1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় নোভায়া গাজেটা ‘বন্ধ’

২৯ মার্চ ২০২২

রাশিয়ায় ‘বন্ধ হয়ে যাওয়া' গণমাধ্যমের তালিকায় যোগ হলো আরেকটি নাম৷ নোবেল শান্তি পুরস্কার জয়ী দিমিত্রি মুরাতভ জানিয়েছেন, তার ‘নোভায়া গাজেটা'-ও ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশিত হবে না৷

Norwegen Oslo | Friedensnobelpreisträger Dmitri Muratow
নোভায়া গাজেটার সম্পাদক দিমিত্রি মুরাতভছবি: Alexander Zemlianichenko/AP Photo/picture alliance

রাশিয়ায় ভুয়া খবর প্রচারের শাস্তি ১৫ বছরের কারাদণ্ড৷ সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষর করায় এমন একটি বিল আইনের মর্যাদা পায়৷ রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর' প্রচার বন্ধ করার লক্ষ্যে এ আইন কার্যকর করা হচ্ছে৷

ইউক্রেনে রাশিয়ার হামলাকে হামলা না বলে ‘বিশেষ অভিযান' বলছে পুটিন সরকার৷ দেশের অধিকাংশ গণমাধ্যম সরকারের এ সংজ্ঞাই প্রচার করছে৷ তবে হাতে গোনা কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করে সংবাদ প্রচারের চেষ্টা করছে৷ আর তাদের বিরুদ্ধেই পুটিন সরকার ‘ব্যবস্থা' নিচ্ছে বলে অভিযোগ৷ কয়েকদিন আগে বন্ধ করে দেয়া হয় এখো মস্কভি রেডিও৷ ব্লক করা হয় ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অব অ্যামেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ রেডিও/ লিবার্টি-র ওয়েবসাইট৷ এবার এলো ‘নোভায়া গাজেটা' বন্ধ রাখার ঘোষণা৷

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ডিমিত্রি মুরাতভের ‘নোভায়া গাজেটা' অবশ্য সরাসরি সরকার বন্ধ করেনি৷ রাশিয়ার কমিউনিকেশন্স রেগুলেটর কর্তৃপক্ষ রস্কোমনাডসর এর আগে পত্রিকাটিকে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর নিয়ে আপত্তি জানিয়ে সতর্কতাবার্তা পাঠিয়েছিল৷ সোমবার ‘নোভায়া গাজেটা'-কে আরেকটি সতর্কতাবার্তা পাঠায় তারা৷তারপরই ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা বন্ধ রাখার ঘোষণা দেয় গণমাধ্যমটি৷ ওয়েসবসাইটের ঘোষণায় অবশ্য পুটিন সরকারের শব্দবন্ধ অনুসরণ করেই লেখা হয়, ‘ইউক্রেন অঞ্চলে বিশেষ অভিযান শেষ না হওয়া পর্যন্ত' ওয়েবসাইটে, সোশাল মিডিয়ায় এবং কাগজে ‘নোভায়া গাজেটা'-র প্রকাশনা স্থগিত রাখা হলো৷ পাঠকদের উদ্দেশ্যে দেয়া আলাদা এক বার্তায় সম্পাদক মুরাতভ এবং তার সহকর্মীরা বলেন, ‘‘আর কোনো বিকল্প নেই৷ আমাদের জন্য এবং আমরা জানি, আপনাদের জন্যও এটা খুব কঠিন সিদ্ধান্ত, তবু সিদ্ধান্তটা নিতেই হলো৷''

এসিবি/ কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ