1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কষ্টে আছে পাঁচ লাখ শিশু

লিউয়িস স্যান্ডার্স/এসি২১ ফেব্রুয়ারি ২০১৬

ইউক্রেনের যুদ্ধে অন্তত দু'লাখ পনেরো হাজার শিশু স্বদেশেই বাস্তুহারা হয়েছে; যুদ্ধের বিভীষিকায় মানসিকভাবে পীড়িত আরো অনেক শিশু৷ ইউনিসেফ এদের সাহায্য করার জন্য ‘‘অবাধ প্রবেশাধিকার'' চায়৷

Ukraine Flüchtlinge aus der Ost-Ukraine
ছবি: picture-alliance/dpa/R. Pilipey

‘‘সরকারের নিয়ন্ত্রিত নয় এবং রণাঙ্গণের নিকটবর্তী এলাকা সমূহের ৫,৮০,০০০ শিশু ইউক্রেন সংঘাতের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে'', ইউনিসেফ তার বিবরণে বলেছে৷

ইউক্রেনের ক্রেমলিন-সমর্থিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ-এর বিরুদ্ধে ২০১৪ সালের গণতন্ত্র আন্দোলনের পর পূর্ব ইউক্রেনে যে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হয়, তার ফলশ্রুতি স্বরূপ প্রায় ২,১৫,০০০ শিশু গৃহহারা হয়েছে, বলে জানিয়েছে ইউনিসেফ৷

‘‘দু'বছর ধরে সহিংসতা, গোলাবর্ষণ আর আতঙ্ক পূর্ব ইউক্রেনের হাজার হাজার শিশুর মনে অনপনেয় ছাপ রেখে গেছে'', বলেছেন ইউক্রেনে ইউনিসেফ-এর প্রতিনিধি জোভান্না বারবেরিস৷ ‘‘যত এই সংঘাত চলবে, ততই আমাদের এই সব শিশুদের কাছে পৌঁছানো জরুরি হয়ে পড়বে, যাতে আমরা তাদের শারীরিক ও মানসিক সুবিধা-অসুবিধার দেখাশোনা করতে পারি'', বলেন তিনি৷

ইউনিসেফ-এর রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে পূর্ব ইউক্রেনের সংঘাতে অন্তত ২০ জন শিশু নিহত ও আরো ৪০ জন শিশু নিহত হয়েছে৷ এছাড়া মাইন ও অবিস্ফোরিত গোলাগুলি ফেটে ২৮ জন শিশু নিহত হয়েছে৷ ‘‘ইউনিসেফ ইউক্রেন সংঘাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি পীড়িত শিশুদের সাহায্যের জন্য নিরাপদ গতিবিধি ও মানবিক ত্রাণ পৌঁছনোর অবাধ প্রবেশাধিকার দানের আহ্বান জানাচ্ছে'', বলেছেন বারবেরিস৷

গত জানুয়ারি মাসে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বলেন যে, ওএসসিই অর্থাৎ ইউরোপীয় ও নিরাপত্তা সংগঠনের সভাপতিত্ব করার সময় জার্মানি ইউক্রেন সংঘাতকে অগ্রাধিকার দেবে৷ ‘‘আমাদের আলাপ-আলোচনা নিয়ে আলাপ-আলোচনা করার কোনো দরকার নেই, বরং (আমাদের চাই) এমন একটা সংলাপ,যা ওএসসিই সংক্রান্ত কেন্দ্রীয় দায়িত্বগুলোকে ধামাচাপা দেবে না – যেমন জবরদখলের মতো অপরাধ'', স্টাইনমায়ার বলেন, রাশিয়া যে ক্রাইমিয়া জবরদখল করেছে, তার প্রতি ইঙ্গিত হিসেবে৷

ইউক্রেন সংঘাতে এ পর্যন্ত প্রায় ন'হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ রাশিয়া পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের সাহায্য করছে, বলে অভিযোগ আছে, যদিও মস্কো সে অভিযোগ অস্বীকার করে৷

এই শিশুদের কি কোনোভাবে বাঁচানো যায় না? কিন্তু কিভাবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ