1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্লিডের কারণে মহাকাশকে নতুন করে চিনছেন বিজ্ঞানীরা

৭ অক্টোবর ২০২৫

ইউরোপীয় মহাকাশ সংস্থা এসা ২০২৩ সালের জুলাইয়ে মহাকাশে ইউক্লিড টেলিস্কোপ পাঠিয়েছে৷ এটি দিয়ে অন্ধকার মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে৷

Themenpaket - Gründung der ESA - Meilensteine
ছবি: AFP/dpa/picture-alliance

এরই মধ্যে ইউক্লিডের পাঠানো তথ্য ও ছবি বিজ্ঞানীদের মহাকাশকে নতুন করে চেনাতে সহায়তা করছে৷

বর্তমানে বিজ্ঞানীদের কাছে মহাবিশ্ব সম্পর্কে মাত্র পাঁচ শতাংশ তথ্য আছে৷ এর বাইরে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির মতো বিষয়গুলো এখনও রহস্য হয়ে আছে৷

আমরা যা জানি: ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে গতিশীল করে, আর ডার্ক ম্যাটার গ্যালাক্সিগুলোকে একসঙ্গে ধরে রাখে৷

ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্সের টোমাস শোয়েটৎস-মানগল্ড বলেন, ‘‘ডার্ক ম্যাটার অধ্যয়নের একটি উপায় হলো ‘গ্র্যাভিটেশনাল লেন্সিং'৷ ইউক্লিড ঠিক সেটাই করছে৷ এর অর্থ হলো, আলো যখন পদার্থের কাছ দিয়ে যায় তখন বেঁকে যায়৷ সেই বাঁকের বিস্তারিত ম্যাপিং করে আমরা বুঝতে পারি, কী পরিমাণ ডার্ক ম্যাটার আছে, এবং আরও গুরুত্বপূর্ণ হলো, এগুলো মহাবিশ্ব জুড়ে কীভাবে ছড়িয়ে আছে৷''

ইউক্লিডের কারণে বিরল কিছু দৃশ্য দেখা যায়৷ যেমন ‘আইনস্টাইন রিং'– গ্যালাক্সি থেকে আলো পৃথিবীতে আসার সময় বড় কোনো পদার্থের পাশ দিয়ে যাওয়ার পথে বেঁকে গিয়ে এমন রিং তৈরি হয়৷ এ ধরনের রিং - যা খোলা চোখে দেখা সম্ভব নয় - ডার্ক ম্যাটার খুঁজে পেতে সহায়তা করে৷

এসার ডিরেক্টর অফ সায়েন্স ক্যারোল মুন্ডেল বলেন, ‘‘এটি একটি টাইম মেশিনও৷ এর সাহায্যে আমরা ১০ বিলিয়ন বছর আগের মহাজাগতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবো৷ কারণ আমরা শুধু বিরল কিছু ছবিই পাচ্ছি না, ইউক্লিডে স্পেক্ট্রোগ্রাফও আছে৷ সে কারণে আমরা পদার্থগুলোর অবস্থান এবং সেগুলো কী গতিতে চলছে, তা পরিমাপ করতে পারি৷ সে কারণে আমরা মহাবিশ্বের একটি ত্রিমাত্রিক গতিশীল মানচিত্র পাই৷''

এখানেই শেষ নয়৷ ইউক্লিড বিশাল পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টার এবং ওরিয়ন নক্ষত্রমণ্ডলে থাকা হর্সহেড নীহারিকারও অত্যাশ্চর্য ছবি তুলেছে৷

ইউক্লিডের কারণেই এই ধরণের ছবি পাওয়া গেছে৷ মহাবিশ্বের গভীরের খুবই স্পষ্ট ছবি ধারণ করেছে এই টেলিস্কোপ৷

ইউক্লিডের ‘চোখে’ মহাকাশ দেখা

04:08

This browser does not support the video element.

মানগল্ড জানান, ‘‘ইউক্লিড ভবিষ্যতে যা পর্যবেক্ষণ করবে তার ছোট একটি অংশ এটি৷ কিন্তু প্রাথমিক এই সাফল্য খুবই আশাব্যঞ্জক৷''

ইউক্লিডের পাঠানো প্রথম ডেটা সেট থেকে গবেষকরা তিন লাখ ৮০ হাজারেরও বেশি ছায়াপথের একটি ক্যাটালগ তৈরি করেছেন - যা স্পাইরাল আর্মস, সেন্ট্রাল বার এবং টাইডাল টেইলসের মতো বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়েছে৷ স্বেচ্ছাসেবকদের একটি বড় দল দ্বারা প্রশিক্ষণ পাওয়া এক এআই মডেল এতে সহায়তা করেছে৷

ইউক্লিড কনসোর্টিয়ামের মাইক ওয়ালমসলি বলেন, ‘‘একটি ভালো এআই মডেলকে প্রশিক্ষণ দিতে লাখ লাখ তথ্যের প্রয়োজন হয়৷ আমাদের কাছে অন্যান্য টেলিস্কোপ থেকে পাওয়া কয়েক লাখ তথ্য আছে৷ তাই ইউক্লিডের জন্য আমাদের মাত্র এক মাসের চেষ্টার প্রয়োজন ছিল৷ আমরা প্রায় নয় হাজার মানুষের কাছে কৃতজ্ঞ যারা আমাদের মডেলগুলোকে আরও উন্নত করতে পর্যাপ্ত তথ্য তৈরিতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন৷''

এসব তথ্য মহাবিশ্বকে নতুন করে চিনতে সহায়তা করছে৷

ইউক্লিডকে দিয়ে যতগুলো ছায়াপথের কাজ করানোর পরিকল্পনা করা হয়েছে তার মাত্র ০.৪ শতাংশ করা হয়েছে৷ অর্থাৎ বলা যায়, কাজ সবে শুরু হয়েছে৷

মার্কুস ভলজিফার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ