সোমবার দিনভর ইউক্রেনে একাধিক বৈঠক করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তার রাশিয়ায় বৈঠকে বসার কথা।
বিজ্ঞাপন
জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির সদস্য আনালেনা বেয়ারবক। নির্বাচিত হওয়ার পর এই প্রথম একইসঙ্গে ইউক্রেন এবং রাশিয়া সফরে গেলেন তিনি। যাওয়ার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতার সমস্ত চেষ্টা চালাবে জার্মানি। যুদ্ধ আটকানোর জন্য যা করা দরকার, জার্মানি তা করবে। একই সঙ্গে রাশিয়ার প্রতি বার্তাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই রাশিয়াকে সমাধানসূত্রে পৌঁছাতে হবে। আগ্রাসী মনোভাব দেখালে তার ফল ভোগ করতে হবে।
সোমবার ইউক্রেনে একাধিক বৈঠক করেছেন বেয়ারবক। আলোচনা করেছেন অর্গানাইজেশন অফ সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) প্রতিনিধিদের সঙ্গে। এছাড়াও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বেয়ারবক। প্রধানমন্ত্রী ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার বৈঠক হতে পারে।
রাশিয়া-ন্যাটো বৈঠকেও মেলেনি সমাধানসূত্র
ইউক্রেন সংকট সেই তিমিরেই। ন্যাটোর বৈঠকেও সমাধানসূত্র মেলেনি। রাশিয়ার সঙ্গে আরো আলোচনার প্রস্তাব ন্যাটো সদস্যদের।
ছবি: Benoit Doppagne/dpa/picture alliance
ঐতিহাসিক বৈঠক
২০১৯ সালে শেষবার ন্যাটোর দেশগুলির সঙ্গে বৈঠকে বসেছিল রাশিয়া। বুধবার ফের তারা ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়। এদিন ন্যাটোর ৩০টি সদস্য দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রতিনিধিরা।
ছবি: Olivier Hoslet/AFP
অধরা সমাধানসূত্র
ন্যাটো প্রধান জেন স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সহজে তার সমাধানসূত্র খুঁজে পাওয়া মুশকিল। প্রথম আলোচনায় তা মিললেও আরো আলোচনার পরিসর তৈরি হয়েছে।
অ্যামেরিকা-সহ ন্যাটোর অভিযোগ, ইউক্রেন সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে রেখেছে রাশিয়া। বিপুল পরিমাণ সেনা মজুত করা হয়েছে সেখানে। রাশিয়ার বক্তব্য, আত্মরক্ষার্থেই তারা সে কাজ করেছে। ইউক্রেনের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ইউক্রেনের ভিতরে রাশিয়া সেনা মোতায়েন করেছে।
অ্যামেরিকা-সহ একাধিক পশ্চিমা দেশের দাবি, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হোক। রাশিয়া এর ঘোর বিরোধী। ন্যাটোর বৈঠকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেনকে সদস্যপদ দিলে ফলাফল ভালো হবে না।
ছবি: Nick Connolly/DW
বৈঠকের আলোচনা
স্টলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনের সদস্যপদ, রাশিয়ার সেনা মজুত সব বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। দুইপক্ষ একটি বিষয়ে সহমত হয়েছে। অস্ত্রের ব্যবহার কমাতে হবে। মিসাইলের ব্যবহার কমাতে হবে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র খুঁজতে হবে।
ছবি: Andriy Dubchak/AP Photo/picture alliance
অ্যামেরিকার প্রতিক্রিয়া
এদিনের বৈঠকের পর অ্যামেরিকার প্রতিনিধি জানিয়েছেন, রাশিয়া নিজের অবস্থানে অনড়। কিন্তু রাশিয়ার দাবি কাছে মাথা নত করা হবে না। আরো আলোচনার পক্ষে মত দিয়েছে অ্যামেরিকা।
সোভিয়েত আমলে ইউক্রেন ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। পরবর্তী সময়ে তা রাশিয়া থেকে আলাদা হয়ে যায় এবং নতুন রাষ্ট্র তৈরি করে। সেই সময় থেকেই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিতর্ক। বিত্রক আরো বাড়ে গত দশকে ক্রাইমিয়া রাশিয়া দখল করার পর। ইউক্রেনের দাবি, অবৈধভাবে রাশিয়া ক্রাইমিয়া দখল করেছে। অ্যামেরিকা এবং ন্যাটোর অধিকাংশ দেশ ইউক্রেনের সমর্থনে কথা বলেছে।
ছবি: AP Photo/picture alliance
তীব্র সংঘাত
এই পরিস্থিতিতে প্রবল বিতর্ক শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলির। জো বাইডেন এবং ভ্লাদিমির পুটিন একাধিক বৈঠক করেছেন। এবং একে অপরকে সতর্ক করেছেন। হুমকি পাল্টা হুমকির ঘটনা ঘটছে প্রায় রোজই। তারই মধ্যে ব্রাসেলসে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন সকলে।
9 ছবি1 | 9
কুলেবার সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে কথা হয়েছে বেয়ারবকের। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে কুলেবা জানিয়েছেন, জার্মানি নতুন বিতর্কে মধ্যস্থতার বার্তা দিয়েছে। রাশিয়া যাতে ইউক্রেনে আক্রমণ চালাতে না পারে, সে দিকেও নজর রাখার কথা বলেছেন বেয়ারবক। একইসঙ্গে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম ২ নিয়েও বেয়ারবককে ধন্যবাদ দিয়েছেন কুলেবা। আঙ্গেলা ম্যার্কেলের সময় রাশিয়ার সঙ্গে জার্মানির এ বিষয়ে চুক্তি হলেও গ্রিন পার্টি বরাবরই এর বিরোধী। বিরোধের জন্যই বেয়ারবককে ধন্যবাদ দিয়েছেন কুলেবা। বস্তুত, এই পাইপলাইন ইউক্রেনের উপর দিয়ে যাওয়ার কথা। এবং তা নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তীব্র বিতর্ক আছে। এছাড়াও রাশিয়া প্রশ্নে এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের প্রশ্নে ফ্রান্সের সহযোগিতার বিষয়টিও জার্মানি দেখবে বলে ইউক্রেনকে আশ্বাস দিয়েছেন বেয়ারবক।
বেয়ারবক জানিয়েছেন, হেলসিঙ্কি চুক্তি গত ৯০ বছর ইউরোপকে বড়সড় যুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। সেই চুক্তি যাতে বজায় রাখা যায়, তা সকলকে দেখতে হবে। রাশিয়ার কোনোরকম আগ্রাসন বরদাস্ত করা হবে না। মঙ্গলবার এ বিষয়ে রাশিয়ায় একাধিক বৈঠক করার কথা বেয়ারবকের।