1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজরাশিয়া

রাশিয়ায় নোভায়া গাজেটা ‘বন্ধ’

২৯ মার্চ ২০২২

রাশিয়ায় ‘বন্ধ হয়ে যাওয়া' গণমাধ্যমের তালিকায় যোগ হলো আরেকটি নাম৷ নোবেল শান্তি পুরস্কার জয়ী দিমিত্রি মুরাতভ জানিয়েছেন, তার ‘নোভায়া গাজেটা'-ও ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশিত হবে না৷

Norwegen Oslo | Friedensnobelpreisträger Dmitri Muratow
নোভায়া গাজেটার সম্পাদক দিমিত্রি মুরাতভছবি: Alexander Zemlianichenko/AP Photo/picture alliance

রাশিয়ায় ভুয়া খবর প্রচারের শাস্তি ১৫ বছরের কারাদণ্ড৷ সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্বাক্ষর করায় এমন একটি বিল আইনের মর্যাদা পায়৷ রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া খবর' প্রচার বন্ধ করার লক্ষ্যে এ আইন কার্যকর করা হচ্ছে৷

ইউক্রেনে রাশিয়ার হামলাকে হামলা না বলে ‘বিশেষ অভিযান' বলছে পুটিন সরকার৷ দেশের অধিকাংশ গণমাধ্যম সরকারের এ সংজ্ঞাই প্রচার করছে৷ তবে হাতে গোনা কয়েকটি গণমাধ্যম নিজেদের মতো করে সংবাদ প্রচারের চেষ্টা করছে৷ আর তাদের বিরুদ্ধেই পুটিন সরকার ‘ব্যবস্থা' নিচ্ছে বলে অভিযোগ৷ কয়েকদিন আগে বন্ধ করে দেয়া হয় এখো মস্কভি রেডিও৷ ব্লক করা হয় ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অব অ্যামেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ রেডিও/ লিবার্টি-র ওয়েবসাইট৷ এবার এলো ‘নোভায়া গাজেটা' বন্ধ রাখার ঘোষণা৷

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী ডিমিত্রি মুরাতভের ‘নোভায়া গাজেটা' অবশ্য সরাসরি সরকার বন্ধ করেনি৷ রাশিয়ার কমিউনিকেশন্স রেগুলেটর কর্তৃপক্ষ রস্কোমনাডসর এর আগে পত্রিকাটিকে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর নিয়ে আপত্তি জানিয়ে সতর্কতাবার্তা পাঠিয়েছিল৷ সোমবার ‘নোভায়া গাজেটা'-কে আরেকটি সতর্কতাবার্তা পাঠায় তারা৷তারপরই ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশনা বন্ধ রাখার ঘোষণা দেয় গণমাধ্যমটি৷ ওয়েসবসাইটের ঘোষণায় অবশ্য পুটিন সরকারের শব্দবন্ধ অনুসরণ করেই লেখা হয়, ‘ইউক্রেন অঞ্চলে বিশেষ অভিযান শেষ না হওয়া পর্যন্ত' ওয়েবসাইটে, সোশাল মিডিয়ায় এবং কাগজে ‘নোভায়া গাজেটা'-র প্রকাশনা স্থগিত রাখা হলো৷ পাঠকদের উদ্দেশ্যে দেয়া আলাদা এক বার্তায় সম্পাদক মুরাতভ এবং তার সহকর্মীরা বলেন, ‘‘আর কোনো বিকল্প নেই৷ আমাদের জন্য এবং আমরা জানি, আপনাদের জন্যও এটা খুব কঠিন সিদ্ধান্ত, তবু সিদ্ধান্তটা নিতেই হলো৷''

এসিবি/ কেএম (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ