত হয় সেখানকার সামরিক সরকার৷ এখন পর্যন্ত ২৬জন বন্দি রয়েছেন দেশটিতে৷ মিয়ানমারের পরেই রয়েছে মিশর৷ ২৫ জন বন্দি আছেন সেখানে৷ আর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম৷ সেখানে জেলে রয়েছেন ২৩ সংবাদকর্মী৷
ছবি: ASSOCIATED PRESS/picture alliance
১৯
তালিকায় পঞ্চম অবস্থানে বেলারুশ৷ লুকাশেঙ্কো সরকার এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে৷ এছাড়া তুরস্কে বন্দি ১৮ জন সংবাদকর্মী, ইরিত্রিয়ায় ১৬, সৌদি আরব ও রাশিয়ায় ১৪ আর ইরানে ১১ জন সাংবাদিক৷ এই দেশগুলো রয়েছে শীর্ষ দশে৷
ছবি: Sergei Bobylev/TASS/picture alliance
১৪
২০২১ সালে ১ ডিসেম্বর পর্যন্ত ২৯৩ বন্দি সাংবাদিকের ১৪ শতাংশই নারী৷
ছবি: Anthony Kwan/Getty Images
৪
এ বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী দেশ ভারত৷ চারজন হত্যার শিকার হয়েছেন দেশটিতে৷ তিনজনকে হত্যা করা হয়েছে মেক্সিকোতে৷
ছবি: Colourbox
7 ছবি1 | 7
২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ডিমিত্রি মুরাতভের ‘নোভায়া গাজেটা' অবশ্য সরাসরি সরকার বন্ধ করেনি৷ রাশিয়ার কমিউনিকেশন্স রেগুলেটর কর্তৃপক্ষ রস্কোমনাডসর এর আগে পত্রিকাটিকে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর নিয়ে আপত্তি জানিয়ে সতর্কতাবার্তা পাঠিয়েছিল৷ সোমবার ‘নোভায়া গাজেটা'-কে আরেকটি সতর্কতাবার্তা পাঠায় তারা৷তারপরই ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা বন্ধ রাখার ঘোষণা দেয় গণমাধ্যমটি৷ ওয়েসবসাইটের ঘোষণায় অবশ্য পুটিন সরকারের শব্দবন্ধ অনুসরণ করেই লেখা হয়, ‘ইউক্রেন অঞ্চলে বিশেষ অভিযান শেষ না হওয়া পর্যন্ত' ওয়েবসাইটে, সোশাল মিডিয়ায় এবং কাগজে ‘নোভায়া গাজেটা'-র প্রকাশনা স্থগিত রাখা হলো৷ পাঠকদের উদ্দেশ্যে দেয়া আলাদা এক বার্তায় সম্পাদক মুরাতভ এবং তার সহকর্মীরা বলেন, ‘‘আর কোনো বিকল্প নেই৷ আমাদের জন্য এবং আমরা জানি, আপনাদের জন্যও এটা খুব কঠিন সিদ্ধান্ত, তবু সিদ্ধান্তটা নিতেই হলো৷''