1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন

২৮ ফেব্রুয়ারি ২০১৪

ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া৷ একটি বিমানবন্দর দখলে নিয়েছে বন্দুকধারীরা৷ এ ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রন৷ রাশিয়ার প্রতি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন না দেয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেনের সংসদ৷

Flughafen Simferopol Krim nach einer angeblichen Besetzung im normalen Betrieb
ছবি: Reuters

শুক্রবার ভোরে বন্দুকধারীরা ক্রাইমিয়ার মূল বিমানবন্দর ঘিরে ফেলে৷ বার্তাসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, বন্দুকধারীদের প্রত্যেকের হাতে রাশিয়ার তৈরি কালাশনিকভ দেখা গেছে৷ তবে বন্দুকধারীরা বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাননি৷

ইউক্রেনে কয়েকমাস ধরে চলে আসা বিক্ষোভের অবসান হওয়ার এক সপ্তাহের মধ্যেই এ ঘটনা ঘটল৷ এর আগে বিক্ষোভের মুখে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনে তাঁকে ক্ষমতা থেকে অপসারণ করে ইউক্রেনের সংসদ৷ ইয়ানুকোভিচ সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভ ছেড়ে দেশের পূর্বাঞ্চলে আত্মগোপন করেন৷ রাশিয়ায় আশ্রয় নিতেই আত্মগোপন করার জন্যই তিনি রুশভাষাভাষি অধ্যুষিত সে এলাকায় গিয়েছেন বলে ধারণা করা হচ্ছিল৷

ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হবার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন ওলেক্সান্দর তুরচিনভ৷ ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন এবং ক্রাইমিয়ার বিমানবন্দর বন্দুকধারীদের ঘিরে ফেলায় তাই পূর্ব ইউরোপের দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ হয়েছে৷

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ বিমানবন্দরের ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করেছেন৷ তিনি বলেন, ‘‘তাঁরা (বন্দুকধারীরা) যে রুশ ফেডারেশনের সামরিক বাহিনীর সদস্য তা গোপন করার চেষ্টাও করছেনা৷ যা ঘটছে তাকে আমি সামরিক অভিযান এবং জবরদখল বলে মনে করি৷'' তবে রাশিয়া জানিয়েছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়৷

শুক্রবার ইউক্রেন সংসদে সীমান্তে রুশ সেনা মোতায়েন এবং ক্রাইমিয়ার বিমানবন্দর দখল নিয়ে আলোচনা হয়৷ আলোচনা শেষে রাশিয়ার প্রতি ইউক্রেনের ‘সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ বলে প্রতীয়মান পদক্ষেপ' থামানোর আহ্বান জানায় ইউক্রেন সংসদ৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ